আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ০৭ নভেম্বর, ২০১৪, ০২:৪৩:২৬ দুপুর
১- ফরয ইবাদাতসমূহ যথাসময়ে আদায় করা (বুখারি- ৬৫০২)।
২- মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করা (বুখারি-৫২৭)।
৩- সর্বদা আল্লাহর যিকিরে জিহ্বা ভিজিয়ে রাখা (ইবন হিব্বান- ৮১৮)।
৩- উন্নত ও উত্তম চরিত্রের গুণাবলী অর্জন করা (আল-মু‘জামুল কাবীর- ৪৭১)।
৪- দানশীল ব্যক্তি (তিরমিযী-১৩১৯)।
৪- ক্ষমাশীল ব্যক্তি (আল-মু‘জামুল কাবীর- ৮৫৭২)।
৫- কাজে-কর্মে কোমল হওয়া (বুখারী-৬০২৪)।
৬- লজ্জাশীলতা ও গোপনীয়তা রক্ষা করা (আবু দাউদ- ৪০১২)।
৭- বিপদ-মুসিবতে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা (তিরমিযী-২৩৯৬)।
৮- সকল কাজ দক্ষতার সাথে সুন্দরভাবে সম্পন্ন করা (শু‘আবুল ঈমান- ৪৯৩২)।
৯- মুত্তাকী, ধনী ও আত্মগোপনকারী ব্যক্তি - যে ভালো কাজ দেখিয়ে বেড়ায় না (মুসলিম- ২৯৬৫)
১০-১৩ আল্লাহর প্রতি ঈমান আনা, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা (আবু ইয়া‘লা- ৬৮৩৯)।
১-৪ আল্লাহর প্রিয় দু'টি ফোটা ও দু'টি চিহ্নঃ আল্লাহর ভয়ে নির্গত অশ্রুর ফোটা এবং আল্লাহর রাস্তায় প্রবাহিত রক্তের ফোটা। আর দু'টি চিহ্ন: আল্লাহর রাস্তায় আঘাতের চিহ্ন এবং আল্লাহর ফরয ইবাদত আদায়ের চিহ্ন (তিরমিযী- ১৬৬৯)।
আল্লাহ আমাদের তাঁর প্রিয় বান্দা হিসেবে কবুল করন। আমীন...।
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন