অসামাজিক কর্মকাণ্ড ????
লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ১৪ নভেম্বর, ২০১৪, ১০:৫১:৩০ সকাল
অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের আগ্রাবাদ হোটেল থেকে ৯৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় ১০ বোতল বিদেশি মদ ও ২৩ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কুসুম দেওয়ান বলেন, হোটেল আগ্রাবাদে ডিজে পার্টির নামে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯৬ নারী-পুরুষকে আটক করা হয়। আটকদের মধ্যে ৩৪ নারী ও ৬২ পুরুষ রয়েছেন।
আটকদের নগরীর ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়েছে।
সুত্রঃ নয়া দিগন্ত
পুলিশ ইনকাম কম পড়লে বুঝি অভিযান শুরু হয় ?????
বিষয়: বিবিধ
১০১০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসামাজিক কর্মকান্ড কিছু মাল-পানি পড়লেই সামাজিকতার আওতায় অনায়েসে এসে যায়!
পুলিশের প্রায় কর্মকান্ডই অনৈতিকতায় ছেয়ে গেছে বলেই এমন সংবাদ শুনতে হয় আমাদের কে!!!
বিভিন্ন সময়ে যে বিশেষ বিশেষ অভিযান চালিত হয় তা তাদের কাছে একসাথে ১০ টা ঈদের সমান ।
এসব যে আগেও হত না তা না , তবে পুলিশকে ম্যানেজ না করে এসব হত না ।
এখন মনে হয় টাকা পয়সায় একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারেনি বলে এই ধড় পাকড় ।
মন্তব্য করতে লগইন করুন