মৃত্যু ভয়ে আমরা ভীত নই, বরং জীবনের প্রতিটি বন্দরে আমরা মৃত্যু খুঁজে বেড়াই !
লিখেছেন লিখেছেন সত্যের সেনানী ০৫ নভেম্বর, ২০১৪, ০৯:২১:৩৭ রাত
পুড়তে পুড়তেই নাকি সোনা খাঁটি হয়। এই যে মা কে দেখছেন, খোঁজ নিয়ে দেখেন উনার হয়তো বা স্বামী নেই, সন্তানকে হারিয়েছেন সেই কবে ! হয়তো বা উনার কন্যাকেও নখর দিয়ে আঁচড়ে মেরেছে ইজরাঈলি শুকরেরা। হারাবার আর কিছুই বাকী নেই ! তাইতো বুলেটের সামনে তীব্র প্রতিবাদ। ভাবছেন খালি হাতে ?? না উনার হাতে যে অস্ত্র রয়েছে সে অস্ত্রের ভয়েই কাফের বাহিনী নির্বাক ভঙ্গিতে চেয়ে দেখছে আর ভাবছে কতটুকু ঈমান থাকলে এতটা সাহসী হওয়া যায় !!
সেদিন আর বেশী দূরে নয় যেদিন এই বাংলার নারীদেরকেও দেখা যাবে এই ভূমিকায়। আজ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে নামাজ আদায়ের অপরাধে বহিস্কৃত হয়েছে কাল সেই বোনেরাই নিজের সন্তানের নাম লেখাবে কামারুজ্জামান ব্রিগেডে আর ভারতীয় বি এস এফ এর অস্ত্রের সামনে শাহাদাৎ অঙ্গুলি উঁচিয়ে এমনি করে বলবে--
শুনে রাখ, আমরা আফিফা, সুমাইয়া, আর আসমা বেলতাগীর উত্তরসূরী........
বিষয়: রাজনীতি
১০২৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আগুনের ফুলকিরা নব স্ফুলিঙ্গে ভাঙ্গিয়ে দেবে সত্যের ঘুম।
প্রেরণা যোগানোর মত কমেন্টস
ধন্যবাদ সবাইকে
মন্তব্য করতে লগইন করুন