Roseঅঙ্কুরে বিনষ্ট স্বপ্নীল প্রসূন

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১০ মার্চ, ২০১৫, ০১:৫৯:৪৭ রাত



প্রশস্ত প্রান্তর খাঁচায়, হৃদয় মালঞ্চ মাচায়

প্রোথিত স্বপ্নিল পুষ্পদানা ।

বাদলের বর্ষণে, অনুকূল সমীরণে

উন্মুখ অবারিতে স্বপ্নডানা ॥

╭✿╯╭✿╯ ╭✿╯╭✿╯

অঙ্কুরিত হবে দানা, দিগন্তে ছড়াবে ডানা

অমিত স্বপ্নে ভেলা ভাসে ।

কাননে ফুটবে ফুল, ছড়াবে গন্ধ মুকুল

কুসুমিত হবে মন স্নিগ্ধ বাতাসে॥

╭✿╯╭✿╯ ╭✿╯╭✿╯

ঐশী জ্ঞানের জ্যোতি, হৃদয়ে ছড়ায়ে দ্যুতি

বাঁধে কপাট উন্মুক্ত দ্বারে।

নিদারুন দৈন্য দশা, গুরুদের স্বপ্ন-আশা

আনাগোনা কূঁজবনের দ্বারে॥

╭✿╯╭✿╯ ╭✿╯╭✿╯

পাছে লোকে কিছু বলে, স্বপ্নেরা ডানা মেলে

পুষ্প বনে কন্টকসম গাছে।

বিবেকের কষাঘাতে, সংকটের ঘুর্ণাবর্তে

গুণ্ঠিত দানা আগাছায়-ঘাসে॥

╭✿╯╭✿╯ ╭✿╯╭✿╯

দিগন্তে উঁকি দিয়ে, ডেকে হাতছানি দিয়ে

দূর নীলিমায় গিয়ে মিশে।

কুসুমিত করে পথ, নিপাতিত করে বিপদ

স্বপ্নীল প্রসূন অঙ্কুরে বিনাশে॥

╭✿╯╭✿╯ ╭✿╯╭✿╯



বিষয়: সাহিত্য

১৩২০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308125
১০ মার্চ ২০১৫ রাত ০২:৩০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। উচ্চমার্গীয় ভাব ও ভাষায় লিখাটি অসাধারণ লাগলো। জাজাকাল্লাহু খাইর।
১০ মার্চ ২০১৫ রাত ০৩:৫৬
249197
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
308132
১০ মার্চ ২০১৫ রাত ০৪:১৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। চমৎকার ছন্দ, শব্দের বুননে গাঁথা কবিতাটি সত্যি খুবি অসাধারন লেগেছে!আরো লিখুন এই শুভকামনা ও দোআ রইলো! Good Luck Praying
১০ মার্চ ২০১৫ রাত ০৪:৩২
249200
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উৎসাহব্যঞ্জক, অনুপ্রেরণাদায়ক এবং শুভকামনাসিক্ত অনুভুতি রেখে যাওয়ার জন্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File