আমগাছ না বটগাছ সেটা কোনো বিষয় না, গাছ হলেই হলো Puppy Dog Eyes Puppy Dog Eyes Puppy Dog Eyes

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৫:০৭:৩৮ বিকাল

যারা খাতায় কম নম্বর দিয়েছেন তাদেরকে তীব্র ভাষায় তিরস্কার করে একজন কর্মকর্তা বলেন,

‘নম্বর কি আপনার বাপের? নম্বর দিতে এত কষ্ট হয় কেন? হাতখুলে নম্বর দিতে হবে। নম্বর বেশি দিতে না পারলে খাতা দেখবেন না।’



এ সময় এক পরীক্ষক বলেন, স্যার শিক্ষার্থীরা না লিখলে আমরা কিভাবে নম্বর দেবো খাতায়। আমগাছ লিখতে বলায় যদি বটগাছ লেখে তাহলে নম্বর দেই কী করে? তখন কর্মকর্তারা তাদের ধমকে বলেন,
গাছই তো লিখেছে। দেখতে হবে গাছ সম্পর্কে তার ধারণা আছে কি না। গাছ বিষয়টা সে বোঝাতে পেরেছে কি না। আমগাছ না বটগাছ সেটা কোনো বিষয় না। গাছ হলেই হলো।


কয়েকজন প্রধান পরীক্ষক জানান, খাতা বিতরণের আগে বৈঠকে এক বোর্ডের কর্মকর্তারা বলেন,
বোর্ডের মধ্যে প্রতিযোগিতা চলছে। আমাদের ভালো করতে হবে। বেশি করে নম্বর দিতে হবে।
মৌখিক এই নির্দেশের কথা বাইরে কারো কাছে না বলতেও সতর্ক করে দেয়া হয় তাদের। ১৮ বা ২০ পেলে ৩৩ দিয়ে দিতে হবে বলে তাদের নির্দেশ দেয়া হয়।

আরেকজন পরীক্ষক জানান, মাধ্যমিকপর্যায়ে একটি পাবলিক পরীক্ষার আগে একটি বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক প্রধান পরীক্ষকদের নিয়ে বৈঠক করেন। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক বলেন,
রচনায় ২০-এর মধ্যে ১৯ আর ভাব সম্প্রসারণে ১০-এর মধ্যে ৯ কেন দেয়া যাবে না। ভালো লিখলে কেন পূর্ণ নম্বর দেয়া হবে না।
হাতখুলে নম্বর দিতে হবে বলে তিনি সবাইকে নির্দেশ দেন।

আই অহন কিত্তাম ????????? Puppy Dog Eyes Puppy Dog Eyes Puppy Dog Eyes

বিষয়: বিবিধ

৯৯২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294244
১৪ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৮
সান বাংলা লিখেছেন : আপনার লিখায় আমার একটা হাসির কথা মনে পড়ল!
ক্লাস নাইনে প্রথম সাময়ীক ইংরেজি ১ম পত্র পরিক্ষা তেমন ভালো হলো না,বেশি কিছু কমন না পড়ায় তিন ঘন্টার পরিক্ষা দেড়ঘন্টায় দিয়ে বসে আছি।
হঠাৎ মাথায় একটা খারাপ বুদ্ধি আসলো,ভাবলাম প্রশ্ন পত্রে নাই এমন একটা প্রশ্নের জবাব লিখে দেই,দেখি কি হয়।
এক মাস পড়ে খাতা পেলাম দেখি সেইখানে ৯নম্বর দেয়া আছে।ভয়ে কোন ক্লাসমেটের সাথেও কোনদিন শেয়ার করিনি।আমি এখন চিন্তাইতাছি ঐ কর্মকর্তা আমার এই তথ্য জানলো ক্যামনে কইরা?যে বলতেছেঃ
গাছই তো লিখেছে। দেখতে হবে গাছ সম্পর্কে তার ধারণা আছে কি না। গাছ বিষয়টা সে বোঝাতে পেরেছে কি না। আমগাছ না বটগাছ সেটা কোনো বিষয় না। গাছ হলেই হলো।
.
.
.
.
.
আর সাকা চৌধুরীর কথা না হয় নাই বললাম যে মিয়া মিয়ার জায়গায় রেখে সোনাটাকে লাল করে দিলেইতো হয়!(মিনঃ সোনামিয়া আর লালমিয়া)হা হা হা....
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
237821
মুসা বিন মোস্তফা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
294336
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটা অবশ্য ঠিক যে কিছু শিক্ষক আছেন যারা কঠিন করে নম্বর দেয়া কেই মনে করেন ভাল শিক্ষা তা ক্লাসে তিনি যাই পড়ান!!
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৪
237891
মুসা বিন মোস্তফা লিখেছেন : Don't Tell Anyone ঠিক বলেছেন
294690
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫১
যা বলতে চাই লিখেছেন : শিক্ষা ব্যবস্থার চলমান দুর্দশা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, অনেক ধন্যবাদ। Good Luck
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৪৮
238253
মুসা বিন মোস্তফা লিখেছেন : স্বাগতম Tongue Tongue
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৪৮
238254
মুসা বিন মোস্তফা লিখেছেন : স্বাগতম Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File