সত্য-মিথ্যার দ্বন্দ্ব
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ০৮ মার্চ, ২০১৫, ০৯:১৩:৫১ রাত
একটাই হক সকল যুগে বাছাই করেছেন প্রভু ।
হকে-হকে দ্বন্দ্ব-সংঘাত হয় না কোথাও কভু ।
হক-বাতিলের দ্বন্দ্বে বাতিল টিকে না বেশী দিন ।
জন্ম থেকেই স্বভাব বাতিলের হবে বিলয়-বিলীন ।
অচেতন ঘুমে আজ সিংহ-শার্দূল, সত্যের কাণ্ডারি ।
সর্বস্ব ব্যয়ে, উদ্যত অবিরত বাতিলের ধ্বজাধারী।
মিথ্যার বেসাতি, প্রলয় হুংকার যতই ঝরুক ঠোটে।
বজ্রমুষ্ঠি, তাকবীর ধ্বনিতেই পালাবে যে লেজ গুটে।
মিথ্যার দাপটে সত্য ভাবে তোরাতো সহায়ক সৈনিক।
তোদের তিমিরে ডুবে বীরজনতা খুঁজবে হক দিগ্বিদিক।
প্রচণ্ড হুংকারে, বজ্র নিনাদে লড়বে কাণ্ডারি শত শত,
স্বর্গীয় মদদে ভাসবি তোরা খড়কুটো-শেওলার মত।
বিষয়: সাহিত্য
১১০৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন