বন্ধু চয়ন
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ০৩ মার্চ, ২০১৫, ০৭:০১:২২ সন্ধ্যা
অসৎ সঙ্গ সর্বনাশা বিষের চেয়েও বেশী।
অসৎ বন্ধুর সঙ্গ পেয়ে হয়ো নাকো খুশী।
বিষে তোমার ধ্বংস হবে শুধুই ইহকাল।
অসৎ সঙ্গী দংশিলে ধ্বংস ইহ-পরকাল।
অসৎ সঙ্গীর দেহ-মন প্রলিপ্ত ভাইরাসে।
অজান্তেই আক্রান্ত হবে গেলে তুমি কাছে।
ভাল সঙ্গী, ভাল বন্ধু না পাও যদি কভু।
নি:সঙ্গ-একাকি থেকো, বদসঙ্গে নয় তবু।
বিষয়: সাহিত্য
১১৬৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিয়ের পর অনেক স্বামীর কারনে স্ত্রী বা স্ত্রীর কারনে স্বামী বিপথে চলে যায় । আর বন্ধুত্ব যখন তখন ভেংগে দেয়া যায় আর বিয়ে ভেংগে দেয়া অনেক কঠিন যদিও দিনে দিনে এটা সহজ হয়ে যাচ্ছে ।
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন