ছ্যাকা খাওয়ার গল্প
লিখেছেন লিখেছেন শহীদুজ্জামান ২৯ অক্টোবর, ২০১৪, ০৬:২১:৪২ সন্ধ্যা
শান্ত ছেলে ফারহান। দৈনন্দিন কাজের মধ্যে তার একটা কাজ হল
বাড়ির উত্তর পাশে রাস্তার ধারে বসে গাড়ি গণনা করা। আজ
ফারহানের মন ভাল নেই, হঠাৎ ফারহানের সেই মেয়েটির কথা মনে হল।
গত ৫ বছর আগে স্কুল জীবনেই মেয়েটির সাথে প্রেম।
মেয়েটিকে না পেয়ে মানসিক ভাবে অনেক বাধাগ্রস্ত হয়েছিল ফারহান।
মেয়েটির নাম সুবর্ণা। প্রথম ক্লাস টেনে ভর্তি হয়েছিল। ফারহানও
তখন ক্লাস টেনের ছাত্র।ফারহান ছিল শান্ত তাই মেয়েদের
সাথে মেলামেশা কম করত। মেয়েটিকে দেখার পর ফারহানের কেমন যেন
একটা অনুভুতি হল। কি সুন্দর মেয়েটি। ফারহান মুগ্ধ
দৃষ্টিতে চেয়ে থাকত মেয়েটির দিকে। দুই একমাসের মধ্যেই মেয়েটির
সাথে পরিচয় হল ফারহানের। মেয়েটিও পড়ালেখায় খুবই ভাল ছিল।
প্রতিদিনই কথা হত সুবর্ণার সাথে ফারহানের,পড়াশুনার ব্যাপারে তাদের
বেশ কথা হত। কথা বলার সময় সুবর্ণা দিকে চেয়ে থাকত ফারহান,
মেয়েটির কথায় যেন কি অনুভব করত ফারহান। এভাবেই
চলতে থাকে তাদের পড়াশুনা। এক পর্যায়ে ফারহান
সুবর্ণাকে ভালবেসে ফেলে। পরিক্ষা শুরু হয়ে গেল,পরিক্ষা শেষ। পরিক্ষার
সময় তাদের একদমই কথা হয়নি, এভাবে পরিক্ষার পরেও সুবর্ণার
সাথে কথা বলার সুযোগ হচ্ছে না ফারহানের।এখন রেজাল্টের সময়
রেজাল্ট দেখতে আসল ফারহান আসল সুবর্ণাও। দেখা হল ফারহানের
সাথে সুবর্ণার। রেজাল্ট দেখা হল তাদের দুজনেই ভাল রেজালট করল।
বাড়ি ফেরার সময় সুবর্ণার ফোন নামবার নিল ফারহান। এবার এস এম
এস ফোনের মাধ্যমে ভাব আদান প্রদান,প্রেম ভালবাসা ভাল
লাগা ইত্যাদি। হঠাৎ একদিন সুবর্ণার নামবার থেকে এস এম এস এল
আমি আর তোমাকে ঠকাতে পারব না, আমার জীবনের
সাথে আরেকজনের জিবন জড়িয়ে আছে।
আমি তোমাকে ভালবাসিনা,এতদিন
যা করেছি অভিনয়,পারলে আমাকে ক্ষমা করিও
না পারলে আমাকে ঘৃণা ও অভিশাপ দাও। ফারহান যেন এই এসএমএস
দেখে স্থীর হয়ে গেল। ফোন দিল সুবর্ণার নামবারে কিন্তু নামবার
বন্ধ।
ফারহানের প্রথম স্কুল জীবনে ছ্যাকাঁ খাওয়ার পর মানসিক
ভাবে প্রচন্ড আঘাত পেয়েছে। তাকে সুস্থ করার জন্য মা-বাবা অনেক
কষ্ট করল। তবুও তাকে সম্পূর্ণ সুস্থ করতে পারল না। মানসিক
অসুস্থতা নিয়ে প্রতিদিন রাস্তার পাশে বসে কি যেন ভাবে আরফান
আর রাস্তার গাড়ি গুলো গুনে। হঠাৎ সে লক্ষ করল কে যেন তার
পাশে এসে বসল, তার কান্ধে হাত রাখত। ফিরে তাকাতেই
সে একটি পরিচিত মূখ দেখল। তাকিয়ে আছে ফারহান সেই চেহারার
দিকে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না কে সে?? সবকিছুই আবার
মনে করার চেষ্টা করছে ফারহান। হঠাৎ তার সামনে সবকিছুই কাল
হতে শুরু করল,এবং সে বুঝতে পারল তার অনুভুতির দিন শেষ।
বিষয়: বিবিধ
২২১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন