জীবন সঙ্গিনীর খোজে. . . .(সম্ভব হলে সহযোগীতা করুন)
লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ২৬ এপ্রিল, ২০১৫, ১১:২০:২১ রাত
প্রিয় ব্লগবাসী,
প্রথমেই সালাম নিবেন । আমি আপনাদের সুপরিচিত মুসা বিন মোস্তফা বলছি :-P ।সুখ দুঃখের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি । জানি জানাই ।হাসি হাসায় ।কাদি কাদায় । আজ অত্যান্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে "আল্লাহর সন্তুষ্টি লাভের সহিত আমার অনুর্বর হৃদয়কে উর্বর করতে ,অনুভূতি শূন্য মনকে অনুভূতি দিতে , কষ্টকর সময়কে সুখকর বানাতে ,একটি মধুর সংসার সাজাতে"
একটি মিস্টি মেয়ে প্রয়োজন । যাকে আমি জীবনসঙ্গীনি হিসেবে গ্রহন করে ।দুঃখের সময় শান্তনার পরশ দিবো ।সুখের সময় মিলে মিশে আনন্দ করবে । যে হবে আমার শ্রেষ্ঠ বন্ধু ।তার সাথে হাসবো গাইবো আনন্দ করবো । একাকীত্ব জীবনের সবচেয়ে ভালো বন্ধু হবো । দুঃখ থেকে আগলে রাখবো । একসুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাবো দুজনে ।
না ।মোটেও ইয়ার্কী করছি না । সত্যিই আমার একজন জীবনসঙ্গীনী প্রয়োজন যে আমাকে উত্সাহ যোগাবে , কষ্টে শান্তনা দিবে ,ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে সারাদিনের ক্লান্তি ভোলাবে ।
কেমন চাই আমার প্রিয়তমাকে ?কেমন চাই আমার সাংসারিক জীবন ?
[এবিষয়ে "আবিয়াত্তার কষ্টনামা"তে একটি পার্ট থাকবে ইনশাআল্লাহ]
তার কাছ থেকে আমি ততোটুকুই ভালবাসা চাই ঠিক যতোটুকু দিবো । নিজে ভালবাসা না দিয়ে তার কাছ থেকে চাওয়ার অধিকার আমার নেই । যে আমার প্রিয়তমা হবে তার একবারে ছোট কোন কষ্টের কাজটিও আমার জন্য কষ্টকর ।সর্বদা চেষ্টা করবো তার কষ্ট হয় যে কাজ সেটা আমিই করি ।কারন সে আমার ভালাবাসা । সেও ঠিক এমনটিই করবে । আমাদের মাঝে যেন খুনসুটি লেগে থাকে এরকম ব্যাপারগুলো নিয়েই । তার তুলে খেতে কষ্ট হবে থালাবাসন মাজতে কষ্ট হবে কাপড় ধুতে কষ্ট হবে যেগুলো করতে আমি আর তার মাঝে প্রতিযোগীতা লেগে থাকবে ! সর্বদা একে ওপরের কষ্ট নিজের কাধে নেওয়ার চেষ্টা করবো ।
প্রাথমিক বৈশিষ্ট্য
* কওমী মাদ্রাসাতে পড়ুয়া অগ্রাধিকার (নিজে যে দুঃখে ভুগি তা যেন প্রিয়তমার দ্বারা পূরন হয়)
* সবারই চাহিদা থাকে একজন সুন্দরি স্ত্রী । আমিও ব্যাতিক্রম নয় ।কিন্তু আমার কাছে দেহের সৌন্দর্য্যের চেয়ে মনের সৌন্দর্য্যই বড় ।
* ঢাকা কিংবা পাশ্ববর্তী এলাকার হলে বেশি ভালো হয় । কারন যেখানে খারাপ বেশি সেখানে ভালোও আছে অনেক বেশি । এখানে আর কিছু ব্যাপার আছে ।
* যৌতুক এবং আড়ম্বরহীন অনুষ্ঠান ।সাধ্যের মধ্যে মোহরনা । বর্তমান সমাজের সাথে নো কম্প্রোমাইজ । বরং ইসলাম যা বলেছে তাই ।
আর কি বলবো ? বাকীটা ভায়ার মাধ্যমেই আলোচনা হবে ইনশাআল্লাহ ।
শর্ট প্রোফাইলঃ
নামঃ মুসা বিন মোস্তফা
জন্ম: 22-6-1996
কর্ম (আয়): অর্ধ বেকার (নিম্ন পর্যায়ের আয় । আল্লাহ তায়ালা এভার চলার তৌফিক দিচ্ছেন । দু একবছরেই ইনশাআল্লাহ বর্তমানের চেয়ে দশ গুনেরও বেশি আয় হবে)
পড়াশুনাঃ OIU (Diploma in islamic studies)(hsc 2014)
আবাস স্থলঃ বারো ঘন্টা মিরপুর ,বারো ঘন্টা বাংলাজার (গাজিপুর চৌরাস্তায় স্থায়ী আবাস গড়ার পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে)
কর্ম
পেশাঃ বহু কাজের কাজী । ওয়েব ডেভলপার ,এসএমএম এক্সপার্ট ,ইকমার্স এক্সপার্ট । Amaderboi.com এর ম্যানাজার (CEO) । দু একবছরেই ইনশাআল্লাহ আরো কিছু আসবে ।
প্রিয় শখঃ বই পড়া ,দিবাস্বপ্ন দেখা ,রুক্ষ পাথুরে এলাকা ভ্রমন ,মানবতার সেবা ।
ব্যাক্তিগত ল্যান্জাঃসর্বপ্রকার মত্স ও তেতো করলার তরকারী থেকে দূরে থাকি । ডাল ছাড়া ভাত খাইতে খুব কষ্ট হয় । মাছ মাংশের চেয়ে শাক সবজিই বেশি লাইক করি ।
হে ব্লগবাসী আমাকে একজন উত্তম জীবনসংঙ্গীনির খোজ দেওয়া আপনাদের জন্য আবশ্যকীয় কর্তব্য । আমি সফল হলে আপনাদের জন্য তাবারক হিসাবে বই পৌছে যাবে ইনশাআল্লাহ :-P
বিনীত
যে লেখেছে সেই
যারা আমার সাথে এব্যাপারে যোগাযোগে অনিচ্ছুক তারা ইসহাক খান ভাইকে জানাতে পারেন
বিষয়: বিবিধ
১৯৮৩ বার পঠিত, ৭৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উপরের কথা গুলো সব বিয়ে করতে ইচ্চুক তরুণদের শ্লোগান হোক এটাই কাম্য।
যারা আমার সাথে এব্যাপারে যোগাযোগে অনিচ্ছুক তারা ইসহাক খান ভাইকে জানাতে পারেন। এই কথা গুলোর বিশেষত্ব বুঝিয়ে বলবেন।
দেহের সৌন্দর্য্যের চেয়ে মনের সৌন্দর্য্যই বড় । এই কথা ও বলা হয় আবার সুন্দরী এবং মিস্টি বঁধু খোঁজা হয় !
হিসাবে আপনার বয়স ১৯ তা বঁধুর বয়স কতো হলে ভালো হয়?
আমার সণ্ধানের পাত্রী আপনার চাইতে বয়সে বড়!না হলে চেস্টা করা যেতো!
সর্বপ্রকার মত্স ও তেতো করলার তরকারী থেকে দূরে থাকি কপালে এমন একজন পড়বে শুধু মৎস না শুটকি খাওয়াইবে আর তিতা করলা আলু দিয়ে ভাজি না, তিতা করলার জুস এবং ঝোল খাওয়াইবে ! বি রেডি !
সন্ধান পেলে জানানো হবে ইনশা আল্লাহ! শুকরিয়া!
আমার বয়সের সাথে বধুর বয়সের তুলনা করা বোকামী । সুন্নাতের খেলাপ ও বটে ।সমাজ ব্যবস্থার বাহিরে ইসলামে যা আছে তা গ্রহন করতে আপত্তি নেই ।
সে যদি আমার মন জয় করতে পারে তবে মাছ তেতো করলা ক্ষেতে প্রুস্তুত ।
শুকরিয়া ।
সিরায়সলি ছবির এই মুখটি আমার পরিচিত আপনজন - পছন্দ হলে আপনার যোগাযোগের বিস্তারিত জানাবেন-- বাবা-মায়ের একমাত্র সন্তান --তাই আপনাকে ঘর-জামাই থাকতে হবে-- খুলনা-বেনাপোলে তাদের সৌরভি নামে ২০ টি গাড়ি চলাচল করে এর মালিকানা ছবির মেয়েটির নামে -- এখন ভাবেন--- কি করবেন---
,
কওমী পাবেননা কারণ কওমীরা কওমী ছাড়া বিয়ে সাধারণত দেয়না আর আমার মতে সেটাই যৌক্তিক। আমি আপনি বস্তুবাদি চিন্তা থেকে বের হতে পারিনি যেখানে তারা অধিকাংশ ক্ষেত্রেই এসব থেকে মুক্ত তাই আপনি তাদের সাথে ধৈর্যধারণ করতে পারবেননা। সে আপনার প্রতিটা কাজ শরীয়ত দিয়ে বিচার করবে যা আপনার কাছে বাড়াবাড়ি মনে হবে। যাইহোক আল্লাহ আপনার মনের আশা পুরণ করুন।
জনৈক কওমী আলেম মুফতী সাহেবের সাথে পরামর্শ করলাম।
তিনি বললেন মিযান পড়ুয়া পর্যন্ত হলে ভালো আমাদের মত আওয়ামদের জন্য।
জাজাকাল্লাহ।
যে পবিত্র তার জন্য পবিত্রা, এবং খবিসের জন্য খবিসা; আর এটাই নির্ধারিত।
দোয়াতে শরীক রাখবো ইনশাআল্লাহ।
ভালো থেকো দোয়া করি।
জাজাকাল্লাহ
যোগাযোগের জন্য মোবাইল নম্বর কই?
এ ভাবে না খুজে ক্বাওমী মহিলা মাদ্রাসার কোন শিক্ষক বা সংশ্লিষ্ট কারো সাথে কথা বলতে পারেন!
আর ময়মনসিংহের চললে--- কিছু সহযোগিতা করতে পারি দেশে আসার পর!
কয়েকজন পরিচিত আছে মহিলা মাদ্রাসার!
তাড়াতাড়িই আসার পরিকল্পনা আছে ইনশা আল্লাহ!
ফ্যামিলি পাত্রী পছন্দ করতে যত দ্রুত করবে তত দ্রুতই দেশে আসা হবে!!
আবিয়াত্তা বলা যাবে না আমাকে!
তবে,বিয়ে আরেকটা করব ইনশা আল্লাহ! পা্ত্রী দেখা চলছে, ৭৫% ফাইনাল হলেই দেশে আসব আমি,এখনও প্রবাসেই আছি!
তবে ভাই কথা হচ্ছে বিয়ের আগে অনেক গুনের কথা দেখবেন ও শুনবেন কিন্তু বিয়ের পর সব গুন খুন হয়ে গেছে!
আপনি বউ পাবেন না। আপনার বউ চুরি করা হবে
মন্তব্য করতে লগইন করুন