মৃত্যুর পরও সাওয়াব কামানোর সুযোগ ***********************************
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ২৫ নভেম্বর, ২০১৪, ০৭:২৫:৪১ সকাল
যেসব আমলের সাওয়াব মৃত্যুর পরও জারী থাকবে তা হলো :
১. মানুষের জন্য উপকারী ইলম শিক্ষা দেয়া।
২. ঈমানদার নেক সন্তান রেখে যাওয়া ।
৩. মাসজিদ তৈরি করা ।
৪. কুরআন মাজীদ বিতরণ করা ।
৫. কোন গাছ রোপন করা ।
৬. অভাবগ্রস্থদের জন্য ঘর তৈরি করে দেয়া
৭. খাওয়ার পানির ব্যবস্থা করা
৮. মানুষকে নিরাপদ রাখার জন্য শত্র“র হাত থেকে ইসলামী রাষ্ট্রকে পাহারা দেয়া
৯. প্রবাহিত পানির ব্যবস্থা করা
১০. মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়া
১১. কিতাব রচনা করা
১২. সাদাকায়ে জারিয়াহ/ কল্যাণকর কাজে দান করা।
যে কোন ইবাদাত কবুলের শর্ত হলোঃ
১. ইবাদাতের পূর্বে নিয়ত শুদ্ধ করা।
২. রাসূলুল্লাহ এর সুন্নাহ অনুযায়ী ইবাদাত করা
৩. শিরক মুক্ত থাকা
৪. হালাল উপার্জন করা
আল্লাহ তা‘আলা আমলগুলো করার তাওফীক দিন। আমীন!
বিস্তারিত পড়ুনঃ
https://www.facebook.com/permalink.php?story_fbid=1481950755360614&id=100006371110217&fref=nf
বিষয়: সাহিত্য
৯৫৪ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক কথায় বলা যায়- 'মানবতার প্রকৃত কল্যাণে দীর্ঘ মেয়াদী ভূমিকা রাখে' এমন সব কর্মকান্ডই মৃত্যুর পরও সওয়াব হাসিলের মাধ্যম!
সুন্দর বিষয় তুলে ধরায় অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান জানাই!!!
একগুচ্ছ ফুলেল সুভেচ্ছা রইলো ভাইয়া
মন্তব্য করতে লগইন করুন