৪ ইসলামী ব্যক্ত্বিত্বের উপর নিষেধাজ্ঞা ও সানি লিওনের বাংলাদেশ সফর

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ০৮ ডিসেম্বর, ২০১৪, ০৮:৪৮:২৬ রাত

খবর ১ঃ পিস টিভি’র চার স্বনামধন্য উপস্থাপক ও আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্বের বাংলাদেশ সফরে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে সরকার। দেশের এক শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এসব চিন্তাবিদরা পিস টিভি, ইসলামিক বিভিন্ন চ্যানেল এবং পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে ইসলামের বিভিন্ন বিষয়ে বক্তব্য ও ব্যাখ্যা দিয়ে আলোচিত হয়েছেন। তারা হলেন তাঞ্জানিয়ার নাগরিক আবদুর রহিম গ্রিন এবং সৌদি আরবের নাগরিক শেখ আসিম আল হাকিম, ড. শেখ তৌফিক চৌধুরী ও শেখ মুসলেহ খান। এদের মধ্যে আবদুর রহিম গ্রিন বর্তমানে যুক্তরাজ্য, ড. শেখ তৌফিক চৌধুরী অস্ট্রেলিয়া এবং শেখ মুসলেহ খান কানাডার টরন্টোতে বসবাস করছেন। এসব চিন্তাবিদ সম্পর্কে গোয়েন্দা সংস্থাটি তাদের প্রতিবেদনে মন্তব্য আকারে বলেছে, বাংলাদেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আগামী দিনগুলোতে এ জাতীয় বিতর্কিত আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্বকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন বা নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি মর্মে প্রতীয়মান হয়। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, কয়েকজন বিতর্কিত আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব আগামী ডিসেম্বর ২০১৪ এবং জানুয়ারি ২০১৫ সালে বাংলাদেশ ভ্রমণ করবেন। এসব ইসলামী ব্যক্তি ইসলাম ধর্ম সম্পর্কে অপব্যাখ্যাসহ নিজস্ব যুক্তি ও আদর্শ বিভিন্ন দেশে প্রচার করার কাজে নিয়োজিত আছেন। বাংলাদেশের কিছু সংগঠন/সামাজিক প্রতিষ্ঠান/ক্লাবের পক্ষ থেকে এ সব ব্যক্তিদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো হতে পারে। প্রতিবেদনে বলা হয়, এসব ব্যক্তিকে দিয়ে ওয়াজ মাহফিলসহ বিভিন্ন সভা, সেমিনার করে বাংলাদেশের ইসলামী দলগুলো সরকারবিরোধী মদত বা জিহাদি কার্যক্রমকে উদ্বুদ্ধ করার মতো নেতিবাচক ধারণা বা মতবাদ ছড়িয়ে ধর্মপ্রাণ মুসলমানকে এ সকল কার্যক্রমে উসকে দিতে পারে। এ সব ব্যক্তির সংক্ষিপ্ত পরিচিতি সংযুক্ত তালিকায় উপস্থাপন করা হয়েছে। এর আগে গত ১৭ই জুন বিতর্কিত আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব ও পিস টিভি’র বক্তা কানাডিয়ান নাগরিক ড. আবু আমেনাহ বিলাল ব্রেডলি ফিলিপস বাংলাদেশে সেমিনারে অংশ নিতে জামায়াতে ইসলামী বাংলাদেশের সমর্থিত প্রতিষ্ঠান সিয়ান একাডেমি কর্তৃক আমন্ত্রিত হয়ে সরকারের পূর্বানুমতি ছাড়া বাংলাদেশে আসেন। পরে ওই কর্মসূচি পালনে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় ১৮ই জুন মালয়েশিয়ার উদ্দেশ্যে তাকে ঢাকা থেকে ফেরত পাঠানো হয়।

প্রতিবেদনে ইসলামী চিন্তাবিদদের পরিচয় যেভাবে দেয়া হয়েছে: গোয়েন্দা সংস্থাটি আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্বদের সংক্ষিপ্ত পরিচিতিও তুলে ধরেছে। তাঞ্জানিয়ার নাগরিক আবদুর রহিম গ্রিন সম্পর্কে বলা হয়েছে, তিনি পিস টিভি এবং ইসলামিক চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিয়ে থাকেন। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান/ ব্যাখ্যা করে থাকেন। শেখ আসিম আল হাকিম সম্পর্কে বলা হয়েছে, তিনি ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে জেদ্দায় বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। পরে উম আল কুইরা বিশ্ববিদ্যালয় মক্কা থেকে তিনি ইসলামী শিক্ষায় ডিপ্লোমা করেন। তিনি ইংরেজি ভাষায় ইসলামের বিভিন্ন বিষয়ে তর্জমা/ব্যাখ্যা উপস্থাপন করে থাকেন। তিনি ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেছেন। তার হিউম্যান রিসোর্স অ্যান্ড পাবলিক রিলেশন বিষয়ে দক্ষতা রয়েছে। বর্তমানে তিনি সৌদি আরবের একটি পাথর কাটা এবং খনিজ কেন্দ্রে পরিচালক হিসেবে কাজ করছেন। তিনি সৌদি টিভি ও বেতার চ্যানেলে ইসলামী প্রোগ্রামে নিয়মিত অংশগ্রহণ করে থাকেন। ড. শেখ তৌফিক চৌধুরীর উল্লেখযোগ্য কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে, সামাজিক সংগঠন মার্সি মিশন-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও বর্তমান সিইও। মার্সি মিশন হলো মুসলিম বিশ্বের দ্রুত বিকাশমান সামাজিক সংগঠন। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের অধীনে শরিয়া কলেজ থেকে গ্রাজুয়েশন করেন। বহুজাতিক কোম্পানিতে সিইও এবং মেডিক্যাল চিকিৎসক হিসেবে তিনি অস্ট্রেলিয়াতে কাজ করছেন। তিনি পৃথিবীর অনেক দেশ সফর করেছেন। ইসলামী আইন, শরিয়া ইত্যাদি বিষয়ে তিনি সারা বিশ্বে বিভিন্ন টিভি ও মিডিয়াতে বক্তব্য উপস্থাপন করে থাকেন। শেখ মুসলেহ খানের উল্লেখযোগ্য কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে, কম্পিউটার প্রোগ্রামিংয়ে পড়াশোনা করেছেন এবং এনালিস্ট হিসেবে পরিচিত। ইসলামী আইন নিয়ে তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা করেছেন। কোরান ও বুখারি হাদিস সম্পর্কে তিনি বিস্তর জ্ঞান রাখেন। তিনি পৃথিবীর বিভিন্ন মসজিদে খুতবা এবং বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে থাকেন।মানবজমিন

খবর ২ঃ

আগামী বছরের ৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনের সেলিব্রেটি ক্রিকেট লীগ। সেখানে থাকছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তারকারা। এর মধ্যে থাকবেন পর্নোস্টার সানি লিওনও।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হতে যাওয়া এই আয়োজনে নোবেল, তাহসানদের নিয়ে গড়া বাংলাদেশ দল লড়বে সুনিল শেঠি, অজয় জাদেজার ভারত এবং আতিফ আসলাম, শোয়েব আক্তারের পাকিস্তানের বিপক্ষে।

ভারতীয় দলকে সমর্থন দিতে গ্যালারিতে থাকতে পারেন সালমান খান, অক্শয় কুমার, সোনাক্শি সিনহা, সানি লিওনির মতো তারকারা।

সেলিব্রেটি ক্রিকেট লিগে প্রাথমিকভাবে বাংলাদেশ দলে খেলার কথা রয়েছে নোবেল, শুভ্র দেব, আমিন খান, নীবর, ইমন, তাহসানদের।

ভারতীয় দলে থাকতে পারেন সুনিল শেঠি, ববি দেওল, শান, আজহারউদ্দিন, মোহাম্মদ কাইফ, অজয় জাদেজা এবং পাকিস্তান দলে থাকতে পারেন আতিফ আসলাম, আলী জাফর, শোয়েব আক্তার, ইমরান আব্বাস, শোয়েব মালিকদের মতো তারকারা।

সেলিব্রেটি ক্রিকেট লীগের আয়োজন করছে ফ্যাশন হাউজ ভাসাভি। সহ-আয়োজক হিসেবে রয়েছে এটিএন বাংলা।

শুক্রবার বিকালে এটিএন বাংলা কার্যালয়ে ভাসাভি ক্রিকেট ক্লাব এবং এটিএন বাংলার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নতুন বার্তা

মন্তব্য ১ঃ আহা বেচারা সাংবাদিক Winking Winking Winking এদের কেউ ফেন্সিডিল খাইতে দিস না ক্যা ? (শীতের সময় দু এক বোতল খাইলে খারাপ না Wave ) ! বিতর্কিত ইসলামিক ব্যাক্ত্বিত্ব !!!! সাকা চৌধুরী নিশ্চয় জেলে বইসা বলছে

মাননীয় স্পিকার আমি ...... হয়ে গেলাম
খুবই অবাক লাগলো যে ডঃ বিলাল ফিলিপসকে পর্যন্ত হেয় করা হচ্ছে ! উনিও নাকি বিতর্কিত !!! এই হাগলেরা কি লেখে
বিতর্কিত প্রধানমন্ত্রী, বিতর্কিত বিরোধোদলীয় নেত্রী
নাকি ইসলাম দেখলেই চুলকানী শুরু হয়ে যায় ???
কইয়া দিমু টিভির লাকি মলম হেগের জন্য উপকারী Unlucky Unlucky
সিয়ান একডেমী নাকি জামাতের !!!!!!! আসলেই রিপোটার হাগল ।

মন্তব্য ২ঃ খ্যাক খ্যাক খ্যাক মাননীয় ইস্পীকার আমি আবারো .... হয়ে গেলাম ।।।

সানি লিওন বরন করতে কি মন্ত্রী এমপিরা কেউ যাবে না ??? না গেলে জাতি রাগ করবে । এতো বড় পতিতা !!!!!!! Big Grin Big Grin Big Grin তাকে অবশ্যই রাষ্ট্রীয় সম্মান জানানো উচিত । তার থেকে এদেশের লাকিদের শিক্ষা নেওয়া উচিত !!! Shame On You Shame On You Shame On You Shame On You তার যাত্রা পথে পূর্ণ নেরাপত্তা দেবে বাংলাদেশ সরকার । নো প্রবলেম ।

এগিয়ে চলো বাংলাদেশ । আগামী দিনে এ দেশের তরুন সমাজ সকল পর্ণস্টারকে দেখতে চায় । দরকার হলে দেশেই গড়ে তোলা হবে সানি লিওনের মতো পর্ণ স্টার ।
ঢাবির মাইয়া গুলো অলরেডি জামিন পেয়েছে Nail Biting Nail Biting Nail Biting Nail Biting


জয় বাংলা জাতি এগিয়ে চলছে । চলুক

বিষয়: বিবিধ

১৪০৭ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292481
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Tongue Tongue Tongue
আপনি এখনও এনালগ.......
ডিজিটাল হউন!!!
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:০৭
236071
মুসা বিন মোস্তফা লিখেছেন : gay bangla , its my digital slogan Tongue Tongue Tongue Tongue
292483
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৪
ভিশু লিখেছেন : ।। জয় বাংলা ।। জঙ্গিবাদ নিপাত যাক, যৌনজঙ্গিবাদ মুক্তি পাক ।।
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:০৯
236072
মুসা বিন মোস্তফা লিখেছেন : নাউজুবিল্লাহ (যৌন জঙ্গি ????? যৌনতাতেও যুদ্ধ খুজেন ক্যারে ? ) Worried Worried Worried
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৭
236108
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : জঙ্গিবাদ নিপাত যাক.. যৌনবাদ জিন্দাবাদ। সানি লিউন জিন্দাবাদ Happy Happy Happy Happy
292484
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৪
হতভাগা লিখেছেন : বাংলাদেশ জাকির নায়েক না , সানি লিওনিদের কাছ থেকে শিখতে চায় ।

Rape is not a crime , it's a surprise sex
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১০
236073
মুসা বিন মোস্তফা লিখেছেন : কি আর করার আছে ????? আমরা তাই চাই যাহা চায় জাতি Tongue Tongue Tongue
292500
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৪৮
ক্ষনিকের যাত্রী লিখেছেন : ভিশু লিখেছেন : ।। জয় বাংলা ।। জঙ্গিবাদ নিপাত যাক, যৌনজঙ্গিবাদ মুক্তি পাক ।।
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১১
236074
মুসা বিন মোস্তফা লিখেছেন : আন্নে কি লেখছেন ???????? Smug Smug Smug
292515
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১৭
মোতাহারুল ইসলাম লিখেছেন : তৌফিক চৌধুরী জন্মগত সূত্রে বাংলাদেশের নাগরিক, তাকে আটকাবে কোন আইন বলে?

এদের কাছে বিশুদ্ধ ইসলাম হচ্ছে পীর মাজার পুজা!!!
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৬
236106
মুসা বিন মোস্তফা লিখেছেন : দেওয়ানবাগী এবং মাইজভান্ডারী Tongue Tongue Tongue Tongue
292538
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৫
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সরকারের কাছে যাদের গ্রহনযোগ্যাতা আছে তাদেরকে আমন্ত্রন করবে। তাছাড়া যাদের গ্রহন যোগ্যাতা নেই তাদের বিরোদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে। তাছাড়া ছাত্রলীগের জন্য সানী লিউনকে আনা অত্যাবশ্যক হয়ে গেছে। Happy Happy Happy
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১২:০৭
236123
মুসা বিন মোস্তফা লিখেছেন : Clown Clown Clown Clown
292567
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৫১
সন্ধাতারা লিখেছেন : আপনার গুরুত্বপূর্ণ পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ। জাজাকাল্লাহু খাইর।
০৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
236398
মুসা বিন মোস্তফা লিখেছেন : বারাকাল্লাহু ফিহ Happy Happy
292599
০৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:১৯
আনিসুর রহমান লিখেছেন : I think these Islamic scholar are lucky because they are not Bangladeshi citizin.Other wise they must face ICT for warcrime or crime against huminity but they are safe from that. All prise belong to Allah() who safe them form tyranical regime!!!!!
০৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
236399
মুসা বিন মোস্তফা লিখেছেন : Praying Praying Praying
292630
০৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:০৭
০৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
236400
মুসা বিন মোস্তফা লিখেছেন : Worried
১০
292719
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৪
লজিকাল ভাইছা লিখেছেন : সানি লিওন কে বরন করতে পুদানমন্ত্রী,স্পিকার কিংবা দিপু মনির যাওয়া উচিত !!আর blog এর তরফ থেকে মুরগি কইন্যা কে পাঠানো হোক।
০৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
236401
মুসা বিন মোস্তফা লিখেছেন : তাই হোক তাই হোক Angel Angel Angel

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File