খোকার সকাল
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ২৭ মার্চ, ২০১৫, ০৮:৩২:৩৪ সকাল
ওঠো খোকা সকাল হলো মাসজিদেতে যাবে।
উজু করে খোদার হুকুম নামাজ পড়তে হবে।
মধুর সুরে ডাকেন খোদা প্রতি দিনে-রাতে।
সময়মত দিবে সাড়া আলসেমি নয় তাতে।
নামাজ হলো নূরের জ্যোতি খোদার সেরা দান।
পাপের কালি দূর করে দেয় জুড়ায় দেহ-প্রাণ।
নামাজ হলো সুখের চাবী বেহেস্ত ফুলবাগান।
ছাড়বেনা এ নামাজ কভু থাকতে জ্ঞান ও প্রাণ।
নামাজ পড়ে তসবীহ শেষে পড়বে খোদার বাণী।
খোদার প্রেমে মুগ্ধ দিলে ফেলবে চোখের পানি।
সূর্য মামা উঠলে পূবে পড়বে দ্বোহার নামাজ।
দূর করে সব পাপ-অনাচার গড়বে সুখের সমাজ।
আমার বাপ্পিজী আবদুল্লাহ আল-মায়ীন মাসজিদে নববীতে সিজদারত অবস্থায়।
বিষয়: সাহিত্য
১০৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের সোনামণি আবদুল্লাহ আল-মায়ীন মাসজিদে নববীতে সিজদারত অবস্থায় দেখে প্রাণটা জুড়িয়ে গেল আলহামদুলিল্লাহ্!
এই কচি ফেরেশতা মণিটার জন্য হৃদয় উজাড় করা দোয়া ও শুভেচ্ছা রইলো।
মন্তব্য করতে লগইন করুন