নাস্তিক আঃ লতিফের ইসলাম বিদ্বেষের নমুনা ****************************************
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ২৯ নভেম্বর, ২০১৪, ০১:৩৭:৪৫ রাত
আঃ লতিফ সিদ্দীকি ২০০৯ সালে যখন বস্ত্র ও পাটমন্ত্রী ছিলেন, তখনও ধর্ম নিয়ে কটুক্তি করেছেনঃ-
১| এক অনুষ্ঠানে তিনি বললেন, "কুরআন তেলাওয়াতের প্রয়োজন নেই, কুরআন পাঠ করলে বাইবেল, গীতাসহ অন্যান্য ধর্মগ্রন্থও পাঠ করতে হবে"।
২। জয়পুরহাটে এক অনুষ্ঠানে আজানের সময় মাইক বন্ধ না করে বললেন,
"মোল্লা-মৌলভীরা আর কোন কাজ পায়না, ভিক্ষা করে ঘন ঘন মসজিদ নির্মাণ করে ঘন্টার পর ঘন্টা আজান দিয়ে সময় নষ্ট করে"।
--সর্বশেষ সংযোজনঃ-
৩।আমি হজ আর তাবলীগ জামাতের ঘোরতর বিরোধী, জামায়াতে ইসলামীরও বিরোধী, তবে তার চেয়েও বেশি হজ ও তাবলীগ জামাতের।’
৪। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে? তারাতো ছিল ডাকাত। তখন সে একটা ব্যবস্থা করলো যে আমার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে। এরমধ্য দিয়ে একটা আয়- ইনকামের ব্যবস্থা হবে।’
কী আজব দেশ!!!
যে দেশের প্রধানমন্ত্রীকে সামান্য কটাক্ষ করলে শাস্তি হয়। আর প্রকাশ্যে নাস্তিকরা ইসলাম, আল্লাহ ও নবীকে কটাক্ষ করলে সরকার কর্তৃক বাহবা পায়।
----(সংগৃহীত)---
বিষয়: বিবিধ
১১২২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন