Give Upদু'টি বিল Give Up

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ২২ নভেম্বর, ২০১৪, ০১:৩২:১৯ রাত



একদিন একটি ছেলে তার মা'র কাছে গিয়ে একটা বিল জমা দিল...

মা ছেলের দেয়া চিরকুটটা পড়লেন... ছেলে লিখেছেঃ

১. গাছে পানি দেয়াঃ ১০ টাকা

২. দোকান থেকে এটা-ওটা কিনে দেয়াঃ ১৫টাকা

৩. ছোটভাইকে কোলে রাখাঃ ৪০টাকা

৪. ডাস্টবিনে ময়লা ফেলাঃ ২০টাকা

৫. পরীক্ষায় ভালো রেজাল্টকরাঃ ৫০টাকা

৬. মশারী টানানোঃ ৫ টাকা

... মোটঃ ১৪০ টাকা!!

মা বিলটা পড়ে মুচকি হাসলেন...

তারপর তার আট বছরের ছেলের মুখের দিকে খানিকক্ষণbতাকিয়ে রইলেন...

তার চোখে পানি চলে আসছে...তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন..

১. তোমাকে ১০মাসপেটে ধারনঃ বিনা পয়সায়

২. তোমাকে দুগ্ধপানকরানোঃ বিনা পয়সায়

৩. তোমার জন্য রাতের পর রাতজেগে থাকাঃ বিনা পয়সায়

৪. তোমার অসুখ-বিসুখে তোমার জন্য দোয়াকরা, সেবা করা,

ডাক্তার এর কাছে নিয়ে যাওয়া,তোমার জন্য চোখের পানি ফেলাঃ বিনা পয়সায়

৫. তোমাকে গোসল করানোঃ বিনা পয়সায়

৬.তোমাকে গল্প,গান,ছড়া শোনানোঃ বিনা পয়সায়

৭. তোমার জন্য খেলনা, কাপড় চোপড় কেনাঃবিনা পয়সায়

৮. তোমার কাথা ধোওয়া, শুকানো,বদলে দেওয়াঃ বিনা পয়সায়

৯.তোমাকে লেখাপড়া শেখানোঃ বিনা পয়সায়

১০. এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসাঃ সম্পূর্ন বিনা পয়সায়

অতঃপর সন্তান তার মার হাত থেকে বিল টা নিয়ে নিচে ছোট্ট করে লিখে দিল...

''এ বিল জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয়।''

(Collected)



বিষয়: সাহিত্য

৯৭২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286706
২২ নভেম্বর ২০১৪ রাত ০৩:২০
নাছির আলী লিখেছেন : সত্যিই আপনার অনুভুতি অনেক সুন্দর। ভালো লাগলো অনেক ধন্যবা।
২৫ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৩৪
231449
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান।
286736
২২ নভেম্বর ২০১৪ সকাল ০৭:২৫
হতভাগা লিখেছেন : মায়েদের গর্ভ থেকে শুধু ছেলেরাই আসে , মেয়েরা আসে আসমান থেকে সরাসরি ।
২৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
231649
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : কি বুঝাতে চাইছেন ভাই? বুঝি নাই।
২৫ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩২
231665
হতভাগা লিখেছেন : সব দোষ ছেলেদের উপর চাপাইতেছেন তো , তাই স্মরণ করাইতে চাইলাম যে মায়েরা শুধু ছেলেদেরকেই জন্ম দেয়। মেয়েরা আসে আসমান থেকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File