গল্পের নামঃ মাইরালা

লিখেছেন লিখেছেন টিপু এসডি দেব ২৩ নভেম্বর, ২০১৪, ০৪:৪৭:৪৯ রাত

মধু আর রাজ এবং শিব্বির একসাথে যাচ্ছে । মধু ড্রাবিং করছে আর শিব্বির আর রাজ পিছনে বসে আছে গল্প করছে ।সেই মধ্যে

>শিব্বিরঃ আসলে তুই কি সারাকন ফেসবুক আর টুইটার গুগলী নিয়ে ব্যাস্ত ।

>রাজঃ তর চোঁখ কিছু পড়ে নাই তো ।

>শিব্বিরঃ না কিছুই পড়ে নাই ।

>রাজঃ না তর চোঁখে কিছু পরেছে আয় হাসপাতালে যেতে হবে তকে নিয়ে ।

>শিব্বিরঃ সেখানে গিয়ে কি ডাক্তারি করবি । ভর্তি কে হয়েছে হাসপাতালে ।

>রাজঃ আর কাকে তরে নিয়ে যামু ।

>শিব্বিরঃ মধু দেখ রাজ কি বলছে ওরে কি ক ?

>রাজঃ ওরে ডাকিস না ও ড্রাইবিং করুক ।

>মধুঃ মার খাবে কিন্তু তরা । আমি আর পাচ্ছি না ।

>শিব্বিরঃ রাজ চালাবে এখন ।

>রাজঃ তুই থাকতে আমি চালাবো এটা কি হয় ।

>মধুঃ stop stop stop আমি যাকে বলবো সে চালাবে ।

>রাজঃ আমার সাহস কমছে , মার ও খেতে পারি কথা না শুনলে ।

>শিব্বিরঃ হা হা হা ।Big Grin

>মধুঃ থাক তদের কেউ লাগবে না । আমি তারানাকে ফোন দিয়েছি ।

>রাজঃ রাখে হরি মারে কে ?

>শিব্বিরঃ ওই তো পাগলীটা আইছে । ডাক দে ।

>মধুঃ তুই ডাক ,আমি ডাকলে মানুষ কি বলবে ।

>রাজঃ হা হা হা তকে বেটা মার্কা বেটি বলবে হা হা হা ।

>মধুঃ মার খাবে কিন্তু ।

>শিব্বিরঃ Stop stop আমি ডাকছি । ওই তারানা ওদিক ওদিক কি খুজছিস মুরগা না মুরগী ।

>তারানাঃ মুরগা ।

>রাজঃ দোস্ত মুরগা দিয়ে তরা কি করবি ও পিকনিকে যাবি নাকি ।

>শিব্বিরঃ তর মাথা আমার মুন্ডু ওইটা ওই আমাদের ফেসবুক ফ্রেন্ড হিরো।

>রাজঃ তাই বল ।

>মধুঃ ওই তো হিরো এসে গেছে ।

>হিরোঃ ওই তরা মিজান সাবের হোষ্টেলে আস ।

>রাজঃ আচ্ছা দোস্ত তর প্রোপাইল পিকছারে মুরগার ছবি কেন ।

>হিরোঃ মুরগা খেতে ভাল লাগে বাটপার ।

>রাজঃ আমি ভাবলাম তুই মুরগা নিয়ে ঘুমাস ।

>হিরোঃ মার খাবি কিন্তু ।

>শিব্বিরঃ মাইড়ালা ।

>তারানাঃ তরা কিরে শুধুই মারামারা ঝগড়া করিস আর ওই বাটপার ও ত খালি ফাজলামী করে ।

>মধুঃ ভাগ্য ভাল তর সাথে বাটপারী করে না ।

>রাজঃ ওই আমি বাটপারী করেছি তবে এমন বাটপারী করিনাই তরা দুঃখ পাইসছ পেয়ে থাকলে ক্ষমা করিস ।

>তারানাঃ দূর পাগল তুই মজা করছ বলে থাকতে ভাল লাগে ।

>মিজানঃ ওই তরা কই যাইতাছস ।

>শিব্বিরঃ আরে আপনি এখানে কি ।

>হিরোঃ তর মাথা আমি আগে কার কথা কইছি ওনার ফ্ল্যাট এ আমি থাকি ।

>মিজানঃ যা তরা আইসছ আজকে পার্ঠি দেব বাড়িতে ।আর রাজ তুই কি করতিছিস কথা বলস না কেন ।

>রাজঃ আর কি বলব , ওরা আমার মূখে পালস্টার দিয়ে সেলাই করেছে ।

>মধুঃ ওই মার খাবি কিন্তু ।আমরা তকে সেলাই করলে কথা বলছ কেমনে । দেখছস শিব্বির ।

>শিব্বিরঃ দেখসছ হিরো ।

>হিরোঃ দেখছস তারানা ।

>তারানাঃ আমি কি বলবো ।

>ইসমাইলঃ কেউ দেখেনি আমি দেখেছি । ওখানে শিয়াল একটা মরেছে ।

>মিজানঃ হা হা রাজ ভাগ্নে একটু বেশিই কথা বলে ওর কথায় কেউ মনে করনা ।

>রাজঃ ইসমাইল তুমি ও এখানে । তাহলে শিয়ালটি কি এনেছো ।

>মধুঃ তুই আবার শিয়ালটি দিয়ে কি করবি ।

>রাজঃ পরিক্ষা করবো ওইটা বেঁচে আছে নাকি মরে গেছে ।

>হিরোঃ বুঝেছি রাজকে পাবনা পাঠাতে হবে ।

>মিজানঃ সবাই বাসাত আয় এখানে কথা বলছিস কেন ।

>শিব্বিরঃ মারিলাইছেরে . যাইতাম আছলাম কোথায় আসছি কোথায় ।

>তারানাঃ তুই ত বাটপার থেকে বড়টা শিব্বির ।

>শিব্বিরঃ বাটপারের ক্লাসে নাম লিখাইছি ।

>মধুঃ থামবী তরা আজকের মতো এখানেই শেষ কাল কথা হবে ।চলো

>রাজঃ চলুন ।

. . . .

২য় পর্বটি পরে দিবো ভালো লাগলে বলবেন । এখানেই শেষ ।

বিষয়: সাহিত্য

১২৩৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287053
২৩ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৪৯
কাহাফ লিখেছেন :

ব্লগ পাঠক ও মন্তব্যকারী আমি! অন্যের লেখা পড়ে শেখার চেষ্টা করি কিছু!
এই লেখা থেকে প্রকৃত শেখার কিছুই পেলাম না! হয়তো আমার অযোগ্যতার কারণেই এমন!
তাই তো ভাল লাগা জানাতে পারলাম বলে দুঃখিত!! Shame On You Shame On You Shame On You
২৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৫
230807
টিপু এসডি দেব লিখেছেন : এইটা শেখার কোনো গল্প নয় । এই গল্পটা হল আনন্দ দেওয়ার জন্য । এই গল্পটা কমেডি । পড়ে যদি আনন্দ পান তাতে আমার সাফল্য । পড়ার জন্য ধন্যবাদ
287144
২৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ
২৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৬
230808
টিপু এসডি দেব লিখেছেন : পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File