Roseপাখির স্বপ্নবিলাসRose

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ০২ ডিসেম্বর, ২০১৪, ০৫:৩০:৫৩ সকাল



Roseপাখির স্বপ্নবিলাসRose

পথহারা পাখি, নিকষ কালো গহীন আঁধারের অতলান্তে ডুবে।

অষ্টপ্রহর ভাবনা-শঙ্কাহীন, নির্মল আনন্দে কাটে গহীন বনে।

আশা-প্রত্যাশা-স্বপ্নহীন, নির্মল-উচ্ছলতায় ভরা সারা বেলা।

ভাঙ্গা ডানা, উড়ার অদম্য স্পৃহা, দুর্নিবার স্বপ্নে ভরা তনুমন।

উদ্যত শ্যান দৃষ্টি, আনাগোনা বিষধর গোখরার সদা সর্বত্র।

দৈব ছোঁয়ায় তবু উড়ে চলে সুদূর দিগন্তে ভরসায় ভর করে।

বিশাল নিলিমার দিগন্তে স্বপ্নরা ডানা মেলে বিশাল মহিরুহে।

সবুজ-শ্যামল, ছায়া-সুনিবিড়, শান্তির নীড় খুঁজে ফিরে সর্বত্র।

ভাসনার স্বপ্নগুলো ধরা দেয় হাতে অদূরেই পথের মাঝেই।

উড়ার তামান্নার বলয়-ব্যাপ্তি প্রসারিত হয় সুনামির ক্ষিপ্রতায়।

পৌঁছার উপক্রম দৈবী চন্দন, দৃষ্টিনন্দন স্বপ্নের শ্যামল দ্বীপে ।

উদ্ভাসিত হবে সুবহে সাদেক ভাস্করের আলোয় দ্যুতিময় হয়ে ।

ক্ষণেই ঈশানে ঘন-কালো আঁধার, বজ্র-বিদ্যুতের হুংকার ধ্বনি।

গুড়ুম-গুড়ুম শব্দে প্রকম্পিত হৃদয় জানালা, বাতাসে উড়ুউড়ু।

স্বপ্নের প্রদীপগুলো নিমিষেই নিষ্প্রভ হয়ে মিলে যায় তিমিরে।

বিশাল মহিরুহগুলো শুষ্ক কাঠ, পাখি নিথর পড়ে থাকে পথে।

---------------------------------------------------------------

বিষয়: সাহিত্য

৯৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File