একটি মৃত্যুঃ একটি শিক্ষণীয় ঘটনা
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আলআযহারী ২৭ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৮:০৩ রাত
গত মঙ্গলবার কুয়েত পার্লামেন্টের বর্ষিয়ান নেতা নাবিল আল-ফজল পার্লামেন্টের অধিবেশন চলাকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
উল্লেখ্য যে, তিনি ছিলেন একজন পাইলট, লেখক, সাংবাদিক, কলামিস্ট, রাজনীতিবিদ এবং পার্লামেন্ট মেম্বার।
╭✿╯আধুনিকতা ও গণতন্ত্রের দোহাই দিয়ে কুয়েতে মদ বিক্রয় বৈধ করার জন্য পার্লামেন্টে সবচেয়ে সোচ্চার ছিলেন।
╭✿╯আলেম-ওলামাদের মতামতকে সর্বদা অবজ্ঞা করতেন, দাড়ি নিয়ে উপহাস করতেন।
╭✿╯বিকিনি পড়ে কুয়েতে নারীদের সুইমিং পুলে যাতায়াতের সাপোর্টার ছিলেন।
╭✿╯মুসলিম ব্রাদারহুডকে "টেররিস্ট গ্রুপ" হিসেবে ঘোষণার দাবী তুলেছিলেন পার্লামেন্টে।
╭✿╯ফিকহ ও শরীয়া বিষয়ে পড়াশোনা করেছেন, বইও লিখেছেন, তবুও নিজেকে ধর্মনিরপেক্ষ হিসেবে পরিচয় দিয়ে গর্ববোধ করতেন।.........
কিন্তু
╭✿╯ভাগ্যের কি নির্মম পরিহাস- পার্লামেন্টের যে চেয়ারটি লাভের জন্য এত কষ্ট, শ্রম, মেধা, টাকা-পয়সা খরচ করেছেন, যেই চেয়ারে বসে ইসলাম বিরোধি আইন পাশ করতে উচ্চ কন্ঠে আওয়াজ দিতেন সেই চেয়ারেই মালাকুল মাউত চলে আসলো। চিরতরে থামিয়ে দিল বলিষ্ঠ আওয়াজ, বজ্র কণ্ঠ।
বিষয়: বিবিধ
১৬৬৮ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"ইন্না বাত্বশা রব্বিকা লাশাদীদ"
তোমার রব্বের গ্রেফতার বড়ই কঠিন!!
ধন্যবাদ আপনাকে।
তা অনেক দিন পরে এলেন, স্বাগত জানাই।
মন্তব্য করতে লগইন করুন