কি বলবো আর 5
লিখেছেন লিখেছেন টিপু এসডি দেব ১১ নভেম্বর, ২০১৪, ১২:০৬:৩৯ দুপুর
এখনকার ছেলে মেয়েরা আই লাভ ইউ বলতে সময় লাগে না । যেমন মুখের ভিতর সপ্নপরি জর্দ্দা দিয়ে একটা পান খেয়ে । লাজুক ভাবে বলে ফেলে আই লাভ ইউ । তখন কোনো ফিলিং থাকেনা । কয়েকদিন পর আবার আই হেট ইউ । ভাব্বা আসলে বাংলাদেশে ছেলেরা ইংরেজি একটু বেশি পড়েছে বলতে ও সময় লাগে না । এখনকার প্রেম ও ডিজিটাল । কয়েকদিন আড্ডা মারলো তারপর রেষ্টুরেন্টে তারপর হোটেলে তারপর আর কি সেটাই তো জানেই । বলে মূখ নষ্ট করবো না । কারন তারা মায়ায় পরে , প্রেমে পড়ে না । তারা ভোগ করতে জানে , ভালবাসতে জানে না । এখন আপনারা বলুন সঠিক কথা ।
বিষয়: সাহিত্য
১০০০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একদম সত্যি বলেছেন। আপনি এত সত্যি কথা কোথা থেকে শিখেছেন?
মন্তব্য করতে লগইন করুন