Roseহাদিসের বিশাল ভান্ডারRose

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১১ জানুয়ারি, ২০১৫, ১২:১৩:৫০ রাত



যারা ইসলাম সম্পর্কে জানতে চান, সরাসরি হাদিস থেকে ইসলামি জ্ঞান আহরণ করতে চান তাদের জন্য হাদীসের একটি অত্যন্ত উপকারী ওয়েবসাইটের সন্ধান দিচ্ছি যেখানে-

১। নিম্ন লিখিত বিশুদ্ধ হাদিস গ্রন্থের হাদীসগুলোকে আরবি,বাংলা ও ইংরেজি তিনটি ভাষায় পাবেন।

২। তিনটি ভাষায় হাদিস সার্চ করার সুযোগ।

৩। প্রতি্টি হাদিসের হুকুম বা নির্ভরযোগ্যতা দেয়া আছে।

৪। সরাসরি হাদিস প্রিন্ট করার সুযোগ।

৫। হাদিস ফেসবুক/ টুইটারে প্রচার করার সুযোগ।

৬। কপি-পেস্ট করার সুযোগ।

৭। পর্যায়ক্রমে প্রতিটি হাদিসের ব্যাখ্যা ও টীকা দেয়া হবে।

যে গ্রন্থগুলোর হাদিস পাওয়া যাবেঃ

১। সহিহ বুখারি

২। সহিহ মুসলিম

৩। আত-তিরমিযি

৪। ইবনে মাজাহ

৫। মুয়াত্তা ইমাম মালিক

৬। সুনানে নাসায়ী

৭। সুনানে আবু দাউদ

৮। রিয়াদুস সালেহিন

৯। আলবানীর জাল হাদীস সিরিজ

১০।বুলুগুল মারাম

১১।মুসনাদে আহমাদ

১২।মেশকাত শরীফ

১৩।নববির চল্লিশ হাদিস

১৪।হাদিসে কুদসী

১৫।আল-আবাদুল মুফারাদ

ইত্যাদি সহ আরো কিছু হাদিস গ্রন্থ।

তাহলে আর দেরী না করে ঘুরে আসুন হাদিসের জগতে নিম্নের লিংক থেকঃ

http://ihadis.com

যারা এই মহৎ কাজটি করেছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন।

বিষয়: বিবিধ

২০৫১ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300078
১১ জানুয়ারি ২০১৫ রাত ১২:৫৪
মাটিরলাঠি লিখেছেন :
Rose Rose Rose Rose
সুন্দর পোষ্ট। জাজাকাল্লাহু খাইরান। Good Luck Good Luck
১১ জানুয়ারি ২০১৫ রাত ১২:৫৭
242875
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
১১ জানুয়ারি ২০১৫ রাত ০১:২৮
242876
মাটিরলাঠি লিখেছেন :
লিঙ্কটি কাজ করছে না। ঠিক করে দিন।
300081
১১ জানুয়ারি ২০১৫ রাত ০১:০৮
আওণ রাহ'বার লিখেছেন : লিংক কাজ করেনা ভাইয়া।
সুন্দর পোষ্টের জন্য আন্তরিক শুকরিয়া।
১১ জানুয়ারি ২০১৫ রাত ০১:৪০
242877
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : এখন কাজ করছে। http://ihadis.com

.com লিখার পরে কিছু থাকলে ডিলিট করে দিন। তাহলেই ওপেন হবে ইনশাআল্লাহ্‌
300086
১১ জানুয়ারি ২০১৫ রাত ০১:৩৬
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : কাজ করছে। আবার ট্রাই করুন।
300088
১১ জানুয়ারি ২০১৫ রাত ০২:০৫
শেখের পোলা লিখেছেন : সুন্দর ও প্রয়োজনীয় একটিি ওয়েব সাইটের সন্ধান দেবার জন্য আপনাকে ধন্যবাদ৷
১১ জানুয়ারি ২০১৫ রাত ০৩:০১
242880
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান।
300097
১১ জানুয়ারি ২০১৫ রাত ০৩:১৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..............শ্রদ্ধেয় সুহৃদ মা. স. আযহারী ভাইয়া। অসাধারণ একটি পোষ্টের জন্য জাজাকাল্লাহু খাইর। আশাকরি অনেকের পার্থিব জীবনের নানাবিধ জটিল সমস্যা সমাধানে এবং পারলৌকিক জীবন অন্বেষণে আপনার পোষ্টটি অনেক বড় সহায়ক হবে।
১১ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩২
242942
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফীক
300098
১১ জানুয়ারি ২০১৫ রাত ০৩:১৫
সন্ধাতারা লিখেছেন : এ ধরণের পোষ্ট আপনার কাছ থেকে আরও বেশী প্রত্যাশিত ভাইয়া।
300123
১১ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:১৪
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

লিন্কটির জন্য আবারো শুভেচ্ছা।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
১১ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩৩
242943
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
300295
১২ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৯
মুহাম্মদ নূরুল্লাহ তারীফ লিখেছেন : দরকারী পোস্ট। জাযাকাল্লাহু খাইরান।
১২ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩৩
243014
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আপনার মতামতের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File