মধুর প্রেমে পিপীলিকা
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ২৩ মার্চ, ২০১৫, ০৬:৫৭:১০ সন্ধ্যা
এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে।
একটি ছোট পিঁপড়া পাশ দিয়ে যাচ্ছিল।
মধুর ঘ্রাণ নাসারন্দ্রে ঢুকতেই থমকে দাড়ালো।
ভাবলো কিছু মধু খেয়ে নেই তার পর সামনে যাব।
এক চুমুক খেলো।
বাহ! খুব মজাতো ।আর একটু খেয়ে নেই।
আরেক চুমুক খেলো।
চলে যাচ্ছে। হাটতে হাটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল।
ভাবলো, খুব মজার মধু আরেকটু খেয়ে নেই।
আবার পিছেনে ফিরলো ।
এতক্ষণ মধুর পার্শ্বদেশ থেকে খেয়েছিল। এবার চিন্তা করলো ভিতরে মনে হয় আরো মজা।
এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোটার উপরে উঠে গেল।
বসে বসে আরামছে মধু খাচ্ছে।
খেতে খেতে পেট ফুলে গেল।
ঐদিকে আস্তে আস্তে পা দু'টো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে।
বের করার জন্য আপ্রাণ চেষ্টা চলছে।
কিন্তু না। মধুতে তার সমস্ত শরীর মাখা-মাখি অবস্থা।
অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলনা।
অবশেষে মধুর ভেতরে পড়েই মৃত্যু বরণ করল।
এই বিশাল দুনিয়াটাও বড় এক ফোঁটা মধুর মত। যে এই মধুর পাশে বসে হালাল অল্পতেই তুষ্ট থাকবে সেই বেঁচে গেল। আর যে এর স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল হারাম বাছ-বিচার না করে শুধু খেয়েই গেল এক দিন সে এর মায়াজালে আটকা পড়েই মারা যাবে। কেউ উদ্ধার করতে পারবে না। ধ্বংস অনিবার্য। দুনিয়া আখেরাত দু'টোই শেষ হবে।
বিষয়: সাহিত্য
১১০৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাঠককূল ভাবনা শেষে হৃদয় দিয়ে অনুধাবন করবে এবং সিদ্ধান্ত নিবে তাদের পরিণতির বেঁচে নেয়ার জন্য।
সুন্দর লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন