শেখ হাসিনা একজন বুদ্দিমান মহিলা
লিখেছেন লিখেছেন সত্যের সেনানী ২৭ ডিসেম্বর, ২০১৪, ১২:৫৯:১২ দুপুর
শেখ হাসিনা একজন বুদ্দিমান মহিলা আর
বাংলাদেশের ১৫ কোটি ৯৯ লক্ষ ৯ শত ৯৯ জন বোকা
তার কারণ হিসাবে বলতে পারি জিয়াদ নামের বাচ্চাটি
৪৫০ ফুট গভীরে পড়ে গেছে বাংলার মানুষের দৃষ্টি
ওই দিকে নিক্ষেপ হলো সবাই দুয়া করলো বাচ্চাটির জন্য
আমি নিজেও দুয়া করলাম, শেষ পয্যন্ত কি হলো, বোকা
বানানো হলো সবাইকে,
ভুলে গেছেন রেশমা নাটক ৭ দিন পর জীবিত উদ্দার
এই নাটকের জন্য পুরস্কার ও সে পেয়েছে, এই ভাবে
আরো দেখবেন যখন তার সোনার ছেলে ছাত্র লীগ
কোনো অপকর্ম শুরু করে তখন আরেকটা নাটক
সাজায় মানুষের দৃষ্টি অন্য দিকে সরানোর জন্য
এই ভাবে একের পর এক করে আসছে হাসিনা
নামক এই লেডি হিটলার, আর আমরা জনগণ
শুধু মুখে গালে হাত দিয়ে তার নাটক গুলো
পর্বে পর্বে দেখে আসতেছি, কি ভাবে হবে এই
জাতির ভাগ্যের পরিবত্তন, শেখ হাসিনাই তার
অবস্তান থেকে সে বিজয়ী, আর জনগণ পরাজিত
১৬ কোটি জনগণ একজন মহিলাকে পরাজিত করে
তাদের ভাগ্যের পরিবত্তন আনতে পারছেনা এটা
বড় ধরনের একটি ব্যথতা,
বিষয়: বিবিধ
১৪৬৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে মিথ্যাবাদী রাখালের গল্পের মতই হইবে আলীগের অবস্থা সেই দিন আর বেশী দূরে নয়।
মন্তব্য করতে লগইন করুন