আল্লামা সাঈদী সাহেবকে দিয়ে কারাগারে মালির কাজ করানো হচ্ছে।
লিখেছেন লিখেছেন সত্যের সেনানী ৩০ নভেম্বর, ২০১৪, ১০:২০:০০ রাত
কারাগারের ফুল বাগান পরিস্কারের জন্য এতো চোর,বাটপার, ডাকাত আর খুনি থাকতে শেষ পর্যন্ত কুরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরকে ব্যবহার করা হচ্ছে?? কেন এমন জগন্য হলো এই জালিম সরকার এই জুলুমের শেষ কোথায়?
তাহলে কি আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দাকে দিয়েই তার জান্নাতের ফুল বাগান পরিস্কার করিয়ে নিচ্ছেন?? যদি এমনই হয়ে থাকে, তাহলে হুজুরের ভক্ত ও ইসলামী আন্দোলনের কর্মীদের কে এ নিয়ে মনক্ষুন্ন হওয়ার কোনো কারণ নেই।
আল্লাহ হয়তো ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এটাই বুঝিয়ে দিতে চাচ্ছেন যে, নবীর আন্দোলন করতে হলে শুধু জেল জুলুমই যথেষ্ট নয় এছাড়া ও অনেক পরীক্ষায় উর্ত্তীণ হতে হয় আর সেই পরীক্ষা এক যুগে একেক রকমে আল্লাহর প্রিয় বান্দাদের উপর এসেছে।
কেননা আমরা জানি যে, সত্যিকারের আলেমগণ হলেন নবীগনের ওয়ারিশ /উত্তরাধিকারী। তো নবীর উত্তরাধিকারী হওয়া কি কোন চাট্টিখানি কথা?? অবশ্যই না। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের কে ও এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জেল জুলুম আর নির্যাতনের প্রস্তুতি নেওয়া উচিত।
আর আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে, আল্লাহ যা কিছুই করেন না কেন, তার বান্দার ভালোর জন্যই করেন তাই আমাদের উচিত হবে আল্লাহর ফয়সালা সন্তুষ্টচিত্তে মেনে নেওয়া।
_____ তানভীর
বিষয়: রাজনীতি
১১১১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
আমিন।
মন্তব্য করতে লগইন করুন