ভাই একটা বিয়ে দিতে হবে ; ; ; ;
লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:১৭:১৬ রাত
: ভাই একটা বিয়ে দিতে হবে ।
কার ?
: রেহনুমা আপুর ।
: মানে ?
: মানে আবার কি ?
গ্রিন রোডে বিয়ে দিতে হবে ।
: ব্যাপারটা বুঝতেছিনা ।
: আরে ভাই রেহনুমা আপুর "বিয়ে" নামক বইটার কথা বলছি ।
ওহ সরি ।
একই অবস্থা মজুমদার সাহেবের "বিয়ের ইন্টারভিউ" নিয়ে ।
এই ক্লায়েন্ট ত্রিশালের । উনি আমার কাছে বিয়ের ইন্টারভিউ চায় । আমি বিয়ে করিনি (বাচ্চা মানুষ) করতেও চাচ্ছি না (ভয়ে) আর আমার কাছে চাইতে এসেছে বিয়ের ইন্টারভিউ !!!! রাগ কার না ধরে !!!!!! অবশেষে বইয়ের কথায় রাগ কমলো ।
বইঃ বিয়ে
বইঃ বিয়ের ইন্টারভিউ
সহ কিছু বই নিয়ে মাঝে মাঝে একটু মজা করি । ভালোই লাগে । খারাপ না ।
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাইগ্য ভাল আপনাকে বিয়ে দিতে চায়না্য়।
বিয়ের ইন্টারভিউ ও বিয়ে-র পর আরও কিছু আছে,সে বিষয়ে সন্ধান কই???
http://amaderboi.com/book/832/
http://amaderboi.com/book/832/
আরো লাগবে ?
মন্তব্য করতে লগইন করুন