Rose Good Luckভাঙ্গা কাঁচ এবং কথাঃ তুলনামূলক পর্যালোচনা Rose

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ০৫ ডিসেম্বর, ২০১৪, ০৬:২৯:৩১ সন্ধ্যা



একটা কাঁচের জিনিস ভেঙ্গে গেলে ছোট একটা আওয়াজ হয়। তা হয়তো কয়েক সেকেন্ডের মধ্যেই বাতাসে বিলীন হয়ে যায়; কিন্তু মাটিতে পড়ে থাকে ছোট-বড়, সুক্ষাতিসুক্ষ বিভিন্ন সাইজের ভাঙ্গা টুকরা বা কণা। অনেক দীর্ঘ সময় ধরে এগুলো পথিককে কষ্ট দেয়ার ক্ষমতা রাখে। কেউ ছোট একটা ভাঙ্গা টুকরোর ক্ষত-ব্যথা-জ্বালা যুগযুগ ধরে বয়ে বেড়ায়।

এই ভাঙ্গা কাঁচের টুকরার দৃষ্টান্ত হলো আমার আপনার মুখনিসৃত একটি আওয়াজের মত। যা কয়েক সেকেন্ডেই বাতাসে বিলীন হয়ে যায়। সেটা হতে পারে একটি ছোট কথা, একটি শব্দ, শব্দাংশ কিংবা অর্থহীন একটি আওয়াজ। যদি কথাটার মাঝে একটু তিক্ততা, রুঢ়তা, বা অভদ্রতা মিশ্রিত করে বলা হয়, তাহলে তা কারো দিলে এমন গভীর ক্ষত-জখম তৈরী করতে পার্‌ যা যুগযুগ ধরে এমনকি কোন কোন ক্ষেত্রে মৃত্যুর পূর্ব পর্যন্ত ব্যথার কারণ হতে পারে।

আরেকটি সাদৃশ্য হলঃ ভাঙ্গা কাঁচ যেমন শত চেষ্টা করেও পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। উন্নত মানের আঠা দিয়ে, অনেক কষ্ট করে, হয়ত কোন রকম জোড়া লাগানোর চেষ্টা করা যায়। ঠিক তেমনি ভাবে মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গেলে তা কিন্তু আর ফিরিয়ে নেয়া যায় না। বড়জোড় সরি/দুঃখিত/ মাফ করবেন ইত্যাদি বলে আপনার তৈরী করা জখমে একটা ব্যান্ডেজ বাঁধার চেষ্টা করতে পারেন। কিন্তু এ ব্যান্ডেজ দ্বারা ক্ষত ভাল নাও হতে পারে এমনকি ইনফেকশান হয়ে ক্ষতের পরিধি আরো বেশী সম্প্রসারিত হতে পারে।

শুধু মুখের একটি কথার কারণেই দেখা যায় আজ কেউ কেউ রাজকীয় আরাম-আয়েশ-সুখ ছেড়ে জেলখানার মশার কামড় খাচ্ছে।

তাই আসুন আমরা রাসূলের একটা হাদিসের আমল করিঃ

তিনি বলেনঃ

مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ ‘

অর্থাৎঃ যে আল্লাহ এবং আখেরাতের উপর বিশ্বাস রাখে সে যেন ভাল কথা বলে নতুবা চুপ থাকে।’ (বুখারী)



বিষয়: রাজনীতি

১৬১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291578
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১৪
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৩২
235199
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান।
291628
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৫৬
নাছির আলী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৮
235318
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File