অস্ত্র ফেলে কলম হাতে তুলে নাও
লিখেছেন লিখেছেন সত্যের সেনানী ২৫ নভেম্বর, ২০১৪, ১০:৪৭:২২ রাত
ছাত্রলীগকে বলি.... তোমরা শিবির ঠেকাতে চাও!!!
তাহলে এ লেখাটি পড়........... এবং আমল কর!!!!
তোমরা যখন নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটির কম্পিটিশন নিয়ে ব্যস্ত,
ইসলামী ছাত্রশিবির তখন নিজেদের মধ্যে মেধা আর যোগ্যতার কম্পিটিশন নিয়ে ব্যস্ত!!!
সন্ত্রাস দিয়ে একটা মেধাবী ও যোগ্যতা সম্পন্ন ছাত্র সংগঠনের অগ্রযাত্রাকে পৃথিবীর কোথাও টেকানো সম্ভব হয়আর কখনো সম্ভব হবেও না।
তাই ছাত্রলীগকে বলি,
তোমরা সত্যিই যদি ছাত্রশিবির কে টেকাতে চাও, তাহলে
। নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি ছেড়ে দিয়ে একে অপরকে ভালবাসতে শিখ। নিজেদের মধ্যে জ্ঞানের কম্পিটিশন করো।
Nizam Bin Rafique
বিষয়: রাজনীতি
৮৫৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন