Taka is 2nd god
লিখেছেন লিখেছেন টিপু এসডি দেব ১২ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৫৭:৩১ রাত
একটা গরিব ঘরের মেয়ে যখন ভার্সিটিতে পড়তে যায় । তখন তার কাছে টাকা থাকে না । বেছে নিতে হয় কালো জগত্ । যা নিজেকে পতিতা রূপে পালন করে যায় । তার কারন টাকা , যেই টাকার জন্য ও পড়তে পারছে না ।টাকার জন্য নিজের স্ত্রী আপনাকে তালাক দিয়ে দেয় । যা আপনী রোজগার করতে পারছেন না । টাকার জন্য আজকে আপনার ভাই আপনাকে ভাই মনে করে না । কারন যতদিন ভালবাসা পাবেন ,ততদিন যদি আপনার টাকা থাকে । এই টাকার জন্য একটা ভদ্র ঘরের ছেলে অথবা গরিব ঘরের ছেলে ,আজকে হয়ে উটে একজন খিলাড়ী । দিনের পর দিন ,মানুষের পকেট চুরি করে , মানুষকে খুন করে । আজ এই টাকার জন্য আপনি যাকে ভালবাসতেন সে ও অন্যের প্রেম পড়ে যায় । কিন্তু তখন আপনাকে চেনার পর্যন্ত ঈঙ্গিত করেই না । এই টাকা যে অতি সহজে অনেক বন্ধু পেতে দেয় । এই টাকার জন্য আপনার পিছনে অনেক মেয়েরা ঘুরবে । বাস্তব তো এটাই টাকাই হলো মানুষের ২য় God . আজকে যদি আপনি চোর থাকেন । এবং আপনাকে অনেকে চোর বলে । তবে যখন আপনার টাকা হবে । তখন তারা আপনাকে চোর না বলে ,সাহেব সাহেব করে পায়ের নীচে পড়ে থাকে । পরিস্থিতি এইরকম . যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে ।
বিষয়: বিবিধ
১৩৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন