অধিকার হারা পুরুষের আর্তনাদঃ ৪

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ০৯ এপ্রিল, ২০১৫, ১১:৫৮:২৮ সকাল

রুবেল এখন আনহ্যাপী নাকি হ্যাপী সেটা সেই বলতে পারবে ।তবে হ্যাপী পুরোপুরী আনহ্যাপী যেটা তার স্টাটাসগুলোতে প্রকাশ পায় ।

অভিনেত্রীরা অভিনয় করার কারনে আম পাবলিকেরা তাদেরকে সবসময় অভিনেত্রী ভাবে । ফলাফলা হ্যাপী একটি নষ্টা আর রুবেল সোনার চান ।

পৃথিবীর যেকোন সমাজেই নারীরা সন্দেহপ্রবন । তার জীবনসঙ্গির প্রতি সন্দেহটা থাকে । তার জীবনসঙ্গি অন্য কোন নারীকে পছন্দ করলে কিংবা প্রশংসা কিংবা তার সংগে অ 'বৈধ' রিলেশনে জড়ালে সে ক্ষীপ্ত হয়ে যায় ।

আধুনিক নষ্ট সমাজেও একজন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে অন্যের বাহুলগ্ন অবস্থায় দেখতে চায় না । এমনকি যদি গার্লফ্রেন্ডের পাচটি বয়ফ্রেন্ডও থাকে তবুও সে চায় না তার বয়ফ্রেন্ডদের আর কেউ থাকুক Sad Sad

স্বভাবতই এখানেই সমান অধিকারের প্রশ্ন আসাটা স্বাভাবিক । একটি মেয়ে না চাইলে একটি পুরুষ কেনো চাইবে তার সঙ্গীনী অন্যের সঙ্গ পাক ?

আসল ব্যাপারটা হলো চলচিত্র জগতের প্রত্যেক নারীরা নিজেদেরকে সুন্দরি হিসাবে গর্ব করে ।কিন্তু বাস্তবিকই তাদের শরীর লুটা ছাড়া তাদের মনকে কেউ পেতে চায় না । একজন অভিনেত্রি হতে তাকে প্রস্টিটিউটের মতোই পরিচালকদের বেডে যেতে হয়ে যেটা সবারই জানা । শুধু তাই নয় একটু দামী প্রস্টিটিউট হিসাবে রাজনৈতিক নেতাদেরও মনোরন্জন করতে হয় ।

এই অভিনেত্রীরা সেটাতে তাদের গর্বভাবে । কিন্তু তারা হয়তোবা জানে না যে তাদের শরীর দান ছাড়া তাদের কেউ চেনবে না । তার দর্শকরে তার অভিনয়ের চেয়ে বুকের খাজ আর কোমড় নিয়েই ব্যস্ত থাকে ! [এটাও তার গর্ব Big Grin ]

যাই শুরু করেছিলাম রুবেল আর হ্যাপীর হ্যাপী-আনহ্যাপী নিয়ে ।এই ঘটনাটা নারীদের একটা আয়না স্বরুপ । পাশাপাশি তাদের সম্মানের অঙ্গহানীও বটে Unlucky Unlucky

বিশ্ব সুন্দরী প্রতিযোগীতা হয় কিন্তু সুন্দর প্রতিযোগীতা হয় না !

পুরুষ্কারপ্রাপ্ত একজন সুন্দরিকে বিয়ে করতে চাওয়ার লোক কম আছে ।যেমনটা অভিনেত্রীদের বিয়ের ব্যাপারে ঘটে ।

কিন্তু রুবেল [সুন্দর প্রতিযোগীতার আয়োজন করলে সে প্রথম অবস্থায় ফেইল করবে অথবা রেজিস্টারই করতে পারবে না Happy) Happy)] কে বিয়ে করার জন্য প্ল্যাকার্ড নিয়ে তরুনীদের ঢল নামে ! এ লজ্জা কোথায় রাখবে সমান অধিকারের কর্মীরা ?

কোন তারকার বিয়ে হলে শিরোনাম হয় "লাখো তরুনীর হৃদয় ভেঙ্গে অমুককে বিয়ে করলেন অমুক" ।কিন্তু একজন বিশ্বসুন্দরির বিয়েতে কি এরকম শিরোনাম হয় "লাখো তরুনের হৃদয় ভেঙ্গে" ? না কারন তরুনেরা এসব সুন্দরীকে থোড়াই কেয়ার করে না Music Music

সত্যিই এই বিষয়গুলো একজন "সমান অধিকারের কর্মীর" ভেবে দেখা প্রয়োজন ।

[বিঃদ্রঃ

* হ্যাপী কিংবা রুবেল আমি কারোও ফ্যান নয় ।আর তাদের ফ্যানেরা এতে অখুশি হলে আন্তরিকভাবে দুঃখিত ।আমি উদাহরনের জন্য তাদের এনেছি ।আমার পোস্টের মূলভাব শিরোনামেই !

* নারীর প্রাপ্য ফিরে পেতে সোচ্চার নারীদের নয় যারা নারী পুরুষের সমান অধিকার চায় তারাই আমার "আক্রমনের" লক্ষবস্তু ।আমি নারীবিদ্বেষী নয় কিন্তু নারীদের নিজস্ব চিন্তাচেতনাকে মুছে দিয়ে দেশ ওসমাজে অশান্তি সৃষ্টীকারীদের বিরুদ্ধে ।]

বিষয়: বিবিধ

১১৩৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313880
০৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৩৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : নারীর প্রাপ্য ফিরে পেতে সোচ্চার নারীদের নয় যারা নারী পুরুষের সমান অধিকার চায় তারাই আমার "আক্রমনের" লক্ষবস্তু ।আমি নারীবিদ্বেষী নয় কিন্তু নারীদের নিজস্ব চিন্তাচেতনাকে মুছে দিয়ে দেশ ওসমাজে অশান্তি সৃষ্টীকারীদের বিরুদ্ধে ।] সুন্দর লিখেছন! ভালো লাগলো! অনেক ধন্যবাদ আপনাকে!
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩৫
255518
মুসা বিন মোস্তফা লিখেছেন : Good Luck Good Luck
313927
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২৭
গাজী সালাউদ্দিন লিখেছেন :
আধুনিক নষ্ট সমাজেও একজন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে অন্যের বাহুলগ্ন অবস্থায় দেখতে চায় না ।



ছেলেদের বুঝি তার গার্ল ফ্রেন্ড কে অন্যের বগলদাবা হতে দেখলে ভালো লাগে?

পুরুষ্কারপ্রাপ্ত একজন সুন্দরিকে বিয়ে করতে চাওয়ার লোক কম আছে ।যেমনটা অভিনেত্রীদের বিয়ের ব্যাপারে ঘটে ।


এতা সবসময় সত্য হয়য় না, প্রভার ব্যাপ্রাটা দেখুন না!!!! স্বামী নিয়ে কিন্তু বেশ আছে, কি প্রাণবন্ত তাদের দাম্পত্ত জীবন!

হ্যাপিকে বিয়ে করার অজস্র ছেলে বাংলাদেশে আছে!!!!!!
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩৭
255519
মুসা বিন মোস্তফা লিখেছেন : এদের বিয়ে করার ব্যাপারটা হয় এরকম যে তাকে ভালো পথে আনার জন্য বিয়ে যেমনটি রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহের ক্ষেত্রে ঘটেছিলো । কিন্তু ছেলেরাই ফেসে যায় এতে Straight Face
314002
০৯ এপ্রিল ২০১৫ রাত ১০:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নারি যদি নিজেকে পন্য বানায় তখন পুরুষের আর কি করার থাকে।
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩৮
255520
মুসা বিন মোস্তফা লিখেছেন : নষ্ট পন্য বলে ডাস্টবিনে ফালাইয়ে দেওয়া Don't Tell Anyone
314122
১০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
প্রবাসী মজুমদার লিখেছেন : বিয়ের আগে বেশ্যাপনা আর বেহায়াপনা করে যারা সিড়িতে বসতে চায় ্ওদেরকে না বলাই উত্তম। এসব চরিত্রহীনদের নিয়ে গর্ব করা্ও এক ধরনের অহংকার। ধন্যবাদ।
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩৮
255521
মুসা বিন মোস্তফা লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File