নামটি তাঁহার (ছোটদের জন্য লেখা একটি কবিতা)
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ০৭ নভেম্বর, ২০১৪, ১১:১৫:১৭ রাত
কোন সে প্রভু আকাশটারে রাখলো ধরে উপরে
যেখা্ন থেকে বর্ষাকালে অঝর ধারায় বৃষ্টি ঝরে?
কোন সে রহিম সূর্যটারে করলো এতো ত্যাজোময়
যার আলোতে হচ্ছে সদা বিশ্ব-ভূবন আলোকময়?
কোন সে করীম তাঁরাগুলো সাজালো নীল আসমানে
যাদের দেখে পথহারা লোক পথ খুঁজে পায় সব খানে?
কোন সে দাতা বাতাসটারে ছড়িয়ে দিল সব খানে
যাহার কোমল স্পর্শ পেলে শান্তি আসে সব প্রাণে?
কোন সে খালিক গাছগাছালি করলো সবুজ সৃষ্টি
যাদের দেখে সব মানুষের জুরিয়ে যায় মন-দৃষ্টি?
কোন সে প্রভুর সৃষ্টিরাজি দেখলে দু’চোখ ভরে
সুকরিয়ার মস্তক তোমার সেজদায় লুটে পরে?
জান তুমি জান বন্ধু নামটি কি যে তাঁর
বিশ্ব জাহান টুইটম্বুর নেয়ামতে যার?
আল্লাহ তা’য়ালা নামটি তাঁহার কি যে মধুর নাম!
যে নাম জপে সকল সৃষ্টি নিত্য সুবহে-শাম।
বিষয়: সাহিত্য
১৩১০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন