মৃত্যুদণ্ড স্থগিতের আহবান আরো একটি আন্তর্জাতিক সংস্থার

লিখেছেন লিখেছেন সত্যের সেনানী ১৩ নভেম্বর, ২০১৪, ১২:২১:১৪ রাত

শীর্ষ নিউজ ডেস্ক : জাতিসংঘ, ইইউ ও হিউম্যান রাইটস ওয়াচসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পর জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও সহকারী সেক্রেটারি কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জানিয়েছে ইংল্যান্ডের বার হিউম্যান রাইটস কমিটি (বিএইচআরসি)।

মঙ্গলবার সংস্থাটির নিজস্ব ওয়াইবসাইটে দেয়া এক বিবৃতিতে জামায়াত নেতাদের মৃত্যুদণ্ড স্থগিতের এই আহ্বান জানায় তারা।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের এটর্নি জেনারেল তার সর্বশেষ মন্তব্যে মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি বিলম্বিত হবে বলে জানিয়েছেন, তথাপি বিএইচআরসি মনে করে যে, কেবল এই ঘোষণাই যথেষ্ট নয়।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকল মামলার বিষয়েই বিএইচআরসি ইতোপূর্বে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কেননা, এই বিচার কার্যক্রমগুলোতে মোটেও আন্তর্জাতিক মান বজায় রাখা হচ্ছে না। বিশেষ করে কামারুজ্জামানের মামলায় বিচার প্রক্রিয়াটি ছিলো খুবই ত্রুটিপূর্ণ। কামারুজ্জামানের মামলায় আসামিপক্ষের স্বাক্ষী সংখ্যাকে স্বেচ্ছাচারীভাবে সীমিত করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবীদের প্রসিকিউশন স্বাক্ষীদের পর্যাপ্ত জেরা করার সুযোগ দেয়া হয়নি। আর পক্ষপাতিত্বের অভিযোগে আসামিপক্ষ দুই জন বিচারকের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করলেও কোন রকম সুস্পষ্ট কারণ ছাড়াই তাদের সেই আবেদন খারিজ করে দেয়া হয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষ যথেষ্ট পরিমাণ শক্তিশালী স্বাক্ষ্য ও প্রমাণাদি উপস্থাপন এবং বিচারিক বিভিন্ন দুর্বলতা নিয়ে আপত্তি করা সত্ত্বেও সেগুলোকে অগ্রাহ্য করে গত ২৯ অক্টোবর দেয়া রায়ে ট্রাইব্যুনাল জামায়াত প্রধান মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে।

- See more at: http://www.sheershanews.com/2014/11/12/57754#sthash.r0o8dJ06.dpuf

বিষয়: বিবিধ

৮৪৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283784
১৩ নভেম্বর ২০১৪ সকাল ০৮:০১
মামুন লিখেছেন : লিখাটি পড়লাম। ভালো লেগেছে। ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ। Thumbs Up Bee Bee
283798
১৩ নভেম্বর ২০১৪ সকাল ০৯:২০
হতভাগা লিখেছেন : মুক্তিযুদ্ধের সময় নিজামীরা যখন পাকিদের সাথে মিলে নিরীহ বাংলাদেশীদের একের পর এক হত্যা করছিল তখন এরা কোথায় ছিল ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File