অধিকার হারা পুরুষের আর্তনাদঃ ৫ (পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ প্যাদানী ১৮ + )

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ১৪ এপ্রিল, ২০১৫, ১০:২৫:২৬ সকাল

অধিকার হারা পুরুষের আর্তনাদঃ ৫ (পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ প্যাদানী ১৮ )

: আপু গতকাল বাংলা মাসের কতো তারিখ ছিল ?

: অঅঅঅঅঅ ।আসলে গতকাল ছিল তেরই এপ্রিল :v

: বাংলা জানতে চেয়েছি?

: আসলে আসলে বাংলা তারিখটা দরকার পড়ে না তাই মেমরি খরচ করি না :-/

: আটা ময়দা তো ভালোই মাখসেন । শরীরও তো কিউট বানায়া ফেলসেন । যেমন বড়শি ফেলে মাছ ধরে তেমনি শরীর দেখায়া কি পুলাপান ধরার লোভ জাগছে ? :-/

: আসলে তুমি মৌলবাদী । গোড়া । আধুনিক যুগে আধুনিক হতে শেখো । গোড়ামি ছাড়ো ।

: আসলে আপু আমি তো আধুনিকই হতে চাচ্ছি । কিন্তু আপনারা আমায় চৌদ্দশ বছরের পুরাতন যুগে ফিরে গিয়ে সেই সস্কৃতি আকড়ে ধরতে বলতেছেন ।

বাঙালীরা আগে হুকা খাইতো এখন খায় সিগরেট । আগে খাইতো পচানী এখন খায় ওয়াইন । আগে পড়তো শাড়ি এখন পড়ে বিকিনি । আগে পড়তো লুঙ্গি এখন পড়ে প্যান্টের উপর আন্ডারওয়্যার । সবখানেই আমরা আধুনিক । তবে কেনো মধ্যযুগের সংস্কৃতিকে পালন করবো ? Love Struck

: এটা আমাদের ঐতিহ্যের অংশ ।

: কাচা মাংশ খাওয়াও ঐতিহ্যের অংশ ।কাপড় খুল্ল্যা গাছের ছাল পড়ে থাকেন । বয়ফ্রেন্ডের বাইকে না চড়ে গাধার পিঠে পথ চলেন ।এগুলো সবই ঐতিহ্য ।

: আচ্ছা পহেলা বৈশাখ মানলে তোমার কি সমস্যা ?

: আজ্ঞে পহেলা বৈশাখ আমি মানি আর না মানি রাত হলেই ২রা বৈশাখ হবে । মানা না মানার কোন কথা না । রাষ্ট্র যদি বাংলা তারিখের সাথে চলে আমি চলতে বাধ্য । আমার প্রবলেমটা হলো অশ্লীলতা ,দেহপ্রদর্শনী । একটা মুক্তমনা ,বিজ্ঞানমনস্ক জাতি বাঘ হাতি ভাল্লুক গন্ডারের মুখোশ পড়ে হেলে দুলে নেচে গেয়ে কি লাভ । এটা বিজ্ঞানভিত্তিকও নয় । ধর্মীয় তো নয়ই । চিপায় চাপায় ভালোবাসার বহিঃপ্রকাশ জাতির জন্য লাভজনক নয় বরং পরিবেশের ক্ষতি । আটা ময়দা মেখে শরীর নাচিয়ে আপনি আপনার নৃত্য প্রদর্শন করলেও আপনার নৃত্যের কারিশিমা কেউ দেখে না ।দেখে আপনার যৌনাঙ্গের দুলুনি । আটা ময়দা মেখে আপনি নিজেকে বিশ্বসুন্দরি ভেবে গর্ববোধ করলেও ফুসকা খেয়ে বিলটি কখনো দেন না । সারাজীবন বয়ফ্রেন্ডরে কষ্ট লান্ঞ্চনা উপহার দিয়ে তাহার পিঠেই আছড়ে পড়ে বলেন জানু তোমার বাইকটা এনো দুজন মিল্লা ঘুরব । লজ্জা করে না আপনাদের ? ?

স্বামীকে বলেন এবার চাই দশহাজার টাকার শাড়ি :-/ আপনার শাড়ি ব্লাউজ পেটিকোট ,আন্ডারগার্মেন্টস , আটা ময়দার কিনতে কতো ব্যায় হয় দেখেছেন কখনো ? আর আপনার স্বামী বেচারা ছয়টি কাপড়েই বছর পার করে যেখানে প্রতি সপ্তাহে শপিং ছাড়া আপনার সৌন্দর্য্য টিকে থাকে না ?

লজ্জা করে না আপনাদের ? ?

সমান অধিকারের দাবি তো ঠিকই করতে পারেন । এসব ভাবেন না কেনে ? ?

এতোটা নির্লজ্জ কেনো আপনারা ।

[কল্পনার আপুটির প্রস্থান :-/ ]

বিষয়: বিবিধ

১১০৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314823
১৪ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫৮
জেলপেন লিখেছেন : অসাধারন লিখেছেন! ✔
১৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:১১
256110
মুসা বিন মোস্তফা লিখেছেন : Happy
314827
১৪ এপ্রিল ২০১৫ সকাল ১১:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পুরুষের এই দুঃখ কেউ ভাই বুঝেনা!!!
১৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:১১
256109
মুসা বিন মোস্তফা লিখেছেন : Crying
314836
১৪ এপ্রিল ২০১৫ সকাল ১১:৩৩
এ,এস,ওসমান লিখেছেন : ভাল বলেছেন।
ভাল লাগলো।
১৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:১১
256108
মুসা বিন মোস্তফা লিখেছেন : Happy
314890
১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কতোপকথনে একটি বিষয় বুঝা গেল নোংরামির জন্য সংস্কৃতি আকড়ে ধরা ওনাদের জন্য শুভ!!!!

শালিনতার কথা গ্রহণ যোগ্য নহে...!

সংস্কৃতির অবডালে বসে যেন আমরা আমাদের আখেরাত নষ্ট না করি।
১৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:১১
256107
মুসা বিন মোস্তফা লিখেছেন : Straight Face
315648
১৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:০০
খান জুলহাস লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File