Roseনিঃসঙ্গের সঙ্গী

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:৫১:৫৫ রাত



রুদ্ধদ্বার, নিরালায় বসে ভাবছো- আছো একা নির্জনে

লিখাতো হচ্ছে যা কিছু করছো প্রকাশ্যে বা গোপনে॥



দিতে তুমি ফাঁকি মানবচক্ষু করেছ নিজেকে অন্তরিন

ভুলে কি গেছ আছে যে সাথেই কিরামান কাতিবীন !?



ভয় কর, পাও তুমি লজ্জা, যাতে না পড়ে মানুষের দৃষ্টি

নেই ভয়-লাজ তাঁর থেকে যিনি করেছেন তোমায় সৃষ্টি !?



শয়তানের ছলনায় জড়িয়ে গেলে তুমি কোন পাপ কাজে

বলবে না কাঊকে, রাখবে তা গোপন হৃদয়-সিন্ধুক মাঝে॥



যা প্রকাশ করে মানুষ, অসম্মান করতে দ্বিধা করবে না কভু

তা গোপন রাখবেন, মার্জনা করবেন ক্ষমাশীল তোমার প্রভু॥



অজ্ঞ-পাপীদের তাওবার দরজা সতত রেখেছেন উন্মুক্ত।

ফিরান না খালি হাত, চায় যে মার্জনা হয়ে বিনীত-অনুতপ্ত॥



বিষয়: বিবিধ

১২৮২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305860
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:৫১
কাহাফ লিখেছেন : ছন্দময়তা আর চমৎকার সাজানো উপস্হাপনা জীবন চলার কঠিন কিছু সত্য কে নান্দনিক ভাবে তুলে ধরলেন!
অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান!!
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:২২
247465
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
305914
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:১৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। অতি বাস্তব গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুবই প্রাঞ্জল শব্দমালায় ছন্দে ছন্দে চমৎকারভাবে তুলে ধরেছেন মাসাআল্লাহ। খুবই ভালো লাগলো। জাজাকাল্লাহু খাইর।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:১২
247558
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেরণদায়ক সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File