গল্পের নামঃ আশায় আশায় বসে আছি ।

লিখেছেন লিখেছেন টিপু এসডি দেব ৩১ অক্টোবর, ২০১৫, ০২:৫৪:০৩ দুপুর

রিং রিং রিং রিং রিং

রিং

>দেবঃ হ্যালো কে

বলছেন।

>মেয়েঃ ভাইয়া এখানে

নেহা আছে ।

>দেবঃ আপনি কোথায়

থেকে ফোন করেছেন ।

>মেয়েঃ ভাইয়া প্লিজ

বলুন , নেহা কোথায় ।

>দেবঃ

হাহাহাহাহাহাহাহ

া মজা লন তাই না ।

আপনি কোথায় থেকে

করেছেন এইটা বলুন ।

>মেয়েঃ ধুর ছাই ।

(এইটা বলে ফোন কেটে

দিল)[

আর এই বলে তো শেষ

নেই মাত্র তো শুরু

হলো । ঠিক কয়েকদিন

পর আরেকটা নাম্বারে

ফোন কল করলো

মেয়েটি । তা আবার

দেবকে ।]

>মেয়েঃ হ্যালো ভাইয়া ।

ফোনটা একটু মামার

কাছে দাওনা । আমি

নেহা বলছি ।

>দেবঃ হাহাহা লও

ঠেল্যা । আমি তো

কোনো নেহাকে চিনি

না । আর তার মামাকে

পাব কোথায় ।

>মেয়েঃ Sry rong

number.

[এই বলে ফোনটা কেটে

দিল ।

আবার মিসকল পায় ৫

মিনিট পর আসলো ।

ফোনটা Back করে ।]

>দেবঃ হ্যালো ।

>মেয়েঃ Sry . ভাইয়া ।

আপনার আর বড়

ভাইয়ার মোবাইল

নাম্বার একি । শুধু ৩৮

আর ৮৩ ব্যাবধান তাই

ভুল হয়ে যায় ।

>দেবঃ ও আচ্ছা ঠিক

আছে । আপনার নাম

কি ?

>মেয়েঃ আমার নাম

নেহা । আমি সিলেট

থেকে করেছি ।

>দেবঃ বাহ , আপনার

কন্ঠটা সুইট । আপনি

কি আমাকে চেনেন ।

>মেয়েঃ না তো ।

>দেবঃ ধুর শ্লা ,

পানিতে লবণ পড়ে

গেলো ।

>মেয়েঃ What .মানে ।

>দেবঃ প্রেমে পড়েগেছি

কয়েকটা দিনে ।

>মেয়েঃ হাহাহা কার ।

>দেবঃ কেন আপনার ।

>মেয়েঃ ননসেস , (বলে

ফোনটা কেটে দিল)

এই হলো আমার

কাহিনীরে দোস ।

>বন্ধুরাঃ তারপর কি

হলো বল ।

>দেবঃ তারপরের কথা

শুনবি নাকি ।

>বন্ধুরাঃ প্লিজ দোস্ত

বল বল ।

>দেবঃ তাহলে শুন ।

তারপর একদিন আমি

মেয়েটিকে ফোন করি ।

করে বলি দেখা করার

জন্য । মেয়েটি রাজি

হলো । মেয়েটি বলছিল

গ্রীনল্যান্ড পার্কে

দেখা করবে । আমিও

তাই করলাম ।

গ্রীনল্যান্ডে গেলাম

গিয়ে দেখি মেয়েটা

আসেনাই আবার ফোন

দিলাম । ফোনটা ধরেই

বললো ।

>মেয়েঃ কই আপনি ।

আর কি কালারের

র্শাট পড়েছেন ।

>দেবঃ আমি কালো

প্যান্ট আর কালো

র্শাট পড়েছি ।

আর তুমি ,

>মেয়েঃ আমিও কালো

কামিজ পড়ে এসেছি ।

হাতে একটা ফরম

কাগজ আছে ।

>দেবঃ কি তুমি ওই

মেয়েটা , আমাকে

বলছিলে ভাইয়া

আমার এই ফরমটা

পিলাপ করা লাগবে না ।

শুধু আমার এক অচেনা

প্রেমিক আসবে । ওর

সাথে অভিনয় করতে

হবে ।

>মেয়েঃ কি আপনার

নাম দেব ।

>দেবঃ হ্যা ,একটু

পিছনে থাকান ।

>মেয়েঃ পি পি পি ,

>দেবঃ কি ম্যাডাম .

আপনি আমার সাথে

টক্কর নিতে

চেয়েছিলেন ।

>মেয়েঃ Sry . আসলে

অপরিচিত ছেলে তো

ছিলে । তাই আমি

একটু সংকটে

পড়েছিলাম ।মনে

করেছিলাম হয়তো

ছেলেটা বদ বা অন্য

কিছু হবে । তাই

আপনার কাছ থেকে

সাহায্য চেয়েছিলাম ।

কিন্তু আপনী যে হবে

তা ভাবতেই পারিনি ।

>দেবঃ ও আচ্ছা

,আমাকে দেখে কি

গুন্ডা মনে হয় । না কি

চুর মনে হয় ।

>মেয়েঃ চুর তো

অবয়েসলি মনে হয় ।

>দেবঃ কি ?

>মেয়েঃমানে তুমি

আমার মন চুরি করে

ফেলেছো । I Love u dev

.

. . . . . . . . . . .

>বন্ধুরাঃ দাড়া দাড়া

তরা কি আগে দুইজন

দুইজনকে চিনতে ।

>দেবঃ না . কেন ।

>বন্ধুরাঃ আসলে

মেয়েটি যে বললো ।

>দেবঃ আরে ওর সাথে

যাবার এক গাড়িতে

ছিলাম । কথা বার্তা

বলেছিলাম । আমাদের

কাজ টা একই ছিল ।

তাই দুইজনই একে

অপরের সাহায্য

করছিলাম মাত্র ,

কিন্তু ভাবতেই

পারিনি আমরা দূইজন

দুইজনকেই দেখতে

এসেছি ।

>বন্ধুরাঃ ও আচ্ছা

তারপর ।

>দেবঃ তারপর আর

কি ? প্রায় এইভাবেই

প্রেম চলতে থাকলো ।

কয়েকদিন পর গিয়ে

রেজিষ্টেশন অফিসে

বিয়ে করে ফেলি ।

বিয়ে করার পর ।

বন্ধুরাঃ তারপর

তারপর ।

>দেবঃ আমরা তো

লুকিয়ে বিয়ে

করছিলাম । তাই কেউ

জানতো না । একদিন

সে কেঁদে কেঁদে বলে ওর

বিয়ে ঠিক হয়ে গেছে ।

এখন তো আমার মাথায়

বাঁজ পড়লো । পায়ের

মাটি সরে যাচ্ছে ।

মাথা ঘুরাচ্ছে ।হাত

থেকে মোবাইলটা খসে

পড়লো । নিজেকে

আবদ্ধ করার চেষ্টা

করছিলাম । কিন্তু ওই

সময়ে আর কিছু করার

নাই । তাই বাবা মাকে

সব কথা খুলে বলি ।

বাবা মা আমার

অবস্তা বুঝে

ব্যাবস্তা করার জন্য

ছুটা ছুটি করলেন ।

এবং ওই বিয়েটা অনেক

ভাবে ক্যাঞ্চেল করে

।এখন সবার চোঁখে ফুটে

উচ্ছে । আমার সাথে

ওর বিয়ে হচ্ছে । প্রায়

৯ মাস পর আমাদের

বাচ্চা হলো । ৫ বছর

পর বাচ্চাকে নিয়ে

আমি স্কুলে দিলাম ।

তারপর কাজ নিজের

কাজে গেলাম ।

>বন্ধুরাঃ দাড়া দাড়া

,তুই তো এখন ও বিয়েই

করছ নাই । আবার

বাচ্চা ও হয়েগেল ।

>দেবঃ গল্প কখন সত্য

হয় নাকি ।এইগুলা

আমার ভাবনা ছিল ।

>বন্ধুরাঃ মানে সবগুলা

তর কল্পনা (ভাবনা) ।

>দেবঃ নারে ১ম স্টেপ

সত্য । আর বাকি গুলা

আমার ভাবনা ।

>বন্ধুরাঃ এর জন্যই

বলি । তরে সবে

আটারো হলো । আর

তুই যা বলছিস তার

বয়স তখন ৩০ হবে ।এত

ভাবিস কেন ।

>দেবঃ ভাবতে ভাল

লাগে । এই সপ্নের

রানীকে নিয়ে ।

জানিস তো

কায়কোবাদের একটা

প্রবাদ আছে । (তুমি

যদি বাস্তবে নাহি পাও

.সপ্নে তা আহার

মেটাও ) আমিও তাই

করছি ।ভাবতে ভাল

লাগে । আশায় থাকতে

আনন্দ লাগে ।

>বন্ধুরাঃও বুঝেছি ,

তুমি ওর জন্য আশায়

আশায় বসে আছো ।

>দেবঃ তা না হলে কি

আর প্রেম জমে । কি

মামারা তরা কস কি FB

বন্ধুরা জোরে বল ।

ভাবতে ভাল লাগে

কিনা ।

. . . . . . . . . . . . . . . . . . . . . . .

বিঃদ্রঃ গল্পটা

কাল্পনিক বাস্তয়িক

নিয়ে তৈরি । কারো

সাথে মিলিত হলে

দুঃখিত ।

So Dev is back.

বিষয়: সাহিত্য

১৬৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File