জীবন সঙ্গিনীর খোজে. . . .(সম্ভব হলে সহযোগীতা করুন)

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ২৬ এপ্রিল, ২০১৫, ১১:২০:২১ রাত



প্রিয় ব্লগবাসী,

প্রথমেই সালাম নিবেন । আমি আপনাদের সুপরিচিত মুসা বিন মোস্তফা বলছি :-P ।সুখ দুঃখের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি । জানি জানাই ।হাসি হাসায় ।কাদি কাদায় । আজ অত্যান্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে "আল্লাহর সন্তুষ্টি লাভের সহিত আমার অনুর্বর হৃদয়কে উর্বর করতে ,অনুভূতি শূন্য মনকে অনুভূতি দিতে , কষ্টকর সময়কে সুখকর বানাতে ,একটি মধুর সংসার সাজাতে"

একটি মিস্টি মেয়ে প্রয়োজন । যাকে আমি জীবনসঙ্গীনি হিসেবে গ্রহন করে ।দুঃখের সময় শান্তনার পরশ দিবো ।সুখের সময় মিলে মিশে আনন্দ করবে । যে হবে আমার শ্রেষ্ঠ বন্ধু ।তার সাথে হাসবো গাইবো আনন্দ করবো । একাকীত্ব জীবনের সবচেয়ে ভালো বন্ধু হবো । দুঃখ থেকে আগলে রাখবো । একসুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাবো দুজনে ।

না ।মোটেও ইয়ার্কী করছি না । সত্যিই আমার একজন জীবনসঙ্গীনী প্রয়োজন যে আমাকে উত্‍সাহ যোগাবে , কষ্টে শান্তনা দিবে ,ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে সারাদিনের ক্লান্তি ভোলাবে ।

কেমন চাই আমার প্রিয়তমাকে ?কেমন চাই আমার সাংসারিক জীবন ?

[এবিষয়ে "আবিয়াত্তার কষ্টনামা"তে একটি পার্ট থাকবে ইনশাআল্লাহ]

তার কাছ থেকে আমি ততোটুকুই ভালবাসা চাই ঠিক যতোটুকু দিবো । নিজে ভালবাসা না দিয়ে তার কাছ থেকে চাওয়ার অধিকার আমার নেই । যে আমার প্রিয়তমা হবে তার একবারে ছোট কোন কষ্টের কাজটিও আমার জন্য কষ্টকর ।সর্বদা চেষ্টা করবো তার কষ্ট হয় যে কাজ সেটা আমিই করি ।কারন সে আমার ভালাবাসা । সেও ঠিক এমনটিই করবে । আমাদের মাঝে যেন খুনসুটি লেগে থাকে এরকম ব্যাপারগুলো নিয়েই । তার তুলে খেতে কষ্ট হবে থালাবাসন মাজতে কষ্ট হবে কাপড় ধুতে কষ্ট হবে যেগুলো করতে আমি আর তার মাঝে প্রতিযোগীতা লেগে থাকবে ! সর্বদা একে ওপরের কষ্ট নিজের কাধে নেওয়ার চেষ্টা করবো ।

প্রাথমিক বৈশিষ্ট্য

* কওমী মাদ্রাসাতে পড়ুয়া অগ্রাধিকার (নিজে যে দুঃখে ভুগি তা যেন প্রিয়তমার দ্বারা পূরন হয়)

* সবারই চাহিদা থাকে একজন সুন্দরি স্ত্রী । আমিও ব্যাতিক্রম নয় ।কিন্তু আমার কাছে দেহের সৌন্দর্য্যের চেয়ে মনের সৌন্দর্য্যই বড় ।

* ঢাকা কিংবা পাশ্ববর্তী এলাকার হলে বেশি ভালো হয় । কারন যেখানে খারাপ বেশি সেখানে ভালোও আছে অনেক বেশি । এখানে আর কিছু ব্যাপার আছে ।

* যৌতুক এবং আড়ম্বরহীন অনুষ্ঠান ।সাধ্যের মধ্যে মোহরনা । বর্তমান সমাজের সাথে নো কম্প্রোমাইজ । বরং ইসলাম যা বলেছে তাই ।

আর কি বলবো ? বাকীটা ভায়ার মাধ্যমেই আলোচনা হবে ইনশাআল্লাহ ।

শর্ট প্রোফাইলঃ

নামঃ মুসা বিন মোস্তফা

জন্ম: 22-6-1996

কর্ম (আয়): অর্ধ বেকার (নিম্ন পর্যায়ের আয় । আল্লাহ তায়ালা এভার চলার তৌফিক দিচ্ছেন । দু একবছরেই ইনশাআল্লাহ বর্তমানের চেয়ে দশ গুনেরও বেশি আয় হবে)

পড়াশুনাঃ OIU (Diploma in islamic studies)(hsc 2014)

আবাস স্থলঃ বারো ঘন্টা মিরপুর ,বারো ঘন্টা বাংলাজার (গাজিপুর চৌরাস্তায় স্থায়ী আবাস গড়ার পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে)

কর্ম

পেশাঃ বহু কাজের কাজী । ওয়েব ডেভলপার ,এসএমএম এক্সপার্ট ,ইকমার্স এক্সপার্ট । Amaderboi.com এর ম্যানাজার (CEO) । দু একবছরেই ইনশাআল্লাহ আরো কিছু আসবে ।

প্রিয় শখঃ বই পড়া ,দিবাস্বপ্ন দেখা ,রুক্ষ পাথুরে এলাকা ভ্রমন ,মানবতার সেবা ।

ব্যাক্তিগত ল্যান্জাঃসর্বপ্রকার মত্‍স ও তেতো করলার তরকারী থেকে দূরে থাকি । ডাল ছাড়া ভাত খাইতে খুব কষ্ট হয় । মাছ মাংশের চেয়ে শাক সবজিই বেশি লাইক করি ।

হে ব্লগবাসী আমাকে একজন উত্তম জীবনসংঙ্গীনির খোজ দেওয়া আপনাদের জন্য আবশ্যকীয় কর্তব্য । আমি সফল হলে আপনাদের জন্য তাবারক হিসাবে বই পৌছে যাবে ইনশাআল্লাহ :-P

বিনীত

যে লেখেছে সেই

যারা আমার সাথে এব্যাপারে যোগাযোগে অনিচ্ছুক তারা ইসহাক খান ভাইকে জানাতে পারেন

বিষয়: বিবিধ

১৯৮৩ বার পঠিত, ৭৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317025
২৬ এপ্রিল ২০১৫ রাত ১১:২৯
নিরবে লিখেছেন : Hahaha hahaha...
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৮
258238
মুসা বিন মোস্তফা লিখেছেন : হাসির কি হল ?হেসেই উড়ে দিবেন সব ? Crying
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪৭
258294
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rolling Eyes Don't Tell Anyone Don't Tell Anyone Applause Applause Applause Applause Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৮
258301
মুসা বিন মোস্তফা লিখেছেন : Crying Crying Crying
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৯
258303
মুসা বিন মোস্তফা লিখেছেন : Crying Crying Crying হ্যারি বাইয়া এতোদিন পরে এসে আপনি হাসছেন ?
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪৮
258621
নিরবে লিখেছেন : আপনার বিয়ের বয়স হয়নি ভাই , তাই হাসছি।Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০২ মে ২০১৫ বিকাল ০৫:১৯
258878
মুসা বিন মোস্তফা লিখেছেন : বিয়ের বয়স হয় নি ????? আজ যদি অন্য ছেলেদের মতো গার্লফ্রেন্ড ন্যে ঘুরে বেড়াতাম কেউ বলতো না প্রেমের বয়স হয় নি । ভালো ভাবে চলতে গেলেই যত্তোসব Crying Crying Crying Crying
০৪ মে ২০১৫ রাত ১২:৩৪
259213
নিরবে লিখেছেন : হা হা হা...
০৪ মে ২০১৫ সকাল ০৯:৪৩
259264
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : নীরব আপু..... আপনাকে সরব দেখে ভীষণ খুশি লাগতেছে! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৪ মে ২০১৫ সকাল ০৯:৪৩
259265
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @মোস্তফা চাচার পিচ্চি ছেলে! Tongue আরো বড় হও! বড় ভাইয়ারাও এখন বিয়ে করতে পারে নি। এ দুনিয়াতে উপযুক্ত বউ পাওয়া অনেক মুশকিল। Broken Heart Broken Heart Broken Heart
০৬ মে ২০১৫ দুপুর ০৩:৪২
259682
মুসা বিন মোস্তফা লিখেছেন : বড় ভাইয়াদের মুরোদ নেই তাই করতে পারছে না । পাশাপাশি ভীতু । আর আল্লাহর সাহায্য থেকে অনেকে নিরাশ ও বটে কারন ম্যাক্সিমাম বড় ভাইয়ের এই কথা বিয়ে করলে বউকে খাওয়াবো কি ? Crying Crying
317032
২৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৫২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যৌতুক এবং আড়ম্বরহীন অনুষ্ঠান ।সাধ্যের মধ্যে মোহরনা । বর্তমান সমাজের সাথে নো কম্প্রোমাইজ । বরং ইসলাম যা বলেছে তাই ।

উপরের কথা গুলো সব বিয়ে করতে ইচ্চুক তরুণদের শ্লোগান হোক এটাই কাম্য।



যারা আমার সাথে এব্যাপারে যোগাযোগে অনিচ্ছুক তারা ইসহাক খান ভাইকে জানাতে পারেন। এই কথা গুলোর বিশেষত্ব বুঝিয়ে বলবেন।
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৮
258239
মুসা বিন মোস্তফা লিখেছেন : সরাসরি যোগাযোগে যাদের প্রব্লেম তারা মাধ্যম হিসাবে উনার সাথে যোগাযোগ করতে পারেন
317051
২৭ এপ্রিল ২০১৫ রাত ০২:১০
আহসান সাদী লিখেছেন : এতসব গুণাবলী একজনের মধ্যেই চান?
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৯
258240
মুসা বিন মোস্তফা লিখেছেন : দুএকটার সংকট থাকলে গড়ে নিবো ইনশা আল্লাহ
317058
২৭ এপ্রিল ২০১৫ রাত ০২:৪৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

দেহের সৌন্দর্য্যের চেয়ে মনের সৌন্দর্য্যই বড় । এই কথা ও বলা হয় আবার সুন্দরী এবং মিস্টি বঁধু খোঁজা হয় Tongue!

হিসাবে আপনার বয়স ১৯ তা বঁধুর বয়স কতো হলে ভালো হয়?


আমার সণ্ধানের পাত্রী আপনার চাইতে বয়সে বড়!না হলে চেস্টা করা যেতো! Big Grin

সর্বপ্রকার মত্‍স ও তেতো করলার তরকারী থেকে দূরে থাকি কপালে এমন একজন পড়বে শুধু মৎস না শুটকি খাওয়াইবে আর তিতা করলা আলু দিয়ে ভাজি না, তিতা করলার জুস এবং ঝোল খাওয়াইবে Give Up! বি রেডি Waiting!

সন্ধান পেলে জানানো হবে ইনশা আল্লাহ! শুকরিয়া!


২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩০
258219
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অংশটা আমারো নজরে পড়ল।আসলে যতই লাফাই কিন্তু বস্তুবাদী সমাজে, বস্তুবাদি শিক্ষাব্যাবস্হায় আমরা চিন্তা-চেতনায় বস্তুবাদ দ্বারা প্রভাবিত। তাই এর বাইরে আসা কষ্টসাধ্য।
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩৫
258241
মুসা বিন মোস্তফা লিখেছেন : ওয়া আলাইকুম আচ্ছালাম । আপি সুন্দর জিনিস সবাই পেতে চায় । আমি ব্যতিক্রম । এক্ষেত্রে মনের সৈন্দর্য্যকেই প্রাধান্য দেই ।

আমার বয়সের সাথে বধুর বয়সের তুলনা করা বোকামী । সুন্নাতের খেলাপ ও বটে ।সমাজ ব্যবস্থার বাহিরে ইসলামে যা আছে তা গ্রহন করতে আপত্তি নেই ।

সে যদি আমার মন জয় করতে পারে তবে মাছ তেতো করলা ক্ষেতে প্রুস্তুত ।

শুকরিয়া । Good Luck Good Luck
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩৬
258242
মুসা বিন মোস্তফা লিখেছেন : ঘুম ভাঙ্গাতে চাই@ আপনি আমি চেষ্টা শুরু করি । দেখবেন আমাদে চারপাশের মানুষ গুলোও পরিবর্তন হবে ।
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪৮
258295
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমার সণ্ধানের পাত্রী আপনার চাইতে বয়সে বড়!না হলে চেস্টা করা যেতো! Crying Crying Crying Crying Crying Crying Crying
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২১
258318
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমার বিয়ের ব্যাপারে তেমন মাথাব্যাথা নেই।ওয়াইস আল কুরুনী (রাঃ), রাবেয়া বসরী (রঃ), হাসান বসরী (রঃ), ইবনে তাইমিয়া (রঃ), ইমাম নববী (রঃ) এরা সবাই আমার চোখে হিরো এবং এরা সবাই অবিবাহিত ছিলেন। সম্ভবত সালাহউদ্দীন আইয়ুবী (রঃ) ও ইমাম বুখারী (রঃ) ও অবিবাহিত ছিলেন ঠিক শিউর না। আপনার এত ইচ্ছা আল্লাহ আপনার আশা পুরণ করুক। Good Luck Good Luck
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৫
258325
মুসা বিন মোস্তফা লিখেছেন : সালাহুদ্দিন আয়ুবী বিয়াইত্তা ছিলেন ।
২৮ এপ্রিল ২০১৫ সকাল ১১:৩৯
258447
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @ঘুম ভাঙ্গা আপু? Don't Tell Anyone :Thinking :Thinking Surprised Surprised Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Crying Crying Crying Crying
317063
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৫:২৯
এবেলা ওবেলা লিখেছেন :
সিরায়সলি ছবির এই মুখটি আমার পরিচিত আপনজন - পছন্দ হলে আপনার যোগাযোগের বিস্তারিত জানাবেন-- বাবা-মায়ের একমাত্র সন্তান --তাই আপনাকে ঘর-জামাই থাকতে হবে-- খুলনা-বেনাপোলে তাদের সৌরভি নামে ২০ টি গাড়ি চলাচল করে এর মালিকানা ছবির মেয়েটির নামে -- এখন ভাবেন--- কি করবেন---
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩৭
258243
মুসা বিন মোস্তফা লিখেছেন : নাউজুবিল্লাহ
317070
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৮:১৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : আল্লাহ আপনাকে কামিয়াব করুন।
,
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩৭
258244
মুসা বিন মোস্তফা লিখেছেন : আমিন
317074
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : দেহের সৌন্দর্য্যের চেয়ে মনের সৌন্দর্য্যই বড় । এই কথা ও বলা হয় আবার সুন্দরী এবং মিস্টি বঁধু খোঁজা হয় Happy
কওমী পাবেননা কারণ কওমীরা কওমী ছাড়া বিয়ে সাধারণত দেয়না আর আমার মতে সেটাই যৌক্তিক। আমি আপনি বস্তুবাদি চিন্তা থেকে বের হতে পারিনি যেখানে তারা অধিকাংশ ক্ষেত্রেই এসব থেকে মুক্ত তাই আপনি তাদের সাথে ধৈর্যধারণ করতে পারবেননা। সে আপনার প্রতিটা কাজ শরীয়ত দিয়ে বিচার করবে যা আপনার কাছে বাড়াবাড়ি মনে হবে। যাইহোক আল্লাহ আপনার মনের আশা পুরণ করুন।
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪১
258245
মুসা বিন মোস্তফা লিখেছেন : যা সত্য তা মেনে নিতে আমার আপত্তি থাকবে না , বাড়াবাড়িও মনে হনে না ।
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৪
258247
আওণ রাহ'বার লিখেছেন : সত্যিই এলেম কে তরবারি হিসেবে ব্যাবহার করতে অনেকে এক্সপার্ট মোটামোটি কমবেশী সবস্থানে বিদ্যমান।
জনৈক কওমী আলেম মুফতী সাহেবের সাথে পরামর্শ করলাম।
তিনি বললেন মিযান পড়ুয়া পর্যন্ত হলে ভালো আমাদের মত আওয়ামদের জন্য।
জাজাকাল্লাহ।
Good Luck যে পবিত্র তার জন্য পবিত্রা, এবং খবিসের জন্য খবিসা; আর এটাই নির্ধারিত।Good Luck
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৯
258248
মুসা বিন মোস্তফা লিখেছেন : Good Luck Good Luck
317094
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৬
আওণ রাহ'বার লিখেছেন : কান্দেনা কান্দেনা টুকটুকে কুটকুটে ঝগড়াটে বউ পাবে কান্দেনা কান্দেনা।
Happy Happy Happy
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৯
258249
মুসা বিন মোস্তফা লিখেছেন : Crying Crying Crying Crying
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৯
258304
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying Crying
317095
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৮
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া তোমার জন্য দোয়া রইলো।
দোয়াতে শরীক রাখবো ইনশাআল্লাহ।
ভালো থেকো দোয়া করি।
জাজাকাল্লাহ
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫০
258250
মুসা বিন মোস্তফা লিখেছেন : ভাইয়া বউ দেন Crying
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৭
258298
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : "মুসা বিন মোস্তফা লিখেছেন : ভাইয়া বউ দেন" -- এভাবে কি কেউ বউ চায়! ম্যান্ট্যাল প্রব্লেম আছে মনে করতে পারে সম্ভাব্য পাত্রী পক্ষ!Tongue Tongue Tongue @মুসা বিন মোস্তফা
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০০
258306
মুসা বিন মোস্তফা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Crying Crying Crying
১০
317100
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:০৬
কাহাফ লিখেছেন :
যোগাযোগের জন্য মোবাইল নম্বর কই?
এ ভাবে না খুজে ক্বাওমী মহিলা মাদ্রাসার কোন শিক্ষক বা সংশ্লিষ্ট কারো সাথে কথা বলতে পারেন!
আর ময়মনসিংহের চললে--- কিছু সহযোগিতা করতে পারি দেশে আসার পর!
কয়েকজন পরিচিত আছে মহিলা মাদ্রাসার!
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৯
258262
মুসা বিন মোস্তফা লিখেছেন : আপনি দেশে আসবেন কবে ?
২৮ এপ্রিল ২০১৫ সকাল ০৬:৩৪
258420
কাহাফ লিখেছেন :
তাড়াতাড়িই আসার পরিকল্পনা আছে ইনশা আল্লাহ!
ফ্যামিলি পাত্রী পছন্দ করতে যত দ্রুত করবে তত দ্রুতই দেশে আসা হবে!!
২৮ এপ্রিল ২০১৫ সকাল ০৮:১৭
258426
মুসা বিন মোস্তফা লিখেছেন : আপনিও আবিয়াত্তা কি মজা কি মজা Big Grin
১৪ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
283018
মুসা বিন মোস্তফা লিখেছেন : াইকি দেশে এসেছেন ?
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০৮
283076
কাহাফ লিখেছেন :
আবিয়াত্তা বলা যাবে না আমাকে!
তবে,বিয়ে আরেকটা করব ইনশা আল্লাহ! পা্ত্রী দেখা চলছে, ৭৫% ফাইনাল হলেই দেশে আসব আমি,এখনও প্রবাসেই আছি!
২০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৪২
284017
মুসা বিন মোস্তফা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১
317102
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৮
মুসা বিন মোস্তফা লিখেছেন : আপনি দেশে আসবেন কবে ?
১২
317113
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুর্ভাগ্য!!! সব শালির বিয়ে হয়ে গেছে। না হলে ফ্রিতে সারাজিবন বই পাওয়ার এই সুযোগ কখনই ছাড়তাম না!!

তবে ভাই কথা হচ্ছে বিয়ের আগে অনেক গুনের কথা দেখবেন ও শুনবেন কিন্তু বিয়ের পর সব গুন খুন হয়ে গেছে!
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১০
258265
মুসা বিন মোস্তফা লিখেছেন : এ কেমন কথা ভাই ! তাহলে সে কি ছলনা করবে আমার সাথে ?
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৮
258300
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৪
258324
মুসা বিন মোস্তফা লিখেছেন : হ্যারি ভাইয়া কাদেন ক্যান আপনি ? কাদার কথা তো আমার
২৮ এপ্রিল ২০১৫ সকাল ১১:৪১
258448
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সবুজ ভাইয়ার বাস্তব অবিজ্ঞতার কথা শুনে না কেন্দে থাকতে পারছি না! @মুসা ভাইয়া Crying Crying Crying Crying Crying Crying
২৮ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২৩
258453
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হারিকেন দিয়া খুজলেও বউ এমন ছাড়া পাবেন না!
০২ মে ২০১৫ বিকাল ০৫:৩৩
258892
মুসা বিন মোস্তফা লিখেছেন : Crying Crying Crying
১৩
317114
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০১
দ্য স্লেভ লিখেছেন : এমন এক স্থানে পোস্ট করেছেন যেখানে অবিবাহিত মেয়েদের কোনো পার্সেন্টেজ নেই....Happy তবে আপনি অনেক আগেই বিয়ের কথা ভেবেছেন এটার জন্যে জাজাকাল্লাহ। আপনি সাহসী। আল্লাহ আপনাকে উত্তম সঙ্গী দান করুন
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১০
258266
মুসা বিন মোস্তফা লিখেছেন : আমিন
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৯
258302
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Love Struck Love Struck Broken Heart Broken Heart Broken Heart
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৩
258323
মুসা বিন মোস্তফা লিখেছেন : ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাচ্ছে "লাভ" Tongue
২৮ এপ্রিল ২০১৫ সকাল ১১:৪২
258449
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : লাভ শেষ! Broken Heart Broken Heart Broken Heart Broken Heart পেয়ার খতম হো রাহাহে! Broken Heart Broken Heart Crying Crying Crying Crying Crying Crying
০২ মে ২০১৫ বিকাল ০৫:৩২
258891
মুসা বিন মোস্তফা লিখেছেন : Crying Crying
১৪
317138
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৮
ছালসাবিল লিখেছেন : এতততত পাগলের ভিড়ে আপনি নতুন পাগল কবে আমনানী হয়েছেন At Wits' End At Wits' End

আপনি বউ পাবেন না। আপনার বউ চুরি করা হবে Love Struck Big Grin
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৯
258305
ছালসাবিল লিখেছেন : Tongue সরি আমদানী পড়বেন Tongue
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৩
258322
মুসা বিন মোস্তফা লিখেছেন : বউ চোর । ছালসাবিল বাইয় আকি কন ? আমি তো ভয় পেয়ে গেছি ! আমার বউকে বাক্সের ভিতরে লুকিয়ে রাখবো Smug
২৮ এপ্রিল ২০১৫ সকাল ০৯:০৩
258429
ছালসাবিল লিখেছেন : যেখানেই রাখুন "দ্যা থিফ অব বাগদাদের" কথা স্বরণ আছে কি Tongue ওরকম করে চুরি করা হবে Tongue
২৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২৩
258465
মুসা বিন মোস্তফা লিখেছেন : আমার বউ চুরি করে কি লাভ ? ;-(
০২ মে ২০১৫ বিকাল ০৫:৩২
258890
মুসা বিন মোস্তফা লিখেছেন : Crying Crying
১৫
317139
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৯
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩১
258320
মুসা বিন মোস্তফা লিখেছেন : আহা বাইয়া আপনার ভালোবাসা ভেঙ্গে যাচ্ছে কেন ? Crying
২৮ এপ্রিল ২০১৫ সকাল ১১:৪৩
258450
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Broken Heart Broken Heart Broken Heart ভালো বাসাতো অলরেডি ভেঙ্গে গেছে! Crying Crying Crying Crying উওয়াাাা উওয়াাাাা Crying Crying Crying Crying আমি এখন কি করুম? Crying Crying Crying Crying
০৬ মে ২০১৫ দুপুর ০৩:৪৩
259683
মুসা বিন মোস্তফা লিখেছেন : বিয়ে করেন ~:>
০৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
259711
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কারে করুম? Crying Crying
০৭ মে ২০১৫ বিকাল ০৪:২৭
259851
মুসা বিন মোস্তফা লিখেছেন : মেয়ে মানুষরে
০৭ মে ২০১৫ রাত ০৯:৪৬
259938
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : মেয়ে মানুষকেইতো করবো Angel কিন্তু করবো কোন মেয়েটাকে? সে কোথায়? ঠিক কি ভাবে তার দেখা পাবো? Rolling Eyes Rolling Eyes Surprised Surprised
১৭ মে ২০১৫ সকাল ১০:২৩
261564
মুসা বিন মোস্তফা লিখেছেন : শশুরবাড়িতে থাকে মেয়েটা
১৬
317148
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১২
চোথাবাজ লিখেছেন : Love Struck Love Struck Love Struck
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩২
258321
মুসা বিন মোস্তফা লিখেছেন : যাক আপনার তবুও আটকে আছে । আমাদের জন্য যদি একটু ....
১৭
317166
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শ্রদ্ধেয় ভাইয়া। আল্লাক পাক আপনাকে মনের মত একজন উত্তম সঙ্গিনী দান করে আপনার হৃদয়ের এই মহৎ আকাঙ্ক্ষা সফল করবেন প্রাণভরে এই দোয়া করি।
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১২
258328
মুসা বিন মোস্তফা লিখেছেন : ওয়া আলাইকুম আচ্ছালাম । আপি আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ নই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File