বই পরিচিতিঃ ঈমানদীপ্ত দাস্তান
লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ২১ নভেম্বর, ২০১৪, ০৯:১৩:৫৬ সকাল
প্রখ্যাত উর্দু ওপোন্যাসিক এনায়েতুল্লাহ আলতামাশকে চিনে না এরকম ইতিহাস ও সাহিত্যপ্রেমী খুজে পাওয়া দুস্কর ।উনার অসাধারন সিরিজ বই ঈমান্দীপ্ত দাস্তান । গোটা বিশ্বে অনেক জনপ্রিয় বই ।কাহিনী সুলতান সালাহউদ্দিনের সময়কাল । মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের কাছ থেকে মুক্ত করার জিহাদের সব ঘটনাও আছে ।সত্যিই বইটি অসাধারন ।যেটি পড়ে আপনি জানতে পারবেন আজকে মুসলিমদের চোখ রাঙ্গানো খ্রিষ্টানেরা কতো ভিতু আর জঘন্য ছিলো ।মুসলিম যুবকদের ঈমান ক্রয়ে নিজেদের মেয়েদের পর্যন্ত লেলিয়ে দিচ্ছিলো এরা । অসংখ্য গাদ্দার তৈরি করেছিলো , নতুবা আজ ইসলাম ইউরোপের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যেতো ।
একদিকে সশস্ত্র যুদ্ধ, অপরদিকে কুটিল সাংস্কৃতিক যুদ্ধ , উভয়ের মোকাবিলায় এগিয়ে এলো মুসলিম বীরেরা । সল্প যোদ্ধা, কম রসদ দিয়েই তারা একের অর এক ময়দানে খ্রিস্টানদের
পরাজিত করতে লাগলো । সম্মুখ যুদ্ধে না পেরে মুসলিম দেশগুলোতে ঢুকিয়ে দিলো খ্রিষ্টান গোয়েন্দা ও ষোড়শী যুবতিদের । যারা ঈমান কিনতো রুপ আর অর্থের বিনিময়ে । একদিকে রনাঙ্গন অপর দিকে সাংস্কৃতিক আগ্রাসন ।পারবে কি মুসলমানেরা তাদের দ্বীনের পতাকা উড্ডীন
রাখতে ???
পারবে কি ফিলিস্তিন উদ্ধার করতে ???
এগিয়ে এলো বীর মুজাহিদেরা । দ্বন্দ সঙ্ঘাত, গাদ্দারি,যুদ্ধ নিয়ে এক অপূর্ব ঈমান্দীপ্ত দাস্তান ।
জানতে হলে পরুন ঈমান্দীপ্ত দাস্তান , নিজে পড়ুন
অন্যকে উপহার দিন।
সালাউদ্দিন আয়ুবীকে খ্রিষ্টানেরা যমের মতো ভয় করতো । আজো তাকে গ্রেট সালাদিন বলেই স্বীকার করে তারা ।
বইটি যুবকদের জন্য অনেক উপোযোগি । কারন এতে আমাদের জাতির রঙ্গিন ইতিহাস এবং গাদ্দারদের ঘটনাবলি ও পরিনিতির বননা আছে । একজন আদর্শ বান মুসলিম হতে এটার শিক্ষা খুবই প্রয়োজন ।
বইটি আট খন্ডে সমাপ্ত ।প্রত্যেক খন্ডের দাম ২০০ টাকা ।
amaderboi.com থেকে কিনলে এক খন্ড ১৪০ টাকা পড়বে । আর একত্রে নিলে ১৬০০ টাকার স্থলে ১০০০ টাকা ।
সাইটে অথবা ফেসবুক পেজ fb.com/amaderboi এ অথবা ফোনে 019 5401 4720 অর্ডার দিতে পারবেন । ঢাকায় হোম ডেলিভারি এবং সারাদেশে কুরিয়ার সার্ভিসে পাঠানো হয় ।
একত্রে কেনার লিংকঃ http://amaderboi.com/book/1199/
একটি জনকল্যান মূলক পোস্ট
বিষয়: বিবিধ
২৭৪৭ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন