মানবাধিকার চাই না , পোষা কুত্তার অধিকার চাই !!!!!!
লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৩১:৪০ দুপুর
বাসা থেকে বের হতে দশ বার ভাবতে হচ্ছে , আগুনে পুড়বো ,নাকি ক্রসফায়ারে পড়বো ,নাকি মামু বাড়ি যেতে হবে , নাকি কক্টেলের স্প্রিন্টারকে গ্রহন করতে হবে ??????
সত্যিই বাংলাদেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে । বইমেলার ২য় দিন গেছিলাম দর্শন করতে । আগামী বার কিংবা তার পরের বার নিজেও দেওয়ার নিয়ত করেছি । তাছাড়া সাইটের পক্ষা থেকে বিভিন্ন প্রকাশনীতে গিয়েছি খোজ খবর নিতে । মাননীয় মন্ত্রি নুরুল ইসলাম নাহিদ এসেছেন পরিদর্শন করতে ।
একটা প্রকাশককে এক লোক জিজ্ঞেস করছে বইমেলা এবার জমবে না মনে হয় রাজনিতির কারণে । প্রকাশক জবাব দিলেন কিসের সমস্যা ? দেশ অবশ্যই স্বাভাবিক । কর্তা ব্যাক্তিরা যখন বলছেন দেশ স্বাভাবিক তখন তো অবশ্যই স্বাভাবিক । কথার মাঝে মন্ত্রি সাহেবকে পরোক্ষ ভাবে মেনশন করলেন তিনি ।
আমরা আম জনতা । রাজনীতি বুঝি না , বুঝতে চাই না । সত্যিই বাঙ্গালী অনেক সহজ সরল । এবং বোকা ও বটে ।
আগুনে পুড়লেও কখোন বলি না আমাদের কি দোষ ? রাস্তায় এক মুঠো রুজির জন্য নেমেছি এটাকে নিজের দোষ বলেই মেনে নেই ! নচেত এই অবস্থা চলতো না ।
মাননীয় প্রধান মন্ত্রী কিংবা বিরোধী দলিয় নেত্রি কি কোন দিন পাবলিক বাসে উঠেছিল ? (যদি উঠতো তবে সেই বাসটির যায়গা হতো মিউজিয়াম , এটিতে অমুক প্রধানমন্ত্রী উঠেছিলো কিনা !! )
কোন মন্ত্রি কিংবা এমপি উঠেছিল ? কোন উপজেলা চেয়ার ম্যান ? পৌরসভার মেয়র ?????
রেকর্ড পাওয়া দুষ্কর । তারা যাবে ৩০ লক্ষ টাকার গাড়িতে । এই সে গাড়ি যেই গাড়ির প্রত্যেক ইঞ্চিতে জরিয়ে আছে গরীবের রক্ত । গরিবের ঘাম । জমি বিক্রির টাকা। শত শত মানুষের রক্ত চুষে দেশের এই রাজনীতিবিদেরা যায় লাখ টাকার গাড়িতে চড়ে । শুয়ে থাকে দশ তালা বাসায় ।
রাজনীতি বিশাল বড় একটা বিজনেস । একটা নির্বাচনে ৫০ লাখ ইনভেস্ট করলে আয় আসবে কম করে হলেও ৫০ কোটি ।
আসলে বলতে চাচ্ছিলাম অন্য কিছু ।অনেক দিন থেকে লেখা লেখা তেমন করি না । গোছালো ভাবে লিখতে পারছি না বলে দুঃখিত ।
আচ্ছা যারা শাসন করে জনগন কি তাদের গোলাম , নাকি তারাই জনগনের গোলাম ??????
গনতন্ত্র বলে তারা জনগনের গোলাম ।কিন্তু আমাদের দেশ বলে জনগনই তাদের গোলাম ।
আমাদের দেশের রাজনীতিবিদেরা সম্মিলিত ভাবে প্রেগনেন্ট হওয়ার পর বাংলাদেশকে প্রসব করেছিলেন মে বী । তাই নিজের সম্পত্তি যাহা ইচ্ছা করবে আর কেউ কিছু বলতে পারবে না !!!!!!
আমার টাইটেলের সাথে উপরের বকরবকরের কোন মিল নেই তাই বুঝি অবাক হচ্ছেন ????
এবার আসি মূল কথায় ।
আজকে যদি খালেদা জিয়া কিংবা শেখ হাসিনার গাড়ি ,বাড়ি কিংবা একটি পোষা কুত্তাকে কেউ গুলি করে তবে কম করে হলেও কয়েক হাজার বিবৃতি আসবে "সুশীল সমাজের" পক্ষ থেকে ।
আর যদি একটা সাধারন মানুষকে পুলিশ ,কিংবা সরকারী দল ,কিংবা বিরোধী দল পিটিয়ে ,কিংবা গুলি করে হত্যাও করে তবে একটা বিবৃতিও আসে না !!!!!!! একটা ধনী ব্যক্তিও এগিয়ে আসে না !!!!!! কেউ ভাবে না সেই লোক টি পরিবারের একমাত্র উপার্জঙ্কখম ব্যাক্তি হতে পারে !!!!!! তার অনুপস্থিতিতে পরিবারটি কি অবস্থায় আছে কেউ ভাবে না ।
একটি রাস্তার কুকুর মারা গেলেও তার ছোট ছোট সন্তান কে কোন ভালো ব্যাক্তি খাবার পানি দিয়ে সহায়তা করে । কিন্তু আমজনতার কপালে এটাও জোটে না!!!!!!
এই দেশের রাজনিতিবিদেরা মানুষ আর সকল আমজনতা হলো ছাগল ?????
তাদের পোষা কুত্তার অধিকার থাকতে পারে কিন্তু আমাদের সে অধিকার নেই ??????
ঢাবির ভিসি ডঃ এমাজউদ্দিনের বাসার জানালার কাচ আহত হছে তাই আমাদের দেশের ডানপন্থি সুশীলেরা বিবৃতি দিয়েছেন অনেক গুলো । কাল যদি বামপন্থি কারো কলিংবেলে কেউ গুলি করে তবে মিছিল মিটিং অনেক কিছুই হবে ।
কিন্তু আজই যদি পুলিশের গুলিতে ,সরকারী দলের হামলায়,বিরোধী দলের হামলায় একজন ও মারা যায় ,তবে কেউ নিউজটি পর্যন্ত দেখবে না!!!!!!!!
হায়রে বাংলাদেশ!!! এই ছিলো দেশের কপালে !!!!! এই ছিলো নিয়তি ??????
কেউ ২০ তালা থেকে খাবার ফেলবে কেউ ডাস্টবিনে খাবার খুজবে !!!! কারো জানালার কাচের নিরাপত্তার দাবিতে বিবৃতি আসবে , কারো জীবন শেষ হলেও সান্তনা মিলবে না!!!!!!!
এই কি মুক্তিযুদ্ধের চেতনা ???? এই কি গনতন্ত্রের চেতনা ?????
যদি তাই হয় তবে থু থু মারি এই চেতনায় । এর অপরাধে আমায় গ্রেফতার করুন ।আমি গুম হবো ,জেলে যাবো ,যতোদিন পর্যন্ত আমার জবান থাকবে আমি চিৎকার করে বলবো আমি ঘৃণা করি এই রাজনীতিকে ,আমি ঘৃণা করি এই চেতনাকে । হোক সেটা শাহাবাগের মোড়ে কিংবা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে ।কিংবা আদালতে ।
যদি সম্ভব হতো তবে আমি পাড়ি জমাতাম এই অসুস্থ সমাজ ছেড়ে । অন্তত ডাল রুটি ইনকাম করে দিন গুজরান করতে পারবো তো !!!! জীবনের নিরাপত্তা পাবো তো !!!
যদি কেউ সহযোগিতা করতে প্রুস্তুত থাকে তবে আমি রেডি হতে ১০ মিনিটও নিবো না । এই অসুস্থ সমাজকে গুড বাই জানাতে।
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আগুনে পুড়লেও কখোন বলি না আমাদের কি দোষ ? রাস্তায় এক মুঠো রুজির জন্য নেমেছি এটাকে নিজের দোষ বলেই মেনে নেই ! নচেত এই অবস্থা চলতো না ।
খুব ভাল লিখেছেন ভাইয়া ।
এই উদ্ভট দর্শন থেকে যতদিন আমরা বের হতে পারবোনা ততদিন আমরা এই রকম সমস্যার মধ্যেই থাকব।
নিজেদের ভাগ্য নিজেদেরই পরিবর্তন করতে হবে।
এ তুফান ভারি, দিতে হবে পাড়ি, আছে কার হিম্মত?
...কান্ডারি আছি দেখিব তোমার মাতৃ মুক্তি পণ।
অনেক ধন্যবাদ বেদনা ভরা অনুভুতিগুলো তুলে ধরার জন্য। তবে হতাশ না হয়ে আশাবাদি হতে হবে, দায়িত্ব নিতে হবে জাতির কল্যাণে।
মন্তব্য করতে লগইন করুন