Roseদেহ-রূহের সংগ্রাম

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১৫ মার্চ, ২০১৫, ১০:৩৫:২১ রাত



দেহ-রূহের সমন্বয়ে কী মনোহর সাজে,

শ্রেষ্ঠ করে পাঠালেন প্রভু বিশ্বভুবন মাঝে !



দেহ ঝুঁকছে প্রবৃত্তির পানে, রূহ নেকীর কাজে ॥

সফল হবে সমন্বয় করে চললে দু'য়ের মাঝে ॥



হালাল-হারাম বাছ না তুমি পেতে দেহের সুখ ॥

তাতে কেবল বাড়ছেই যত রূহের মাঝে অসুখ।



বদের মজা ফুরিয়ে যাবে, থাকবে শুধুই পাপ ॥

নেকের কষ্ট ফুরিয়ে যাবে, থাকবে শুধুই ছওয়াব॥



পাপের নেশা সর্বনাশা, করলে অবিরত॥

জঘন্য পাপ লাগবে তুচ্ছ, থাকবে না বিরত॥



রুগ্ন রসনা পায়নাতো মজা খেয়েও স্বাদের খাবার॥

ইবাদতে স্বাদ পায়নাতো সে হৃদয় পঙ্কিল গুনাতে যার।



মানব মনে ক্ষত, ব্যথার সৃষ্টি হয় যা কিছুতে,

তুলনা চলেনা কোন কিছুরই পাপ কর্মের সাথে ॥



তৈরী করে অন্তরে পাপ গভীর পঙ্কিল ক্ষত

কালো করে ফেলে ক্বলব যেন কয়লার মত॥



দেহের পীড়া দেখা যায় তাই ওষুধ খুঁজি সবাই।

রুহেরটা দেখতে পেলে হ্সপিটালে যেতাম ভাই॥



কাপড়ের ময়লা যায় দূর করা সাবান পাউডার দ্বারা॥

পাপের কালিমা হয় নাতো দূর খাঁটি তাওবাহ ছাড়া॥





বিষয়: সাহিত্য

৯৬২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309193
১৬ মার্চ ২০১৫ রাত ০৩:০৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় ভাইয়া। ইসলামের অতি প্রয়োজনীয় বিষয়গুলো সাবলীলভাবে সুন্দর ছন্দাকারে পরিবেশনের জন্য জাজাকাল্লাহু খাইর।
১৬ মার্চ ২০১৫ দুপুর ০২:৪৮
250236
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File