মা-বাবার অবাধ্যতার কিছু বাস্তব নমুনা
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আলআযহারী ০৫ মে, ২০১৫, ০৬:৪৩:৩৮ সন্ধ্যা
১. তাদেরকে ধমক দিয়ে, কঠোর ভাষায়, উচ্চস্বরে কথা বলা।
২. তাদের আদেশ-নির্দেশে বিরক্তিসূচক কথা ( যেমন-উফ্) বলা।
৩. হাস্যোজ্জ্বল চেহারায় কথা না বলে তাদের সামনে কপাল ভাঁজ করে ক্রোধ প্রকাশ করা।
৪. তাদের দিকে ক্ষুব্ধ, বিরক্তি, অবজ্ঞা ও ঘৃণার চোখে তাকানো।
৫. কথায় বা কাজে তাদেরকে কাঁদানো বা দুঃখ দেওয়া।
৬. কাজের নির্দেশ দেয়া (কাপড় পরিষ্কার, খাবার তৈরি...)।
৭. তৈরি করা খাবারের সমালোচনা বা বাজে মন্তব্য করা।
৮. পারিবারিক কাজে তাদেরকে সহযোগিতা না করা।
৯. তারা কথা বলার সময় তাদের কথায় কর্ণপাত না করা।
১০. তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে অগ্রণী ভূমিকা পালন করা।
১১. সিদ্ধন্ত নেয়ার ক্ষেত্রে তাদের মতামতকে কম গুরুত্ব দেয়া।
১২. তাদের নিকট প্রবেশের সময় অনুমতি না নেওয়া।
১৩. কেউ ভুল করলে তাকে পিতামাতার সামনেই তিরস্কার করা।
১৪. তাদের নিন্দা-দুর্নাম করা, তাদের দোষ-ত্রুটি আলোচনা করা।
১৫. তাদেরকে গালি দেওয়া, অথবা গালি দেওয়ার উপলক্ষ তৈরি করা। (যেমন- কারো পিতামাতাকে গালি দিলে সেও পাল্টা তার পিতামাতাকে গালি দিবে)।
১৬. তাদের সামনে বদ অভ্যাসের বহিঃপ্রকাশ ঘটানো। (যেমন ধূমপান, তাস খেলা, সালাত বাদ দিয়ে ঘুমিয়ে থাকা, বখাটে বন্ধুদের বাসায় নিয়ে আসা)।
১৭. তাদের সুনাম ও সুখ্যাতি নষ্ট করে এমন মন্দ কাজ করা।
১৮. তাদেরকে বিপদে বা জটিলতায় ফেলে দেওয়া। (যেমন- ঋণ পরিশোধ না করা, শিক্ষা প্রতিষ্ঠানে বেয়াদবী করার ফলে তাদেরকে ডেকে পাঠানো)।
১৯. ঘরের বাইরে দীর্ঘ সময় ধরে অবস্থান করে তাদেরকে উদ্বিগ্ন ও অস্থির করে রাখা।
২০. বেশি বেশি দাবি-দাওয়া ও বায়না ধরে তাদের উপর চাপ সৃষ্টি করা।
২১. তাদের আনুগত্যের উপর স্ত্রী’র আনুগত্যকে প্রাধান্য দেওয়া।
২২. তাদের প্রয়োজনের সময় অথবা বৃদ্ধ বয়সে তাদেরকে পরিত্যাগ করা।
২৩. সামাজিক উচ্চমর্যাদার কারণে নিজেকে তাদের সন্তান হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করা।
২৪. ঘরের মধ্যে গোলযোগ সৃষ্টির যন্ত্রপাতির অনুপ্রবেশ ঘটানো।
২৫. নিজের ব্যর্থতা ও অপারগতার সকল দোষ ও দায়ভার তাদের উপর চাপিয়ে দেয়া। (পড়ালেখা, পাত্র/পাত্রি বাছাই...)
২৬. তারা কোনো অন্যায় কাজ করে ফেললে তারেকে পরিত্যাগ করা এবং তাদের সাথে সদ্ব্যবহার না করা ।
২৭. তাদের জন্য ব্যয় করার ক্ষেত্রে কার্পণ্যতা করা।
২৮. তাদের প্রতি অবদানের খোটা দেওয়া ও বার বার গণনা করা।
২৯. তাদের সম্পদ চুরি করা। (দু’টি হারাম-১-চুরি ২-অবাধ্যতা)।
৩০. তাদের সামনে বিলাপ করা ও দুঃখ-কষ্ট প্রকাশ করা।
৩১.বিনা প্রয়োজনে তাদের অনুমতি ছাড়া দূরে কোথাও প্রবাসজীবনে চলে যাওয়া।
৩২. তাদের গায়ে হাত তোলা/ প্রহার করা। (নাউজুবিল্লাহ)
৩৩. সম্পদের উত্তরাধিকারী হওয়ার জন্য তাদের মৃত্যু কামনা করা।
(নাউজুবিল্লাহ)।
৩৪. ক্রোধের কারণে/মাতাল অবস্থায়/সম্পদের লোভে তাদেরকে হত্যা করা। (নাউজুবিল্লাহ)।
বিষয়: বিবিধ
১১৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উল্লেখিত গর্হিত কাজগুলো থেকে আল্লাহ্ পাক সকলকেই হেফাজত করুণ। আমীন।
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। ভালো থাকুন খুব ভালো সবসময়।
মন্তব্য করতে লগইন করুন