ব্যাক্তিগত কৈফিয়ত এবং কিছু বই পরিচিতি
লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ০৮ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:০৬:৩১ রাত
আচ্ছালামু আলাইকুম । প্রিয় ব্লগার ও ব্লগারনি ভাই ও আপিরা , কিছুটা পেট্রোলের গন্ধ,কিছুটা পোড়া মাংশের গন্ধ , কিছুটা চাপ চাপ উত্তেজনা এবং সর্বোপরি "অমর একুশে বইমেলার" নিভু নিভু আমেজের সহিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ।
আমি ছোট মানুষ । আন্ডা বাচ্চা আরকি । কখনো এসে টু মেরে দুএকটা লেখা পড়ে যাই , কখনো বা কাজের চাপে একবারেই ভুলে যাই আপনাদের । [মন খারাপ হলে করার কিছু নাই]
একে তো দেশের অবস্থা খারাপ । হিজরতের চিন্তা করতে বাধ্য হচ্ছি । তার উপর মরতে মরতে বাচা । মিরপুর থেকে শাহবাগ পর্যন্ত যাইতে কম করে হলে ২০ বার ভাবতে হচ্ছে যে আজকে কি বার্ন ইউনিট ভিজিট করতে হবে কিনা ।যাই হোক আপনাদের দোয়া চাই । নিজের জন্য নয় "তথাকথিত" মানবতা বাচানোর রাজনিতির ফাদে পরে মারা , কিংবা দগ্ধ হওয়া,গুলিবিদ্ধ হওয়া দকলদের জন্য । দোয়া করুন দেশটা যেন এই ধরনের রাজনিতি থেকে রক্ষা পায় ।
এবার আসি ব্যাবসায়িক কথাবার্তায় । নতুন কিছু বই এসেছে যার খোজ না দিলেই নয় ।
খান প্রকাশনীঃ [মাই নেম ইজ খান ভাইয়ের]
১। জান্নাত ও জাহান্নাম [The hearafter সিরিজের ৩য় বই ,১ম বই "পরকালের পথে যাত্রা", ২য় খন্ড কিছুদিন পরে আসবে ]
এটার মুল্য রাখা হয়েছে ২৬০ টাকা । amaderboi.com থেকে ঘরে বসেই কিনুন ১৬০ টাকা দিয়ে । :D/ :D/ ডাইরেক্ট লিংকঃ http://amaderboi.com/book/2313
২। তুমি ছুয়ে যাও নিরবে
উম্মে রুমান টুম্পা
১৫০ টাকা মুল্য
১০০ টাকা ডিস্কাউন্টসহ
http://amaderboi.com/book/2544
৩।
আলো আধারের মাঝে তুমি
এস এম দ্বীন ইসলাম
১৫০ টাকা মুল্য
১০০ টাকা ডিস্কাউন্টসহ
http://amaderboi.com/book/2542
৪.
আকাশের স্বপ্নগুলো ছুয়ে দেব
২০০ টাকা মুল্য
১৩০ টাকা ডিস্কাউন্টসহ
http://amaderboi.com/book/2539
এই বইটির ব্যাপারে ব্লগে কোন এক ব্লগার পোস্ট দিয়েছিলো ।অনেকের লেখা নিয়ে লেখা একটি বই ।
৫.
ইসলাম ও গনতন্ত্র
মাওলানা আসেম ওমর
২৬০ টাকা মুল্য
১৬০ টাকা ডিস্কাউন্টসহ
http://amaderboi.com/book/2532/
৬.
ব্ল্যাক ওয়াটার
২০০ টাকা মুল্য
১৩০ টাকা ডিস্কাউন্টসহ
আমেরিকান গোয়েন্দা সংস্থা "ব্লাক ওয়াটার" কে নিয়ে লেখা চমৎকার বই ।
৭.
মরণজয়ী সাহাবা
৩৪০ টাকা মুল্য
২৪০ টাকা ডিস্কাউন্টসহ
Customer Support +880 1954-014720
ফেসবুক পেজে মেসেজ দিয়ে অর্ডার দিন । fb.com/amaderboi
সাইটে অর্ডার দিয়ে বই নিতে পারেন অথবা বইমেলায় "বইঘর" স্টলে কিছু বই নিতে পারেন ।
বিষয়: বিবিধ
১৩০২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে সহ প্রিয়দেশবাসী কে মহান আল্লাহ রক্ষা করুন এই দোয়া সব সময়!
সুন্দর উওস্হাপনার জন্যে জাযাকাল্লাহু খাইরান!!
প্রাইভেসিঃ খান ভাইয়া বাদে সকলেই
বইগুলি ভাল পকেট টা খালি!
মন্তব্য করতে লগইন করুন