কেউ যদি পিসসি বলে তখন কেমন লাগে ........?

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ১৩ এপ্রিল, ২০১৫, ০৩:২৭:১০ দুপুর

অনেক দিন আগে খান ভাইয়ার তাকানো স্টাইল দেখে বুঝেছি উনি আমাকে পিসসি ভেবে অবাক হয়েছেন ।

সেদিন আওন বাইয়া আমাকে পিসসি বলেছে । শুধু তাই নয় উনি অবাক হয়ে বলেছে এতো পিসসি আমি Crying Crying Crying Crying

আচ্ছা আমি কি সত্যিই পিসসি ? D'oh হাফ প্যান্ট পড়া ছেড়েছি কবে মনে নেই , এমনকি থ্রী কোয়াটার কবে ছেড়েছি এটাও মনে নেই । অনেক দিন হলো ফুল প্যান্ট পড়ি । তবুও আমি পিসসি ? Frustrated Frustrated

আচ্ছা যাক । পোষাকের কথা বাদ দিলাম । আমার ওজনের কথায় আসি ৬৪ কেজ ওজনের মানুষ পিসসি হতে পারে ? আচ্ছা আমি পিসসি হলে এই এতো বড় বড় কা গুলো কেমনে করি ??????? Big Grin Big Grin Big Grin Big Grin

তাহলে আমাকে পিসসি বলে কেন সবাই Crying Crying Crying Crying ?

আমি পিসসি নয় It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! নয় ।

আমি অনেক বড় Big Grin Big Grin আপনাদের সবার চেয়ে বড় Big Grin Big Grin Big Grin

কেউ আমারে আর পিসসি বলে ডাকবেন না । ডাকলে কেদে দিবো Crying Crying Crying

বিষয়: বিবিধ

১০৭৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314624
১৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৯
আওণ রাহ'বার লিখেছেন : ওলেলেলেলেলে বাবু তান্দেনা।
আল পিত্তি বলবোনা।
চক্কেট দেবো তান্দেনা বাবু তান্দেনা।
Tongue Tongue Tongue Tongue Tongue
১৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:০২
256100
মুসা বিন মোস্তফা লিখেছেন : গরু মেরে জুতা দান ,নাকি জুতা মেরে গরু দান বুঝতেছিনা Crying Crying
314630
১৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমি তো আপনার থেকে একটু বয়ষ্ক হবার পরেও পিচ্চি। আমাকে দেখলে নাকি খুব কম বয়ষ্ক মনে হয় Happy
১৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:০২
256101
মুসা বিন মোস্তফা লিখেছেন : Crying Crying
314670
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : ঠিক আছে পিচ্চি..........আর বলা হবেনা(যদিও আমি কখনো উহা বলিনি)। Bee Star
১৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:০২
256102
মুসা বিন মোস্তফা লিখেছেন : মোহাম্মদ লোকমান লিখেছেন :

“ঠিক আছে পিচ্চি... আর বলা হবেনা” Happyপ্রসঙ্গে একটি গল্প/ঘটনা মনে পড়ে গেলো।

চট্টগ্রামের এক ধনাঢ্য চৌধুরীর ছেলে শহর থেকে এসে গ্রামের হাটে গেছেন বাজার করার জন্য। গোস্ত বিক্রেতা কসাই চৌধুরীর ছেলেকে চিনতে পেরে ডাক দিল- ‘অবদ্দা আজিয়া ভালা গোস্ত আছে লইযাছোনা’ গ্রামের কসাইর তুই-তুকারী জাতীয় কথায় সে ক্ষিপ্ত হয়ে মাইর শুরু করে দিল। কসাই মার খাচ্ছে আর বলছে। “অবদ্দা, তোরে আর তুই কইতামনঅ” এখনো দেখছি ’পিচ্চি বলেই পিচ্চি না বলার ওয়াদা করা হচ্ছে! :P Crying Crying Crying
314677
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩১
মোহাম্মদ লোকমান লিখেছেন :

“ঠিক আছে পিচ্চি... আর বলা হবেনা” Happyপ্রসঙ্গে একটি গল্প/ঘটনা মনে পড়ে গেলো।

চট্টগ্রামের এক ধনাঢ্য চৌধুরীর ছেলে শহর থেকে এসে গ্রামের হাটে গেছেন বাজার করার জন্য। গোস্ত বিক্রেতা কসাই চৌধুরীর ছেলেকে চিনতে পেরে ডাক দিল- ‘অবদ্দা আজিয়া ভালা গোস্ত আছে লইযাছোনা’ গ্রামের কসাইর তুই-তুকারী জাতীয় কথায় সে ক্ষিপ্ত হয়ে মাইর শুরু করে দিল। কসাই মার খাচ্ছে আর বলছে। “অবদ্দা, তোরে আর তুই কইতামনঅ” এখনো দেখছি ’পিচ্চি বলেই পিচ্চি না বলার ওয়াদা করা হচ্ছে! :P
১৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:০৩
256103
মুসা বিন মোস্তফা লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আইচ্চা আপনাকে আর পিসসি( পিএসসি পাস!) বলবনা।
পিচ্চি বলব ঠিক আছে!!Crying Crying
314697
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আইচ্চা আপনাকে আর পিসসি( পিএসসি পাস!) বলবনা।
পিচ্চি বলব ঠিক আছে!!
১৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:০৩
256104
মুসা বিন মোস্তফা লিখেছেন : নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পিচ্চি কম্তে পাকনা পাকনা কথা কয়? নিজেরে আর একবার পিচ্চি পরিচয় দিলে টেনে বুড়ো বানিয়ে দিমু!!! Crying
314774
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৩:২৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পিচ্চি কম্তে পাকনা পাকনা কথা কয়? নিজেরে আর একবার পিচ্চি পরিচয় দিলে টেনে বুড়ো বানিয়ে দিমু!!!
১৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:০৩
256105
মুসা বিন মোস্তফা লিখেছেন : আমি রাবার নয় Crying Crying
315746
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০৬
লজিকাল ভাইছা লিখেছেন : কে আপনাকে পিসচি বলে ?? নামটা বলেন শুধু তারে গুম কইরা পালামু !!বলে বলে কে পিচ্চি বলে ??
২২ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২২
257342
মুসা বিন মোস্তফা লিখেছেন : আওন বাইয়া Crying Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File