কষ্টহীন বুকের তিব্র বাতাস
লিখেছেন লিখেছেন টিপু এসডি দেব ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২০:০৯ সকাল
অভ্যাস তো নিজের তৈরি কেবল,
আর জীবনের কথা তো দুইজনের তৈরি।
যা যখন মনে করিয়ে দেয়।
তখন জীবনকে বাজি রেখে আত্মাকে নাশ করে দেয়।
তুমি কি দুঃখ পাবে, তুমি কি কষ্ট পাবে।
কষ্ট তো পায় সে, যে তোমার মনকে জয় করেছে, যে তোমার
হৃদয়কে ভালবেসে ছিল। শুধু পারেনি তোমার অভ্যাসকে বদলাতে। কারন
অভ্যাস মানুষকে মৃত্যু মূখি ও করতে পারে। অভ্যাসের কারনে তুমি অন্য
একজনকে ভালবাস। আর ওর কথা তোমার মনেই নাই। ভেবে দেখ যখন তুমি
সর্ব প্রথম কলেজে ভর্তি হয়েছিল। যেই ছেলেটা হ্যা করে তোমার
দিকে থাকিয়ে থাকতো। মনে পরে এই কথা তুমি তাকে অপমান ও করেছিলে।
কিন্তু তুমি বুঝলে না। ভালবাসা হাহাহাহাহা ভালবাসা এইসবের কি বুঝ তুমি। তুমি তো
দিনের আলোকেই ভালবাসা মনে করো। কিন্তু রাতের অন্ধকারকে ঘূনা
করো। কিন্তু এই কথা একবারের জন্য ভাবনি যে রাতের এই আধারটা মনকে
শান্ত রাখে।
,
,
,
,
,
,
,
ইতিঃ সেই অবুঝ ছেলে।
বিষয়: সাহিত্য
১৪৮১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন