Roseধর্মনিরপেক্ষতার স্বরূপ

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ০৭ মার্চ, ২০১৫, ০২:২৫:৩৬ রাত



সৃষ্টির শুরু হতে দু'টো দলই দুনিয়াতে

নেই কোন তৃতীয় পক্ষ॥



এক, ব্যয় করে সমস্ত দ্বীন কায়েমে ব্যস্ত

অপরটি বাতিলের পক্ষ॥



এছাড়া আছে যত দাবিদার শত শত

পরিচয় দেয় নিরপেক্ষ॥



তাদের পরিচয় ভবে মুনাফিক ওরা সবে

নয় কভু স্বতন্ত্র পক্ষ॥



হিন্দু-বৌদ্ধ যত, চলে যার ধর্ম মত

ধর্মে নয় কভু নিরপেক্ষ॥



মুসলিম নাম ধরে, নামাজ-রোযা করে,

দাবি করে ধর্মনিরপেক্ষ !?



বিশ্বাস নেই ধর্মকর্মে নাস্তিকদের কাজে-কর্মে

মিলায় সুর, হাত ও বক্ষ॥



কেবল তারাই মানে পরিচয় দিতে জানে

আমি এক ধর্মনিরপেক্ষ॥



বিষয়: সাহিত্য

৯৮০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307601
০৭ মার্চ ২০১৫ সকাল ১১:০৭
হতভাগা লিখেছেন : ধর্মহীন মানুষ পশুর তল্য । আর ইসলাম ছাড়া আর সব ধর্মই বাতিল যোগ্য ।
০৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
248879
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
307640
০৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:১৫
শফিক সোহাগ লিখেছেন : মানুষ কোনদিন ধর্ম 'নিরপেক্ষ' হতে পারে না।।
০৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
248878
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
307642
০৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।
মানুষের মন মানসিকতা ও চিন্তা চেতনার আলোকে ধর্মসংক্রান্ত বিশ্লেষণটি অনেক ভালো লাগলো।
০৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
248877
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File