সীরাত বিষয়ক বই পরিচিতিঃ ১
লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ০৩ ডিসেম্বর, ২০১৫, ১০:৩১:২১ রাত
‘সীরাত’ একটি আরবী শব্দ। এ শব্দের বহুবচন হচ্ছে ‘সিয়ার’। এটির মূল শব্দ হচ্ছে ‘সাইরুন’। এর অর্থ চাল-চলন, গতি ইত্যাদি। ‘আল মুজাম আল আজম’ ও ‘মিসবাহুল লুগাত’ নামক বিখ্যাত দু’টি আরবী অভিধানে ‘সীরাত’ শব্দের অর্থ করা হয়েছে।
১. যাওয়া, প্রস্থান করা, চলা; ২. গতি, পথ, পদ্ধতি, ধারা; ৩. আকার, আকৃতি, মুখাবয়ব; ৪. চেহারা, আকৃতি; ৫. অবস্থা; ৬. কর্ম-নৈপুণ্য, ঢঙ, চাল; ৭. সুন্নাত; ৮. জীবন চলার ধরণ, প্রকৃতি, কাজকর্ম করার ধরণ, জীবন পরিচালনার ঢঙ, ৯. অভ্যাস; ১০. কাহিনী, পূর্ববর্তীদের গল্প বা কাহিনী এবং ঘটনাবলীর বর্ণনা ইত্যাদি।
অপরদিকে ইসলামী বিশ্বকোষ ‘সীরাত’-এর অর্থ লিখেছে ১. যাওয়া, যাত্রা করা, চলা; ২. মাযহাব বা তরিকা; ৩. সুন্নাহ; ৪. আকৃতি; ৫. অবস্থা; ৬. কীর্তি; ৭. কাহিনী, প্রাচীনদের জীবন ও ঘটনাবলীর বর্ণনা; ৮. মুহাম্মদ (সা.)-এর গাযওয়ার (যুদ্ধের) বর্ণনা; ৯. অ-মুসলিমগণের সাথে সম্পর্ক, যুদ্ধ এবং শান্তির সময়ে মুহাম্মদ (সা.) যা বৈধ মনে করতেন তার বর্ণনা কিংবা মুহাম্মদ (সা.) এর জীবন চরিত; সম্প্রসারিত অর্থে বীর পুরুষদের কীর্তির বর্ণনা।
পবিত্র কুরআন মজীদে ‘সীরাত’ শব্দটি শুধুমাত্র একবারই ব্যবহৃত হয়েছে। সূরা তাহা’র ঐ আয়াতে বলা হয়েছে ‘খুব হা ওয়ালা তাখাফা’ সান ইদুহা সীরাতাহাল উলা।’ অর্থাৎ তুমি তাকে ধর এবং ভয় পেয়ো না। আমি তাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব, যেরূপ প্রথমে এটি ছিল’। এখানে ‘সীরাত’ শব্দটি আভিধানিক অর্থে ব্যবহৃত হয়েছে। মোট কথা ‘সীরাত’ এর আভিধানিক অর্থ হলো কোন ভাল মানুষের বা নেককার মানুষের চাল-চলন, ওঠাবসা, কাজ, মেজাজ-মর্জি। এককথায় জীবন পদ্ধতি বা জীবন চরিত।
আর ‘সীরাত’ শব্দের পারিভাষিক অর্থ বোঝান হয়েছে মহানবী (সা.) এর সার্বিক জীবন চরিতকে। রাসূল (সা.)-এর বিখ্যাত জীবনী গ্রন্থগুলোর নামের সাথে এই ‘সীরাত’ শব্দটি সম্পৃক্ত দেখা যায়। যেমন-সীরাতে ইবনে ইসহাক, সীরাতে ইবনে হিশাম, সীরাতে হালবিয়া, সীরাতে রাসূল, সীরাতে মুগল তোয়াই, সীরাতে খাতিমুল আম্বিয়া, সীরাতে সারওয়ারে আলম, সীরাতে মুহাম্মদীয়া, সীরাতে মুবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) সীরাতে মুহসীনে কায়েনাত (সা.), সীরাতুন্নবী, সীরাতে মোস্তফা প্রভৃতি।
[বাংলা ভাষায় সীরাত চর্চাঃ নাসির হেলাল]
বাংলায় অনূদিত কিছু সীরাতঃ
১. সীরাত ইবনে হিশাম
বাংলা ভাষায় সবচেয়ে বেশি প্রচলিত সীরাতের নাম "সীরাত ইবনে হিশাম" । রচিয়তা আবু মুহাম্মাদ 'আবদ আল-মালিক বিন হিশাম বা ইবনে হিশাম তিনি ইবনে ইসহাকের সংকলিত সীরাত বা মুহাম্মদ (সাঃ) এর জীবনীকে পুনর্সম্পাদনা করেন যা সিরাতে ইবনে হিশাম নামে পরিচিত। ইবনে ইসহাকের সীরাতটি বিলুপ্ত হয়ে গেলেও ইবনে হিশাম ও আল তাবারীর পরিবর্তিত সংষ্করণে এটি এখনো জীবিত আছে ।
বাংলাদেশে দুটি প্রকাশনী এটি প্রকাশ করেছে । ১. বাংলাদেশ ইসলামিক সেন্টার ২. ইসলামিক ফাউন্ডেশন
আমরা প্রথমেই আলোচনা করবো ইসলামিক সেন্টারেরটা নিয়ে ।
বইঃ সীরাত ইবনে হিশাম মূলঃআবু মুহাম্মাদ 'আবদ আল-মালিক বিন হিশাম বা ইবনে হিশাম অনূবাদকঃ আকরাম ফারুক পৃষ্ঠাঃ ৩৬৪ আইএসবিএনঃ 9843106148 সংস্করনঃ 20th, 2013 মুদ্রিত মূল্যঃ ২৫০ টাকা মাত্র
সূচিপত্র
* ভূমিকা
* ইতিহাস ও সীরাত
* সীরাতগ্রন্থ রচনায় অগ্রণী মুসলিম ঐতিহাসিকগণ
* সীরাতে ইবনে ইসহাক
* সীরাতে ইবনে হিশাম
* সীরাতে ইবনে হিশামের মর্যাদা
* সীরাতে ইবনে হিশামের বক্ষ্যমাণ সংক্ষিপ্ত রূপ
* মুহাম্মদ (সা) থেকে আদম (আ) পর্যন্ত ঊর্ধতন বংশ পরম্পরা
* ইসমাঈল (আ)- এর অধস্তন পুরুষদের বংশক্রম
* রাবিয়া ইবনে নসরের স্বপ্ন
* আবু কারব হাসসান ইবনে তুব্বান আস’আদ কর্তৃক
* ইয়ামান রাজ্য অধিকার এবং ইয়াসরিব আক্রমণ
* হাবশীদের দখলে ইয়ামান
* আরিয়াত ও আবরাহা দ্বন্দ্ব
* আসহাবুল ফীলের ঘটনা
* নিযার ইবনে মা’আদের বংশধর
* আবদুল মুত্তালিব বিন হাশিমের সন্তান-সন্ততি
* রাসুলুল্লাহ (সা) পিতামাতা
* যমযম কূপ খনন ও সে বিষয়ে সৃষ্ট মতবিরোধ
* আবদুল মুত্তালিব কর্তৃক তাঁর পুত্রকে কুরবানীর মানত
* মহানবীর (সা) আমিনার গর্ভে থাকাকালের ঘটনাবলী
* রাসূলুল্লাহর (সা) জন্ম
* হালীমার কথা
* বক্ষ বিদারণের ঘটনা
* দাদার অভিভাবকত্বে
* পাদ্রী বাহীরার ঘটনা
* ফিজারের যুদ্ধ
* খাদীজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে
* ওয়ারাকা বিন নাওফেলের ভাষ্য
* পবিত্র কা’বার পুনর্নির্মাণ
* আরব গণক, ইহুদী পুরোহিত ও খৃস্টান ধর্মযাজকদের ভবিষ্যদ্বানী
* রাসূলুল্লাহর (সা) দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্য
* ইনজীলে রাসূলুল্লাহর (সা) বিবরণ
* নবুওয়াত লাভ
* কুরআন নাযিলের সূচনা
* খাদীজা বিনতে খুয়াইলিদের ইসলাম গ্রহণ
* ওহীর বিরতি
* প্রথম ইসলাম গ্রহণকারী
* প্রকাশ্য দাওয়াত
* কুরআন সম্পর্কে ওয়ালী ইবনে মুগীরার মন্তব্য
* রাসূলুল্লাহর (সা) ওপর উৎপীড়নের বিবরণ
* হামযার ইসলাম গ্রহণ
* রাসূলুল্লাহর (সা) আন্দোলন প্রতিরোধে উতবার ফন্দি
* কুরাইশ নেতাদের সাথে রাসূলুল্লাহর (সা) কথোপকথন
* আবু জাহলের আচরণ
* নাদার ইবনে হারেসের বিবরণ
* দুর্বল মুসলমানদের ওপর মুশরিকদের অত্যাচার
* আবিসিনিয়ায় মুসলমানদের প্রথম হিজরাত
* মুহাজিরদের ফিরিয়ে আনার জন্য আবিসিনিয়ায় কুরাইশদের দূত প্রেরণ
* উমার ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণ
* চুক্তিনামার বিবরণ
* রাসূলুল্লাহর (সা) ওপর কুরাইশদের নির্যাতন
* আবিসিনিয়া থেকে মক্কার লোকদের ইসলাম গ্রহণের খবর শুনে মহাজিরদের প্রত্যাবর্তন
* চুক্তি বাতিল হওয়ার কাহিনী
* ইরাশ গোত্রের এক ব্যক্তির আবু কাহলের নিকট উট বিক্রির ঘটনা
* ইসরা বা রাত্রিকালীন সফর
* মি’রাজের ঘটনা
* আবু তালিব ও খাদীজার ইন্তিকাল
* সাহায্য লাভের আশায় বনু সাকীফ গোত্রের শরণাপন্ন হওয়া
* নাসীবীনের জ্বীনদের ঘটনা
* ইসলামের দাওয়াত পৌঁছাতে রাসূলুল্লাহ (সা) সব গোত্রের কাছে হাজির হলেন
* মদীনায় ইসলাম বিস্তারের সূচনা
* মদীনায় প্রথম বাইয়াত
* আকাবার দ্বিতীয় বাইয়াত
* আকাবার শেষ বাইয়াত ও তার শর্তাবলী
* সশস্ত্র যুদ্ধের নির্দেশ লাভ
* মুসলমানদের মদীনায় হিজরাত করার অনুমতি দান
* মদীনায় হিজরাতকারী মুসলমানদের বিবরণ
* রাসূলুল্লাহ (সা) হিজরাত
* কুবায় উপস্থিতি
* মদীনায় উপস্থিতি
* মদীনাতে ভাষণ দান ও চুক্তি সম্পাদন
* আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃসম্পর্ক স্থাপন
* আযানের সূচনা
* কতিপয় সাহাবীর রোগাক্রান্ত হওয়ার বিবরণ
* হিজরাতের তারিখ
* প্রথম যুদ্ধাভিযান
* উবাইদা ইবনে হারিসের নেতৃত্বে অভিযান
* সমুদ্র উপকূলের দিকে হামযার নেতৃত্বে অভিযান
* বুয়াত অভিযান
* উশাইরা অভিযান
* সা’দ ইবনে আবী ওয়াক্কাসের নেতৃত্বে সামরিক অভিযান
* সাফওয়ান অভিযান : প্রথম বদর অভিযান
* আবদুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে সামরিক অভিযান
* কিবলা পরিবর্তন
* বদরের যুদ্ধ
* বনু সুলাইম অভিযান
* সাওয়ীক অভিযান
* যূ-আমার অভিযান
* বাহরানের ফুরু অভিযান
* বনু কাইনুকার যুদ্ধ
* যায়িদ ইবনে হারিসার কারাদা অভিযান
* উহুদ যুদ্ধ
* হিজরী তৃতীয় সন : রাজী সফর
* বীরে মাউনার ঘটনা
* বনী নাযীরের বহিষ্কার
* যাতুর রিকা অভিযান
* দ্বিতীয় বদর অভিযান
* দুমাতুল জানদাল অভিযান
* খন্দক যুদ্ধ
* বনু কুরাইযা অভিযান
* বনু লিহইয়ান অভিযান
* যী কারাদ অভিযান
* বনু মুসতালিক অভিযান
* ৬ষ্ঠ হিজরী সনে বনু মুসতালিক অভিযানকালে অপবাদের ঘটনা
* হুদাইবিয়ার ঘটনা
* বাইয়াতুর রিদওয়ান
* শান্তিচুক্তি বা হুদাইবিয়ার সন্ধি
* খাইবার বিজয়
* জাফর ইবনে আবু তালিবের আবিসিনিয়া থেকে প্রত্যাবর্তন
* উমরাতুল কাযা
* মূতার যুদ্ধ
* মক্কা বিজয়
* হুনাইনের যুদ্ধ
* তারেফ যুদ্ধ
* হাওয়াযিনের জমিজমা, যুদ্ধবন্দী
* জি’রানা থেকে রাসূলুল্লাহর (সা) উমরা পালন
* তাবুক যুদ্ধ
* দুমার শাসনকর্তা উকায়দের এর নিকট রাসূলুল্লাহ (সা) কর্তৃক
* খালিদ ইবনে ওয়ালীদকে প্রেরণ
* নবম হিজরী সনকে প্রতিনিধিদল আগমনের বছর হিসেবে আখ্যায়িতকরণ
* সূরা আন নাছর এই বছরই নাযিল হয়
* বনু তামীমের প্রতিনিধিদলের আগমন ও সূরা হুজুরাত নাযিল
* বনু আমেরের প্রতিনিধি আমের ইবনে তুফাইল ও আরবাদ ইবনে কায়েসের ঘটনা
* জারুদের নেতৃত্বে বনু আবদুল কায়েসের প্রতিনিধিদলের আগমন
* মুসাইলিমা কাযযাবসহ বনু হানীফা প্রতিনিধিদলের আগমন
* হাতিম তাঈ-এর পুত্র আদীর ঘটনা
* ফারওয়া ইবনে মুসাইক মুরাদীর আগমন
* আমর ইবনে মা’দী ইয়াকরাবের নেতৃত্বে বনু যুবাইদের প্রতিনিধিদলের আগমন
* আশয়াস ইবনে কায়েসের নেতৃত্বে কিন্দার প্রতিনিধিদলের আগমন
* সুরাদ ইবনে আবদুল্লাহ আযদীর আহমন
* হিমইয়ার বংশীয় রাজাদের দূতের আগমন
* মুয়ায পরিচালনাকালে খালিদ ইবনে ওয়ালীদের (রা) হাতে
* বনু হারিস গোত্রের ইসলাম গ্রহণ
* মিথ্যা নবুওয়াতের দাবীদার মুসাইলিমা ও আসওয়াদ আনসীর বিবরণ
* রাসূলুল্লাহ (সা) নিযুক্ত কর্মচারী ও আমীরগণের যাকাত আদায়ের অভিযান
* রাসূলুল্লাহ (সা) নিকট মুসাইলিমার চিঠি এবং রাসূলুল্লাহর পক্ষ থেকে তার জবাব
* বিদায় হজ্জ
* উসামা ইবনে যায়িদকে ফিলিস্তীনে প্রেরণ
* রাজা বাদশাহদের কাছে রাসূলুল্লাহ (সা) দূত প্রেরণ
* সর্বশেষ অভিযান
* রাসূলুল্লাহ (সা) পীড়ার সূচনা
* রাসূলুল্লাহ (সা) স্ত্রীগণ বা উম্মুহাতুল মু’মিনীনের বিবরণ
* রাসূলুল্লাহ (সা) রোগ সংক্রান্ত অবশিষ্ট বিবরণ
* নামাযের জামায়াতে আবু বাকরের (রা) ইমামতি
* বনু সায়েদা গোত্রের চত্বরে
* আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) ও উমার (রা)-এর বর্ণনা
* রাসূলুল্লাহ (সা) কাফন-দাফন
অনলাইনে পড়তেঃ ক্লিক করুন
পিডিএফ ডাওনলোড করতেঃ ক্লিক করুন
হার্ডকপি প্রাপ্তিস্থানঃ কাঁটাবন । ইসলামিক সেন্টারের নিজস্ব বিক্রয় কেন্দ্র । মগবাজার । বাংলাবাজার । এবং অন্যান্য ইসলামিক লাইব্রেরীতে ।
অনলাইনে হার্ড কপি কিনতেঃ amaderboi.com ফোনেঃ 01954 014 720 , rokomari.com
পরের পর্বে ইনশা আল্লাহ ইসলামিক ফাউন্ডেশনেরটি নিয়ে আলোচনা করা হবে । এবং পর্যায়ক্রমে অন্যান্য সীরাত বিষয়ক বইকে নিয়ে লেখা হবে ।
পূর্বে প্রকাশ
ও [url href="http://www.amaderboi.com/post/5411" target="_blank"]amaderboi.com blog এ[/ur]
বিষয়: বিবিধ
২৭৩৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন