এই বার মসজিদের দান বক্স থেকে টাকা চুরি করলো ছাত্র লীগ

লিখেছেন লিখেছেন সত্যের সেনানী ১১ নভেম্বর, ২০১৪, ০৮:৩৩:৪৭ রাত

চট্টগ্রামে দানবাক্সের পাঁচ লাখ টাকা লুট করেছে ছাত্রলীগ-যুবলীগ

নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদের দানবাক্সের প্রায় ৫ লাখ টাকা লুট করেছে ছাত্রলীগ-যুবলীগ নামধারীরা। রোববার দুপুর ১টার দিকে মসজিদ কমপ্লেক্সের ইসলামিক ফাউন্ডেশন অফিস থেকে এ লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। রিপোর্ট লেখা পর্যন্ত টাকাগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে জমিয়াতুল ফালাহ মসজিদের দানবাক্সগুলো একসঙ্গে খোলা হয়। এরপর টাকাগুলো গণনা করা হয়। গণনা করে দেখা যায় গত এক সপ্তাহে ১ লাখ ৬৫ হাজার টাকা দানবাক্সে পড়ে। ইসলামিক ফাউন্ডেশন অফিসে দানবাক্স থেকে সংগৃহীত আগের সাড়ে ৩ লাখ টাকা জমা ছিল। টাকা গণনার পর মুসল্লি কমিটি ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের মধ্যে টাকা জমা রাখাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে সরকার দলীয় স্থানীয় নেতাকর্মীরা জড়ো হয়ে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের কাছ টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়।

সূত্র জানায়, মুসল্লি কমিটির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বদিউল আলম ও আমজাদ হাজারীর নেতৃত্বে ১১-১৩ নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত। লুট হওয়া টাকাগুলো হাজী আবদুল হাই নামে একটি হিসাবে জমা রাখা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। নিয়মানুসারে সরকারি মসজিদের আর্থিক বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশনের। মুসল্লি কমিটির নয়। ইসলামিক ফাউন্ডেশন আইনে তা স্পষ্ট উল্লেখ রয়েছে। ক্ষমতাসীন দলের লোকজন ক্ষমতার জোরে টাকাগুলো লুট করেছে।

টাকা লুটের ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক (পিডি) বোরহান উদ্দিন মো. আবু হাসান যুগান্তরকে জানান, লুট হওয়া টাকা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা লুট হওয়া টাকাগুলো উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে টাকা লুটের

বিষয়: রাজনীতি

১০৯৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283341
১১ নভেম্বর ২০১৪ রাত ০৯:২৮
ফেরারী মন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor যার যা কাজ তা তাকে করতে দিবেন না? আপনাদের জ্বালায় দেখি তারা দুমুঠো ভাতও খেতে পারবে না।
283351
১১ নভেম্বর ২০১৪ রাত ১০:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষের হক মেরে খেতে যারা অভ্যস্ত তারা এই টাকা নিয়ে যাবে তাতে সমস্যা আর কি???
283357
১১ নভেম্বর ২০১৪ রাত ১০:১৯
সত্যের সেনানী লিখেছেন : ভালো লাগলো ফেরারি
283359
১১ নভেম্বর ২০১৪ রাত ১০:২১
সত্যের সেনানী লিখেছেন : শেষ পযনত মসজিদের টাকা
283414
১২ নভেম্বর ২০১৪ রাত ০২:০৪
এহসান সাবরী লিখেছেন : মাশায়াল্লাহ! লাইনে আইছে শেখের বেটির সোনার ছেলেরা
283433
১২ নভেম্বর ২০১৪ রাত ০২:৫০
আফরা লিখেছেন : চুরের আবার বাছ বিচার আছে নাকি ?
283683
১২ নভেম্বর ২০১৪ রাত ১০:০৫
সত্যের সেনানী লিখেছেন : হাছা কইছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File