অধিকার হারা পুরুষের আর্তনাদঃ ৩

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ২৫ মার্চ, ২০১৫, ০৬:৫৩:৪৮ সন্ধ্যা



নির্বাচনের আমেজ পড়েছে ঢাকাতে । ইসির নির্দেশনা অমান্য করে প্রার্থীরা বিলবোর্ড পোস্ট ব্যানার ইতিমধ্যে ছেয়ে ফেলেছে । তবে পরবর্তীতে নিজ খরচে সরিয়েও নিয়েছে ।মাঝখানে গরীবের ঘাড়ে কদম রেখে কোটিপতি হওয়া নেতারা বিলবোর্ড ব্যানার বাবদ কয়েক কোটি টাকা বুড়িগঙ্গার দূষিত জলে ফেলে দিয়েছে । যাক ওসব কথা । আমি এই দূষিত রাজনীতির সমালোচক হলেও লিখতে বসেছি "অধিকার হারা পুরুষদের আর্তনাদ" নিয়ে ।

আপনারা যারা নির্বাচন সম্পর্কে কিন্ঞ্চিত ধারনা রাখেন তারা নিশ্চয় জানেন পুরুষদেরকে অধিকার থেকে বন্ঞ্চিত করার বেশ কিছু পদ রয়েছে বাংলাদেশে । এই যেমন মহিলা কাউন্সিলর । এটি একটি নির্ধারিত পদ বা কোটা । এখানে কোন পুরুষ আবেদন করতে পারে না । আবার দেখেন শুধু কাউন্সিলর যেটা এটাতে নারী পুরুষ উভয়ই মনোনয়ন সংগ্রহ করতে পারে ।

মেয়র পদে পুরুষ মহিলা উভয়ই দাড়াতে পারলেও কাউন্সিলে মেয়েদের জন্য বাড়তি কোটা দিয়ে পুরুষদের ঠকিয়েছে । তবে পুরুষ কাউন্সিলর আর মহিলা কাউন্সিলর নামক পদ রাখলে পুরুষদের প্রতি সুবিচার করা হতো ।

আচ্ছা যাক সমস্যা নেই পুরুষেরা এটাকে পরোয়া করে না ।আমাদের মন উদার । আমরা সব ক্ষেত্রেই ছাড় দিয়ে চলি ।কিন্তু সমস্যা ওটা না ।

সমস্যাটা হলো নির্বাচনের একটা স্থানে নারীদের অনুপস্থিতিটি সত্যিই বেদনাদায়ক ।সত্যিই কষ্টকর । এটি নারীকে সমান অধিকার থেকে বন্ঞ্চিত করছে ।

প্রার্থী নারী ,জনসভা ,মিছিলে নারী ,পোস্টারেও নারী কিন্তু কোন নারী প্রার্থী কিংবা পুরুষ প্রার্থীর নির্বাচনী প্রচারনার মুখ্য উপাদান পোস্টার বিলবোর্ড লাগানোর কর্মী বাহিনীর একটিও নারী নয় gasp emoticon ! আশ্চর্যকর ঘটনা !

নারীসমাজ এব্যাপারে একবারে নিশ্চুপ ! একবারও বলে না যে এই কর্মীবাহিনীতে নারীদের প্রবেশাধিকার দিতি হবে !

Men's Rights Council (MRCB) এর পক্ষ থেকে নারী সমাজকে এ দিকে নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছি ।

সমান অধিকার প্রতিষ্ঠার স্বার্থে এই দিকটাতে নজর দেওয়া প্রয়োজন ।

বিষয়: বিবিধ

১০৬৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311075
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
মোতাহারুল ইসলাম লিখেছেন : পিলাচ।
311077
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
আবু জান্নাত লিখেছেন : অবশ্যই অবশ্যই প্রয়োজন। অন্নেক অন্নেক ধৈন্নবাদ। লিখে যান। সাথেই আছি।
২৫ মার্চ ২০১৫ রাত ১১:৫০
252185
মুসা বিন মোস্তফা লিখেছেন : কাউন্সিলের সাথে থাকার অনুরোধ
311094
২৫ মার্চ ২০১৫ রাত ০৯:৫৯
হতভাগা লিখেছেন : উনারা কৈয়ের তেলে কৈ ভাজতে ওস্তাদ আর গাছেরটাও খান, তলারটাও কুড়ান ।

পুরুষের সমান বেতন চাইবে তবে রাতে বিরাতে ডিউটি বা দূর্গম জায়গায় পোস্টিংয়ের ব্যাপারে উনাদের না আছে ।

এসব জায়গায় উনারা বন্চিত(!)হতেই চান
২৫ মার্চ ২০১৫ রাত ১১:৫০
252184
মুসা বিন মোস্তফা লিখেছেন : তাহলে সমান অধিকারের স্লোগান চেঞ্জ করে "বেশি অধিকার চাই " দিলেই তো হয় Tongue
311117
২৬ মার্চ ২০১৫ রাত ১২:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পাওনা সমান। অধিকার অতিরিক্ত!!
২৬ মার্চ ২০১৫ সকাল ১০:৩৬
252239
মুসা বিন মোস্তফা লিখেছেন : Worried Worried Worried
311125
২৬ মার্চ ২০১৫ রাত ১২:১৭
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
২৬ মার্চ ২০১৫ সকাল ১০:৩৬
252240
মুসা বিন মোস্তফা লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File