Roseবন্ধু চয়ন Rose

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ০৩ মার্চ, ২০১৫, ০৭:০১:২২ সন্ধ্যা



অসৎ সঙ্গ সর্বনাশা বিষের চেয়েও বেশী।

অসৎ বন্ধুর সঙ্গ পেয়ে হয়ো নাকো খুশী।

বিষে তোমার ধ্বংস হবে শুধুই ইহকাল।

অসৎ সঙ্গী দংশিলে ধ্বংস ইহ-পরকাল।

অসৎ সঙ্গীর দেহ-মন প্রলিপ্ত ভাইরাসে।

অজান্তেই আক্রান্ত হবে গেলে তুমি কাছে।

ভাল সঙ্গী, ভাল বন্ধু না পাও যদি কভু।

নি:সঙ্গ-একাকি থেকো, বদসঙ্গে নয় তবু।



বিষয়: সাহিত্য

১১৬৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307091
০৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
আফরা লিখেছেন : যা বলেছেন ভাইয়া ঠিকই বলেছেন তবে বিয়ের কারনেও ইহকাল পরকাল ও ধ্বংস হতে পারে ।

বিয়ের পর অনেক স্বামীর কারনে স্ত্রী বা স্ত্রীর কারনে স্বামী বিপথে চলে যায় । আর বন্ধুত্ব যখন তখন ভেংগে দেয়া যায় আর বিয়ে ভেংগে দেয়া অনেক কঠিন যদিও দিনে দিনে এটা সহজ হয়ে যাচ্ছে ।

ধন্যবাদ ভাইয়া ।

০৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
248426
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুত্ব একটি ব্যাপক অর্থবোধক শব্দ। এর মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্কও শামিল হতে পারে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
307094
০৩ মার্চ ২০১৫ রাত ০৮:০৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ আযহারী ভাইয়া। খারাপ সংসর্গ বা বন্ধুত্ব সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপের দংশনে শুধু মৃত্যু ডেকে আনে কিন্তু খারাপ বন্ধুত্বের কারণে এহকাল পরকাল দুটাই ধ্বংস হয়ে যেতে পারে। সুন্দর লিখনীর জন্য জাজাকাল্লাহু খাইর।
০৩ মার্চ ২০১৫ রাত ০৮:২৬
248431
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
307109
০৩ মার্চ ২০১৫ রাত ০৯:৩৫
আবু জান্নাত লিখেছেন : সহমত রইল। জাযাকাল্লাহ খাইর।
০৩ মার্চ ২০১৫ রাত ১০:২৬
248444
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
307113
০৩ মার্চ ২০১৫ রাত ০৯:৪১
অষ্টপ্রহর লিখেছেন : ভাল লাগলো।
০৩ মার্চ ২০১৫ রাত ১০:২৭
248446
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মন্তব্য করে আপনার ভাল লাগা রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File