বলুন "আলহামদুলিল্লাহ"
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ২৯ এপ্রিল, ২০১৫, ০২:৪৯:৪৬ দুপুর
হৃদয়ের গভীর থেকে আসুন একবার বলি "আলহামদুলিল্লাহ" (সমস্ত প্রশংসা আল্লাহর)।
১- স্ত্রী-সন্তান নিয়ে একসাথে বসে আছেন? বলুন- "আলহামদুলিল্লাহ"।
কারণ আপনার মত বহু যুবক-যুবতী এখনও সংসার গড়ার স্বপ্ন দেখছে।
২- নিজ কর্মস্থলে পৌঁছেছেন? বলুন- "আলহামদুলিল্লাহ"।
কারণ দুনিয়ায় বহু মানুষ এখনও হন্নে হয়ে চাকরি খুঁজে বেড়াচ্ছে।
৩- সুস্থ দেহ নিয়ে দিন শুরু করেছেন? বলুন- "আলহামদুলিল্লাহ"।
কারণ বহু মানুষ সুস্থতার জন্য জীবনের সমস্ত উপার্জন ব্যয় করতে প্রস্তুত।
৪- এখনও জীবিত আছেন? বলুন- "আলহামদুলিল্লাহ"।
কারণ বহু মৃতব্যক্তি নেক কাজ করার জন্য জীবন ফিরে পাওয়ার আশা করছে।
৫- এক আল্লাহর ইবাদত করছেন? বলুন- "আলহামদুলিল্লাহ"।
কারণ দুনিয়ায় বহু মানুষ গাছপালা, জড়পদার্থ, গাভী…ইত্যাদির পূজা করছে।
৬- আপনি যে অবস্থায়ই আছেন, বলুন- "আলহামদুলিল্লাহ"।
কারণ দুনিয়ায় বহু মানুষ আপনার অবস্থায় পৌঁছার জন্য স্বপ্ন দেখছে।
"আলহামদু লিল্লাহি রাব্বিল 'আলামীন।
বিষয়: বিবিধ
২৩৪৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরো সুন্দর সুন্দর লিখা লিখুন আর আমাদের নেক কাজে অনুপ্রেরণা বাড়িয়ে দিতে সহায়তা করুন! মহান আল্লাহ আপনাকে সহ আপনার পরিবারকে সর্বাঙ্গীন ভাবে কল্যাণের মধ্যে রাখুন! আপনার লেখাটি প্রিয়তে রাখলাম!
জীবনের সমস্ত প্রাপ্তির জন্য "আলহামদু লিল্লাহি রাব্বিল 'আলামীন।
"আলহামদু লিল্লাহি রাব্বিল 'আলামীন।
শুকরিয়া আপনাকে !
জাযাকাল্লাহু খাইরান।
"আলহামদু লিল্লাহি রাব্বিল'আলামিন"। জাযাকাল্লাহু খাইরান।
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ,
সল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা রসুলুল্লাহ
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
আলহামদুল্লিলাহ !আলহামদুল্লিলাহ !
আলহামদুল্লিলাহ !
মন্তব্য করতে লগইন করুন