"নারী তোমার কোমল হস্ত কঠোর পরিশ্রমের জন্য নয়"

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ২২ মার্চ, ২০১৫, ১০:৫৫:২৩ রাত



নারী তোমার কোমল হস্ত কঠোর পরিশ্রমের জন্য নয়

আধুনিক সমাজের নারীদের কমন দাবি 'ছেলেরা পারলে মেয়েরা পারবে না কেনো' ?

আমি অকুন্ঠ চিত্তে নারীদের দাবির প্রতি সমর্থন জানাই । হ্যা তাইতো একটা পুরুষ মানুষ যখন একশ কেজি ওজনের চালের বস্তা গ্রাউন্ড ফ্লোর থেকে সিড়ি বেয়ে ছয় তলায় উঠতে পারে তবে একজন নারী কেনো পাবে না ? অবশ্যই সমান অধিকার চাই ।দিতেই হবে ।

শশশশশশ. . . . ।চমকানোর কোনই কারন নেই । অদৃশ্য শক্তি একসময় নারীকে পোশাকে ,একসময় অধিকার নামক ভন্ডামীতে ,একসময় ক্রীমের প্যাকেটে বন্দি রাখতে চায় । এবং তারা সফলও হয় ।

নারীরা কোন ক্ষেত্রে পিছিয়ে আছে ? কোন ক্ষেত্রে অধিকার দেওয়া হয় নি ?

পুরুষরা কোন ক্ষেত্রে পিছিয়ে আছে ? কোন ক্ষেত্রে অধিকার দেওয়া হয় নি ?

এই দুটি প্রশ্নের উত্তরে 'সমান অধিকার দাবির' ব্যাপারে ছেলেদের প্রতি অবিচারের বিষয়টি পরিপূর্ন ভাবে দেখা যাবে ।

আচ্ছা এই ছোট ছোট ব্যাপারগুলোকে নিয়ে কোনদিন ভেবেছেন ? (বাংলাদেশ)

* সরকারী চাকুরীর ক্ষেত্রে মেয়েদের কোঠা ৫০% আর ছেলেদের কোঠা ৪০% এর চেয়ে কম !

* বাসের সিটে মেয়েদের জন্য নির্ধারিত সিট ।ছেলেদের জন্য অনির্ধারিত । মেয়েদের সিটে ছেলে বসলে তুলে দেওয়া হয় ।কিন্তু বাকী সিটে মেয়ে বসলে তুলে দেওয়া হয় না !

* নিম্নমানের কাজগুলোতে ছেলেরা থাকলে মেয়েরা থাকে না কেন ?

* কুলি ,রাজমিস্ত্রি সহ ভারী কাজগুলোতে শুধু ছেলেরা কেন ?

* একটা ছেলেকে বিয়ে করতে বাধা প্রদান করা হয় কারন সে বউকে কি খাওয়াবে । একটা মেয়ের কেনো এমন শর্ত থাকে না যে জামায়কে খাওয়াতে হবে ?

আরো আছে , ঘাবড়ানোর কারন নেই । আগেই বলেছি মেয়েদের চালিত করতে চায় সেই অদৃশ্য শক্তি ।

সমান অধিকারের দাবিতে প্রতিষ্ঠিত সংগঠন গুলোর কয়টি নারী নিজে ইনকাম করে সংসার চালায় ?

হাজবেন্ডের পকেট মেরে ,বুয়াকে দিয়ে রান্না করে ,ড্রাইভারকে দিয়ে গাড়ি চালিয়ে চিত্‍কার করে বলে ওঠে 'সমান অধিকার চাই' !

সমান অধিকার হলে অবশ্যই নারীদের লোকসান হবে । হতে বাধ্য ।

নারীদের সমান অধিকার আন্দোলনের পিছনে অন্তত ৯০ ভাগ বাসায় অধিকার হারা পুরুষের আর্তনাদ চাপা পড়ে থাকে ।

বাসায় একটা মেহমান আসলেও নারীর চিল্লিচিল্লি শুনতে হলেও বান্ধবীদের নিয়ে চাইনিজ খেয়ে বিলটা পুরুষকেই দিতে হয় ।

নিজের পছন্দের খাবারের চাইতে নারীর পছন্দের খাবারটি নিজ খরচে আনতে হয় ।

এমনকি একটা কাপড় কিনতেও নারীর পছন্দমতো কিনতে বাধ্য থাকেন পুরুষরা । নারীরা কিছু কিনতে কিন্তু পুরুষের পকেটের দিকেও তাকায় না ।

যাই হোক শীগ্রই আসছে সিরিজ 'অধিকার হারা পুরুষের আর্তনাদ' কিংবা পুরুষ অধিকার আন্দোলন । (সিরিজটির নামের ব্যাপারে আপনাদের মতামত প্রয়োজন)

বিষয়: বিবিধ

১২৭৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310560
২২ মার্চ ২০১৫ রাত ১১:৩০
গাজী সালাউদ্দিন লিখেছেন :
বাসের সিটে মেয়েদের জন্য নির্ধারিত সিট ।ছেলেদের জন্য অনির্ধারিত । মেয়েদের সিটে ছেলে বসলে তুলে দেওয়া হয় ।কিন্তু বাকী সিটে মেয়ে বসলে তুলে দেওয়া হয় না !


আমি অনেক ভেবেছি বিষয়টি নিয়ে, আসলেও তাই। বাসে মেয়েদের জন্য আলাদা সামান্য ক'টা সীটের ব্যবস্থা মেয়েদের কে অবলা প্রমাণ করার শামিল। এখন যে পরিমাণ পুরুষ রাস্তায় বের হয়য়, তাঁর চেয়ে অনেক বেশি বের নারি, সুতরাং সীটের সংখ্যা কেন বাড়ে না?
২২ মার্চ ২০১৫ রাত ১১:৪৫
251549
মুসা বিন মোস্তফা লিখেছেন : বাড়াতে হবে কেনো ? কোন সিট নিদ্রিষ্ট না করা উচিত । ছেলেরা দাঁড়িয়ে যেতে পারলে মেয়েদেরও যেতে হবে । না হলে সমান অধিকার যে হবে না ! Rolling on the Floor Rolling on the Floor
২৩ মার্চ ২০১৫ রাত ১২:৪৮
251558
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সমান অধিকার আন্দোলন করিলে সমান থাকা চাই সবকানে.....
২৩ মার্চ ২০১৫ সকাল ১০:০৫
251591
মুসা বিন মোস্তফা লিখেছেন : আমরা তাদের সমান অধিকার দিতে প্রস্তুত Smug
310590
২৩ মার্চ ২০১৫ রাত ০২:৩৭
আফরা লিখেছেন : মেয়েরা এখন আর ঘরে বসে থাকে না তারাও এখন ইনকাম করে ভাইয়া ।তবে বাসে মহিলাদের সিট তুলে দিতে পারেন সেটা আপনিই চাইবেন না কারন আপনার স্ত্রীকে তো আর আপনি পর পুরুষের পাশে বসতে দিবেন না তাই না ।
২৩ মার্চ ২০১৫ সকাল ১০:০৫
251590
মুসা বিন মোস্তফা লিখেছেন : আমার স্ত্রী যদি সমান অধিকার চায় তবে তাকে সর্বক্ষেত্রেই সমান অধিকার দেওয়া উচিত Winking
২৩ মার্চ ২০১৫ সকাল ১০:৩৯
251593
গাজী সালাউদ্দিন লিখেছেন : গাড়িতে মহিলাদের জন্য সাধারণত ৯টা সীট থাকে। ধরেন সেখানে নয়জন মহিলা বসল,আমার বিবি দশ নম্বর মহিলা যাত্রী। তখন সে নিশ্চয় কোন পরপুরুষের পাশেই বসবে বা বসতে হবে, আমিও যদিও পছন্দ না করি।

তাহলেতো সীট নির্দিষ্ট করে যে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে, (আমি জানি না, সীট আলদা করছে মেয়েদের পর্দার মাথায় রেখে কিনা, সে সম্ভাবনা খুব, বরং নারী অধিকার প্রতিষ্ঠা বা তাঁদের সম্মনা দানের উদ্দেশ্যেই করছে বলে মনে হয়য়), তাহলে সব নারীতো সে সুবিধা পাচ্ছে না! যদি সীট ফিফটি ফিফটি করা হত, তাহলে কি ভাল হত না?

মেয়েরাও এখন ইনকাম করে, সো ঘরে বসে থাকা সম্ভব নয় সত্য কিন্তু কারণ না থাকলেও অর্থাৎ স্বামী তাকে সব দিয়ে সুন্দর করে রাখার পরেও ইনকাম করার আদৌ প্রয়োজন আছে কি না? কেননা ইসলাম সংসারের ব্যয়ভার স্বামীর উপর ন্যাস্ত করেছেন স্ত্রী উপর নয়! তবে কিছু পেশা আছে, যেখানে নারীদের অংশগ্রহণ প্রয়োজন যেমন ডাক্তারী, নার্সিং, শিক্ষকতা ইত্যাদি। তা ছাড়া ঢালাওভাবে চাকুরীর জন্য দৌড়ানো কতটা সংগত, ফেতনার বিষয়টি মাথায় রাখলে? হা, মেয়েরা চাকুরী করলে অর্থনৈতিক গতিশীলতা আসে, কিন্তু তাতে যদি পারিবারিক বন্ধন শিথিল হয়ে যায়, শুরু হয়য় স্বামী স্ত্রীর টানপোড়েন, সুখ নামক জিনিসটা হয়ে যায় অধরা,চারিপাশে দৃষ্টিপাত করলে সামাজিক অবক্ষয় আমাদের চোখে সামনে উজ্জ্বল। তখন কি হবে অর্থনৈতিক গতিশীলতা দিয়ে? সুখ শান্তির চাইতে মানুষের জন্যো আর বেশি কি চাই!

হয়ত বলবেন, অনার্স মাস্টার্স শেষ করে একটা মেয়ে বসে থাকবে কেন? বোন, পড়ালেখার উদ্দেশ্যতো চাকুরী নয়, জ্ঞানের পরিধি বৃদ্ধি করে নিজেকে জানা, বিশ্বকে জানা, খোদার সৃষ্টি বৈচিত্র্য কে জানা, তদানুযায়ী খোদার শোকরিয়ায় লুটিয়ে পড়া। আমি আবারো বলছি, যদি এমন হয়য়, কোন নারীর ইনকাম একান্তই প্রয়োজন, তখন তা আলাদা কথা। কিন্তু উচ্চশিক্ষা অর্জন করলেই ইনকাম করতে হবে, তাঁর কোন মানে নেই!
২৩ মার্চ ২০১৫ দুপুর ০৩:০৩
251617
আবু জান্নাত লিখেছেন : বা!........বা! বিয়ে না করেই এত পটু! দারুন লিখছেন। @গাজী।
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
251634
মুসা বিন মোস্তফা লিখেছেন : গাজি ভাই প্লাস দিলুম Happy>- Happy>-
২৪ মার্চ ২০১৫ রাত ১২:৩১
251690
আফরা লিখেছেন : এই যে ভাইয়ারা শুনেন আমি নারী হলেও নারীবাদী নই আর পুরুষ বিদ্ধেষী ও নই ।

বর্তমানে পারিবারিক যত সমস্যা হচ্ছে তার একমাত্র কারন নারীরা বাহিরে বের হয়ে এসেছে এটা । এটা আমি একশত ভাগ স্বীকার করি ।
একটা মেয়ের শিক্ষীত হওয়া প্রয়োজন কিন্তু চাকরি করাটা আমি পছন্দ করি না ।

আমি চাকরি করতে চাই না কিন্তু আমি এমন একটা বিষয় নিয়ে পড়া শুনা করতেছি যদি কাজ না করি সেটা আবার অমানবিক হবে ।

তবু চিন্তা করতেছি অল্প করব ।
310606
২৩ মার্চ ২০১৫ সকাল ১০:২৪
মোতাহারুল ইসলাম লিখেছেন : নারীর সমান অধিকার, কথাটা এক রকম ভন্ডামী। কথাটা হওয়া উচিৎ 'নারীর যথাযোগ্য অধিকার'। সর্বোপরি মানবের অধিকার প্রতিষ্ঠা পেলে নারী-পুরুষ সবাই অধিকার লাভ করবে।
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
251635
মুসা বিন মোস্তফা লিখেছেন : Happy>- Happy>-
310631
২৩ মার্চ ২০১৫ দুপুর ০৩:১১
আবু জান্নাত লিখেছেন : পুরুষগণতো বেকার নারীদের বিয়ে করে চলছে আদিকাল থেকে। কিন্তু কোন চাকুরিজীবী মেয়ে বেকার পুরুষকে কক্ষনো বিয়ে করে না বা করবে না। স্বামী সুস্থ খাকা অবস্থায় কোন চাকুরিজীবী স্ত্রী কি তার স্বামী ও সন্তানদের বরণ পোষণের ভার গ্রহন করেছে? কক্ষনো না। সমঅধিকারের নামে নিজের ধ্ব‍‍ংশই ডেকে আনছে। সংসার ভেঙ্গেছে, সন্তানদের এতিম করেছে, লজ্জা শরম হারিয়েছে, ইজ্জত খঁইয়েছে, বেশ্যা হয়েছে, স্বামীর অবাধ্য হয়েছে ইত্যাদি।
আপনার ধরাবাহিক শুরু করুন। সাথে আছি।
নাম দিতে পারেন "সমঅধিকার নয় ন্যায্য অধিকার চাই।"
জাযাকাল্লাহ খাইর
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
251636
মুসা বিন মোস্তফা লিখেছেন : Good Luck Good Luck Good Luck
310659
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
গ্রীণ ওয়ে লিখেছেন : পড়লাম, ভালো লেগেছে।
২৩ মার্চ ২০১৫ রাত ০৮:১৪
251649
মুসা বিন মোস্তফা লিখেছেন : Good Luck Good Luck Good Luck
310816
২৪ মার্চ ২০১৫ দুপুর ০৩:০২
২৫ মার্চ ২০১৫ সকাল ০৯:৫৬
252006
মুসা বিন মোস্তফা লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File