আল কোরআন

লিখেছেন লিখেছেন সত্যের সেনানী ১৩ ডিসেম্বর, ২০১৪, ০৪:৩৮:১৮ বিকাল

আল কোরআন

যা ছিল প্রাণ সঞ্চালনের গ্রন্থ

হয়ে গেল প্রাথনার পস্তুক

যা ছিল অধ্যায়নের জন্য

হয়ে গেল আবৃতির জন্য

জীবন্তদের বিধান ছিল

হয়ে গেল মৃতদের ছাড় পত্র

জ্ঞান বিজ্ঞানের শাখা ছিল

পড়ে গেল মূর্খদের হাতে

সৃষ্টি বশ করার আহবান ছিল

থেমে গেল মাদ্রাসার পাঠক্রমে

প্রানহিনকে চেয়েছিল প্রানবন্ত করতে

লেগে গেল বিদ্রোহীদের পরিত্রান কল্পে

ওহে মুসলমান ! একি তুমি করলে !

ওঠো চোখ মেল আর ভেবে দেখ

ড়. পন্ডিত শংকর দয়াল শর্মা

(ভারতের সাবেক রাষ্টপতি )





বিষয়: বিবিধ

৯০১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

293934
১৩ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৮
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck এটি কি দয়াল শর্মা'র লেখা?
293941
১৩ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২৯
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : অনেক ভালো লাগলো। Rose Rose
293956
১৩ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ওহে মুসলমান ! একি তুমি করলে !
ওঠো চোখ মেল আর ভেবে দেখ

ভেবে দেখার সময় কৈ মুসলমানদের। তারা তো আজ নিজেদের ভিতরই কলহ লেগে দিয়েছে।
293969
১৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর বলেছেন তিনি। আপনাকে ধন্যবাদ শেয়ারের জন্য। আগে কোন একজন এই কবিতাটা ব্লগে শেয়ার করেছিল হয়তো, পড়েছিলাম।
293979
১৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১১
সত্যের সেনানী লিখেছেন : ভিশু : জি এটি দয়াল শর্মা'র লেখা
293980
১৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১২
সত্যের সেনানী লিখেছেন : ধন্যবাদ আরোহী রায়হান প্রিয়ন্তি
293982
১৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৫
সত্যের সেনানী লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি
সঠিক কতা বলেছেন
293983
১৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৬
সত্যের সেনানী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আলমগীর মুহাম্মদ সিরাজ
294055
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০১:১১
আফরা লিখেছেন : ভাল লাগল ।শেয়ারের জন্য ধন্যবাদ ।
১০
294205
১৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৪
সত্যের সেনানী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আফরা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File