বাংলাদেশ জয় বাংলাদেশ জয় ।

লিখেছেন লিখেছেন টিপু এসডি দেব ০১ ডিসেম্বর, ২০১৪, ১২:২৮:২৯ দুপুর

http://www.facebook.com/tipu.sddev

আমরা আবার আরেক রেকর্ড গড়তে যাচ্ছি । আপনারা ও যোগ দিন । সারা বিশ্বকে দেখিয়ে দিন । আমরা ও রেকর্ড তৈরি করতে পারি । একটা পতাকাই আমাদের শক্তি । এই পতাকা আমাদের এনে দিয়েছে স্বাধীনতা । এই পতাকা টি তৈরি হয়েছে । অনেকের রক্তের বিনিময়ে । সবাই একসাথে স্লোগান করি , বাংলা আমার ভাষা , এইটাই আমার মাতূভাষা , এইটাই ছিল স্বাধীনতার দেশ , আমার ,তোমার ,সবের সোনার বাংলাদেশ ।

http://www.facebook.com/tipu.sddev

জয় বাংলা জয় হৈ

বিষয়: আন্তর্জাতিক

১০৯৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290204
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : লেখায় দেশপ্রেম ফুটে উঠেছে। ধন্যবাদ
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ১২:২৩
234393
টিপু এসডি দেব লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ
290280
০১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৪
হতভাগা লিখেছেন : বাংলাদেশ জিত্তা গেছে ৫-০ তে :D/
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ১২:২৪
234394
টিপু এসডি দেব লিখেছেন : দেশ আমার ,তাই গর্বিত । জয় তো আসবেই । ধন্যবাদ
০৩ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:১৪
234469
হতভাগা লিখেছেন :


জয় এসে গেছে এবং দোয়াও চাইছে
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৬
234556
টিপু এসডি দেব লিখেছেন : ভালো তো করেন
290296
০১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
প্রবাসী আশরাফ লিখেছেন : কিছুদিন আগে দেখলাম পৃথিবীর সবচেয়ে বড় মানব পতাকার রেকর্ড করার জন্য টিভিতে বিজ্ঞাপন দিয়ে হইচই করে তা করা হলো। আচ্ছা ঠিক আছে না হয় একটা রেকর্ড করলামই। কিন্তু এই ধরনের রেকর্ড করা কি এখন সময়ের দাবী নাকি হাতে হাত রেখে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তা করা উচিত?

ফেইসবুকে এভাবে জাতীয় পতাকা প্রফাইল দিয়ে আদৌ কি দেশের কোন লাভ হবে?

সম্ভ্যব হলে -

=> শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস দূর করার জন্য একতাবদ্ধ হই।
=> এ+ পাওয়া নয় শিক্ষার মান উন্নয়নে সরকারকে বাধ্য করি।
=> রোড এক্সিডেন্টের নামে হত্যা বন্ধ করি।
=> জনগনের মৌলিক চাহিদা আদায় করি।
=> দেশের অর্থনৈতিক চাকা সচল রাখি।

আসুন এই বিজয়ের মাসে মাকে (দেশকে) ভালবেশে যে যার অবস্থান থেকে মায়ের জন্য অবদান রাখি।
290912
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৫
টিপু এসডি দেব লিখেছেন : আরশাফ ভাই আপনাকে জবাবে বলতে পাচ্ছি না । এর জন্য দুঃখিত । আপনার সাথে আমার ও সহমত । কিন্তু একবার বিশ্ব জানুক আমরা ও পারি রেকর্ড তৈরি করতে । শুধু তারা না । এমন কি দেখেছেন যদি একটা ফুল যদি তোমার কাছে রাখো তাহলে তোমার ও কাছে লাগবে অসাধারন । আর যদি তোমার পাশে একে একে সবার কাছে থাকে । তাহলে এইটা উটবে পুষ্পঞ্জলি ।আর এইটার জন্যই আমি বলেছি । মন্তব্য করার জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File