অকালে ঝরে পড়া নক্ষত্রের স্মরণে
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ২৪ মার্চ, ২০১৫, ০৬:৪৪:১৯ সন্ধ্যা
মন মুকুরে ক্ষণে ক্ষণে উথলে উঠেছে ভেসে।
নিশীথ রাতে দু'হাত তোমার সুদূর নীল আকাশে,
কত কাকুতি কত অনুনয় বিনম্র তোমার সুর,
শ্মশ্রুভেজা অশ্রুতে করেছ একাকার নিশি-ভোর।
নিরন্তর শুকরিয়া করেছ দুয়ারে দিয়েছে যা কিছু।
চাহিদার পেয়ালা পূর্ণ করেছে বাকী রাখেনি কিছু।
দুয়ারে তাঁহার যাচিতে তুমি মহীরুহ একটি মাত্র।
দিবে যে ফল, ফুটাবে ফুল, ছড়াবে সুরভি পবিত্র।
চাঁদের স্নিগ্ধতা ঝরেছিল ঠোটে দেখে প্রভুর দান।
দু'চোখে স্বপ্ন হবে যে আলেম রাখবে কুলের মান।
মৃত্যু শয্যায় বিবিকে ডেকে বলেছ সকরুণ সুরে ।
স্বপ্ন-সাধ মোর পূর্ণ করবে আমি যদি যাই মরে।
হাটি-হাটি পা-পা করে, ডাকতে শিখেছি আব্বু।
হঠাৎ তোমায় না ফেরার দেশে ডেকে নিয়েছেন প্রভু।
দেখি নাই তোমায় তৃপ্তি ভরিয়া ডাকিনি পরাণ খুলে।
মরুর তৃষ্ণা বুকে জড়ায়ে কত কাল গেল চলে।
বন্ধুদের যখন দেখেছি ফিরতে খেলনা-মজা কিনে।
স্মরেছি ভেবে তুমিও যে আমায় দিতে ওসব কিনে।
আব্বু বাবা ড্যাডি বাপ্পি কতো নাম শুনেছি ডাকতে।
কী মধুর সুরে ডাকতাম তোমায় যদি তুমি থাকতে!
আল্লাহ তোমায় ক্ষমা করুন, হও চিরসুখী পরবাসী।
দোয়া কর একসাথে সবে হই যেন জান্নাতবাসী ।
বিষয়: সাহিত্য
১০৭৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো থাকবেন খুব ভালো সবসময়। দোয়া ও শুভেচ্ছা রইলো।
মন্তব্য করতে লগইন করুন