╭✿╯নববর্ষ শুভ না অশুভ?╭✿╯
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১৪ এপ্রিল, ২০১৫, ১০:২৪:০০ রাত
╭✿╯আমাদের বছর শুরু হয় মিছিল করে "মঙ্গল শোভাযাত্রার" মাধ্যমে। পেঁচা, কুমির, হাতি, ঘোড়া...ইত্যদির কাছে মঙ্গল কামনা করে!!!অথচ জানিনা, বুঝিনা এটা সুস্পষ্ট শিরক। ভুলে যাই মঙ্গল- অমঙ্গলের একমাত্র মালিক আল্লাহ তা'আলা।
╭✿╯আমাদের বছর শুরু হয় পচা ভাত গোগ্রাসে গলাধকরণের মাধ্যমে!!! অথচ জানিনা কে এর প্রচলন করল? কেন করল? কখন করল?
╭✿╯আমাদের বছর শুরু হয় বাউল সেজে "স্বাদের লাউ বানাইল মোরে বৈরাগী" গাইতে গাইতে। অথচ জানিনা বাউল কারা? কী তাদের ধর্ম? কেমন তাদের জীবনাচরণ? জানিনা যারা বাউল সংস্কৃতিকে বাঙ্গালীর সংস্কৃতি বলে চালিয়ে দিতে চাইছে তাদের উদ্দেশ্য!!
╭✿╯"হুযুগে বাঙ্গালী" বলে একটা কথা আছে না?! মাঝে মাঝে মনে হয়- আজকে কেউ যদি বলে "আমাদের পূর্ব পুরুষরা টয়লেট ব্যবহার করতো না। বনে জংগলে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিত। তাই আসুন সবাই মিলে বছরে একবার "টয়লেট ব্যবহার বর্জন" দিবস পালন করি। মনে হয় অনেক মুরিদ পাওয়া যাবে।
(বাউলদের সম্পর্কে জানতে পড়ুন Click this link
বিষয়: বিবিধ
১৫১৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মূল্যবান ও শিক্ষণীয় লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন