জোকস সমগ্র ১ Happy) Happy) Happy) Happy)

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ২২ নভেম্বর, ২০১৪, ১০:৫৫:০৭ সকাল

বিঃদ্রঃ সর্বমোট ১০ টি জোকস এতে আপডেট করা হবে



( চরম একটা জোকস )

স্যারঃ বলতো কোন পাখির ডানা আছে কিন্তু

উড়তে পারেনা ?

বল্টুঃ মরা পাখি স্যার !

স্যারঃ বুঝেছি পড়াশুনা করিসনি...

কালকে তোর বাবাকে ডেকে আনবি

বল্টু : আমার বাবা কিন্তু একজন

গভর্নমেন্ট !

|

|

স্যারঃ (নরম হয়ে) আচ্ছা,উনার নাম কি ?

বল্টুঃ বাটার রেড গভর্নমেন্ট...!

স্যারঃ মানে ?

বল্টুঃ বাটার মানে মাখন, রেড মানে লাল আর

গভর্নমেন্ট মানে সরকার ।

আমার বাবার নাম মাখন লাল সরকার !

|

|

স্যারঃ (অবাক হয়ে) তোর মায়ের নাম কি?

বল্টুঃ স্টার মাইন্ড ওয়াইফ...

স্যারঃ মানে ?

বল্টু : স্টার মানে তারা, মাইন্ড মানে মন আর

ওয়াইফ মানে বিবি,

আমার মায়ের নাম তারামন বিবি...

|

|

স্যারঃ (আরো অবাক হয়ে) তোর দাদার নাম

কি?

বল্টুঃ ফাদার বাস..

স্যারঃ মানে ?

বল্টুঃ ফাদার মানে আব্বাআর বাস

মানে বাস, আমার দাদার নাম আব্বাস . .



মাইয়ার বাপঃ ছেলের নাম কি ?

ঘটক পাখিঃ ছেলের নাম আবু হামযাহ

মাইয়ার বাপঃ বিয়াইত্তা পোলার লগে আমার মাইয়ার বিয়া দিমু না। এইডা বাদ।



২টা বিড়ালের মধ্যে চ্যাট

হচ্ছে... .

.

.

.

১ম বিড়াল : ম্যাও ।

.

.

২য় বিড়াল : ম্যাও ম্যাও ।

.

.

১ম বিড়াল : ম্যাও ম্যাও

ম্যাও। .

.

২য় বিড়াল : ম্যাও ম্যাও ম্যাও

ম্যাও ম্যা

.

.

১ম বিড়াল (রেগে) : ঘেউ ঘেউ

ঘেউ । ঘেউ ঘেউ ।

......

২য় বিড়াল : আগেই বুজছিলাম

ফেক আইডি..........



হেলমেট ছাড়া মোটরসাইকেলে করে এক বড় ভাইয়ের সাথে বের হওয়ার পরের ঘটনার সার অংশ:

পুলিশঃ হেলমেট ছাড়া গাড়ি চালাস?

আমি: ভুলে বাসায় রাইখা আসছি!

পুলিশঃ ৫০০ ট্যাকা দে? তুই স্টুডেন্ট মানুষ তাই কমাইয়া কইলাম!

আমি: জ্বি না ২০ টাকা ছিল!

পুলিশঃ আইচ্ছা দ্যা ২০ ত্যাকাই দ্যা!

আমি: মোবাইলে ফ্লেক্সি দিয়া দিছি!

পুলিশঃ উফ, (আরো জটিল গালি)!!!!

পুলিশঃ সিগারেট আসে পকেটে?

আমি: খাইনা !

.

.

.

.

.

পুলিশঃ আইচ্ছা তাইলে পিঠটা ছুলকাইয়া দিয়া যা.....!!!



রিচার্জ কার্ড হ্যাক করে নিন

৫০০টাকা ফ্লাক্সি।

অনলি ফর জিপি।

হাতে কাগজ কলম নিয়ে লিখতে

পারলে ভালো হবে ।

এই পদ্ধতিটি কাজ করে শুধুমাত্র

মাসের ২৭ এবং ২৮ তারিখ। তখন

তাদের সিস্টেম আপগ্রেড হয়। এই

পদ্ধতি আপনি অনুসরণ করলে আপনার

মোবাইলে ৫০০ টাকা ফ্রী রিচার্জ

হবে!

নিচের প্রতিটি ধাপ

যথাযথভাবে অনুসরণ

করুন। কোনভাবেই কোন ভুল

করা যাবে না।

ধাপসুমহঃ

১) ৭৪৮৩৯ তে ডায়েল করুন।

আপনি অনেকগুলো বীপ

শুনতে পাবেন।তবে ৬ষ্ঠ বীপ শুনার

পর আপনার মোবাইলে৫৯৮৮ চাপুন।

২) এরপর আপনি একটি নারী কন্ঠ

শুনতে পাবেন। সেই কন্ঠের

কথা শেষহওয়া মাত্রই ৫৫৫ চাপুন।

৩) এরপর আপনি ১৬ ডিজিটের

যে কোন নম্বর চাপুন। তবে খেয়াল

রাখুন কোন নম্বর যেন পরপর ৩ বার

এবং ১৬ ডিজিটের মধ্যে ৩ বারের

বেশিনা আসে।

৪) এখন সিস্টেম প্রায়

১ মিনিট সময় নিবে। এ সময়

আপনি কিছু করার দরকার নেই।

৫) এর পর আপনাকে আবার ৬৬৬

চাপতে বলবে। তখনই আপনি ৫৫৫

চাপুন।

৬) মনে রাখবেন ৫৫৫

চাপার পর একটি নারী কন্ঠ

আপনাকে কিছু নির্দেশ দিবে।

আপনি সেগুলো পালন করবেন না।

এটা সিস্টেমকে হ্যাকদের কাছ

থেকে রক্ষা করার জন্য

একটা পদ্ধতি।

৭) নারী কন্ঠের কথা শেষ

হওয়া মাত্র

আপনি আপনার মোবাইল নম্বর চাপুন।

৮) এরপর আপনাকে # চাপতে বলবে।

আপনি # চাপুন।

৯) এরপর ১ চেপে কলটি শেষ করুন।

এরপর আপনার মোবাইলে একটি

মেসেজ আসবে।

মেসেজে লিখা আছেঃ

.

.

, .

“ পৃথিবীতে কোন কিছুই

ফ্রী নাইরে মনা ।

টাকা দেন কথা বলেন!

Cook Cook Cook Cook Cook Cook Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Happy) Happy) Happy) Happy)

বিষয়: বিবিধ

১৩৫৯ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286766
২২ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সবগুলোই ভালো লাগলো তবে সকালের নাস্তাটা আজকে জোরালো হয়নি বলে হাসতে প্রবলেম হচ্ছে। Straight Face Straight Face Straight Face
২২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০১
230246
মুসা বিন মোস্তফা লিখেছেন : ~:> ~:> ~:> ~:> ~:> ~:>
২২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৭
230251
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনি বোধ হয় জাপানী নাগরিক মিস্টার "মুতিতেছি তাকাইওনা"র নাম শুনেননি!!
286767
২২ নভেম্বর ২০১৪ সকাল ১১:২১
কাহাফ লিখেছেন :
শুরুর দিকের কয়েকটা পড়ে হাসলাম কিছুক্ষণ Cheer Cheer Hot Hot Rolling on the Floor Rolling on the Floor
২২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০১
230247
মুসা বিন মোস্তফা লিখেছেন : Applause Applause Applause Applause Applause
286771
২২ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৫
প্রবাসী আশরাফ লিখেছেন : মজারু হইছে...আরো চাই এমন।
২২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০১
230248
মুসা বিন মোস্তফা লিখেছেন : Happy>- Happy>- Happy>- Happy>- আসছে আরো
286777
২২ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫২
লজিকাল ভাইছা লিখেছেন : ১ , ৩ দারুন হয়েছে, ভালো লাগলো । ধন্যবাদ ।
২২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০২
230249
মুসা বিন মোস্তফা লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
286786
২২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫০
ফখরুল লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২২ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫৩
230412
মুসা বিন মোস্তফা লিখেছেন : Angel Angel Angel Angel
286810
২২ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৪
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২২ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫৩
230413
মুসা বিন মোস্তফা লিখেছেন : =Happy Happy
286819
২২ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৯
ফেরারী মন লিখেছেন : চরম চরম Thumbs Up Thumbs Up Big Grin Big Grin Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
286867
২২ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২২
আবু বকর সিদ্দিক লিখেছেন : ভালো লাগলো............ Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২২ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫৪
230414
মুসা বিন মোস্তফা লিখেছেন : Happy
286872
২২ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৫০
নিরবে লিখেছেন : Chatterbox Chatterbox Chatterbox
২৩ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৪৪
230523
মুসা বিন মোস্তফা লিখেছেন : Talk to the hand Talk to the hand Talk to the hand
১০
286993
২৩ নভেম্বর ২০১৪ রাত ১২:০৮
আফরা লিখেছেন : ভালো লাগলো Rolling on the Floor Rolling on the Floor । ভাইয়া দ্বীপ কেনার কি ব্যাবস্থা করলেন ?
২৩ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৪৪
230522
মুসা বিন মোস্তফা লিখেছেন : দু একেই খোজাখুজি শুরু করবো ইনশা আল্লাহ =Happy =Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File