অধিকার হারা পুরুষের আর্তনাদঃ ৫ (পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ প্যাদানী ১৮ + )
লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ১৪ এপ্রিল, ২০১৫, ১০:২৫:২৬ সকাল
অধিকার হারা পুরুষের আর্তনাদঃ ৫ (পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ প্যাদানী ১৮ )
: আপু গতকাল বাংলা মাসের কতো তারিখ ছিল ?
: অঅঅঅঅঅ ।আসলে গতকাল ছিল তেরই এপ্রিল :v
: বাংলা জানতে চেয়েছি?
: আসলে আসলে বাংলা তারিখটা দরকার পড়ে না তাই মেমরি খরচ করি না :-/
: আটা ময়দা তো ভালোই মাখসেন । শরীরও তো কিউট বানায়া ফেলসেন । যেমন বড়শি ফেলে মাছ ধরে তেমনি শরীর দেখায়া কি পুলাপান ধরার লোভ জাগছে ? :-/
: আসলে তুমি মৌলবাদী । গোড়া । আধুনিক যুগে আধুনিক হতে শেখো । গোড়ামি ছাড়ো ।
: আসলে আপু আমি তো আধুনিকই হতে চাচ্ছি । কিন্তু আপনারা আমায় চৌদ্দশ বছরের পুরাতন যুগে ফিরে গিয়ে সেই সস্কৃতি আকড়ে ধরতে বলতেছেন ।
বাঙালীরা আগে হুকা খাইতো এখন খায় সিগরেট । আগে খাইতো পচানী এখন খায় ওয়াইন । আগে পড়তো শাড়ি এখন পড়ে বিকিনি । আগে পড়তো লুঙ্গি এখন পড়ে প্যান্টের উপর আন্ডারওয়্যার । সবখানেই আমরা আধুনিক । তবে কেনো মধ্যযুগের সংস্কৃতিকে পালন করবো ?
: এটা আমাদের ঐতিহ্যের অংশ ।
: কাচা মাংশ খাওয়াও ঐতিহ্যের অংশ ।কাপড় খুল্ল্যা গাছের ছাল পড়ে থাকেন । বয়ফ্রেন্ডের বাইকে না চড়ে গাধার পিঠে পথ চলেন ।এগুলো সবই ঐতিহ্য ।
: আচ্ছা পহেলা বৈশাখ মানলে তোমার কি সমস্যা ?
: আজ্ঞে পহেলা বৈশাখ আমি মানি আর না মানি রাত হলেই ২রা বৈশাখ হবে । মানা না মানার কোন কথা না । রাষ্ট্র যদি বাংলা তারিখের সাথে চলে আমি চলতে বাধ্য । আমার প্রবলেমটা হলো অশ্লীলতা ,দেহপ্রদর্শনী । একটা মুক্তমনা ,বিজ্ঞানমনস্ক জাতি বাঘ হাতি ভাল্লুক গন্ডারের মুখোশ পড়ে হেলে দুলে নেচে গেয়ে কি লাভ । এটা বিজ্ঞানভিত্তিকও নয় । ধর্মীয় তো নয়ই । চিপায় চাপায় ভালোবাসার বহিঃপ্রকাশ জাতির জন্য লাভজনক নয় বরং পরিবেশের ক্ষতি । আটা ময়দা মেখে শরীর নাচিয়ে আপনি আপনার নৃত্য প্রদর্শন করলেও আপনার নৃত্যের কারিশিমা কেউ দেখে না ।দেখে আপনার যৌনাঙ্গের দুলুনি । আটা ময়দা মেখে আপনি নিজেকে বিশ্বসুন্দরি ভেবে গর্ববোধ করলেও ফুসকা খেয়ে বিলটি কখনো দেন না । সারাজীবন বয়ফ্রেন্ডরে কষ্ট লান্ঞ্চনা উপহার দিয়ে তাহার পিঠেই আছড়ে পড়ে বলেন জানু তোমার বাইকটা এনো দুজন মিল্লা ঘুরব । লজ্জা করে না আপনাদের ? ?
স্বামীকে বলেন এবার চাই দশহাজার টাকার শাড়ি :-/ আপনার শাড়ি ব্লাউজ পেটিকোট ,আন্ডারগার্মেন্টস , আটা ময়দার কিনতে কতো ব্যায় হয় দেখেছেন কখনো ? আর আপনার স্বামী বেচারা ছয়টি কাপড়েই বছর পার করে যেখানে প্রতি সপ্তাহে শপিং ছাড়া আপনার সৌন্দর্য্য টিকে থাকে না ?
লজ্জা করে না আপনাদের ? ?
সমান অধিকারের দাবি তো ঠিকই করতে পারেন । এসব ভাবেন না কেনে ? ?
এতোটা নির্লজ্জ কেনো আপনারা ।
[কল্পনার আপুটির প্রস্থান :-/ ]
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লাগলো।
শালিনতার কথা গ্রহণ যোগ্য নহে...!
সংস্কৃতির অবডালে বসে যেন আমরা আমাদের আখেরাত নষ্ট না করি।
মন্তব্য করতে লগইন করুন